Rewaprasad Diwedi Part 2 SANH G 4

Описание к видео Rewaprasad Diwedi Part 2 SANH G 4

নাটক (২টি)-
১. যূথিকা -এটি একটি নাটিকা। নাটিকায় রয়েছে চারটি অঙ্ক। নাটিকার বিষয়বস্তু ইংরেজী লেখক শেকসপীয়ারের রোমিয়ো জুলিয়ট নাটক। নাটিকার নায়ক হর্ষ ও নায়িকা যূথিকা, যার নামে নামিত হয়েছে নাটিকাটি। নাটিকাটি প্রথমে ১৯৭৬ সালে বেনারসের কালিদাসসংস্থান দ্বারা প্রকাশিত হয়েছে। রেবাপ্রসাদের এই নাট্যকৃতিটি উত্তরপ্রদেশ সরকারের দ্বারা পুরস্কৃতও হয়েছে।
২. সপ্তর্ষিকাঙ্গ্রেসম্ - এটি দশটি অঙ্ক বিশিষ্ট একটি নাটক। নাটকটি সনাতনকবি দ্বারা ১৯৭৭ সালে লিখিত এবং ২০০০ সালে বেনারসের কালিদাসসংস্থান দ্বারা প্রকাশিত হয়েছে। নাটকের বিষয় ১৯৭৭ সালের ভারতের লোকসভা ঐতিহাসিক নির্বাচন, যে নির্বাচনে কংগ্রেন নামক প্রাচীন জাতীয় রাজনৈতিক দল প্রথমবার পরাজিত হয়। নাটকের বিষয় জানুক ও সুন্দরক নামক দুই পুরুষ চরিত্রের বার্তালাপের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। নাটকের মাধ্যমে সনাতন কবি পাঠক ও দর্শকদের সামনে তৎকালীন শিক্ষাব্যবস্থা, সামাজব্যবস্থা, সাম্প্রদায়িকতা এবং রাজনৈতিক পরিদৃশ্য ইত্যাদির উপস্থাপনা করে সমাজে সাম্প্রদায়িক সৌহার্দ্যের আবশ্যকতার উপর জোর দিয়েছেন।
কথা বা গল্প সাহিত্য - (৩টি)- সেগুলো যথা - ত্রিপাদী, কস্য দোষঃ এবং কোऽসৌ। সনাতনকবি দ্বারা লিখিত এই সমস্ত গল্পগুলো সাহিত্য আকাদেমী দ্বারা প্রকাশিতি সংস্কৃত প্রতিভা নামক ত্রৈমাসিক সংস্কৃত পত্রিকায় প্রকাশিত হয়েছে।
ত্রিপাদী নামক গল্পটি রিক্সাচালক এবং এক অধ্যাপকের মধ্যে বার্তালাপেকে কেন্দ্র করে রচিত হয়েছে। সেই বার্তালাপের মাধ্যমে সনাতন কবি একদা বিদ্যার্জনের জন্য শহরে আগত স্বাভিমানী যুবক অধ্যয়েন পর জীবিকা উপার্জনের জন্য কারও কাছে করুণার পাত্র ন হয়ে রিক্সাচালন দ্বারা রোদবৃষ্টিতে কষ্ট স্বীকার করে জীবিকানির্বাহের কাহিনীর মার্মিক উপস্থাপনা করেছেন এই গল্পে।
কস্য দোষঃ নামক গল্পে সদ্য বিবাহিত বধূ বিধবা হওয়ায় বিধবার কি দোষ-এই প্রশ্ন উৎথাপন করেছেন লেখক রেবাপ্রসাদ।
কোऽসৌ গল্পে লেখক রেবাপ্রসাদ সমাজের ধনী ও দরিদ্র শ্রেণীকে নিযে বআধুনিক সমাজবাদীদের প্রশ্ন "সমাজে দেহধারী পরিশ্রম এবং জ্ঞানের দ্বারা যারা জীবনযাপন করেন তাদের গণনা কোথায় হবে?" - এই প্রশ্নের উৎথাপন করেছেন।
কাব্যশাস্ত্রীয় রচনা (৪টি)-
১. কাব্যালঙ্কারকারিকা- সনাতনকবি রেবাপ্রসাদ ২৬৩টি শ্লোকের মাধ্যমে কাব্যশাস্ত্রের এক অভিনবরূপ প্রস্তুত করেছেন এই গ্রন্থে। বিদ্বানগণের বিচারের জন্য গ্রন্থকার এই গ্রন্থে কাব্যলক্ষণ বিষয়ে নতুন সিদ্ধান্তের প্রবর্তন করেছেন। ব্যাপক অর্থে অলংকার যে কাব্যের আত্মা - এই মত প্রতিপাদিত করেছেন গ্রন্থকার এই গ্রন্থে। গ্রন্থটি প্রথমে ১৮৭৭ সালে চৌখম্বা সংস্কৃত সিরিজ নামক সংস্থা দ্বারা প্রকাশিত হয়েছে। এই গ্রন্থের জন্য লেখক নানা পুরস্কাও পেয়েছেন।
২.নাট্যানুশাসনম্ এই কাব্যশাস্ত্রীয় গ্রন্থে ৫ট উন্মেষ এবং ৪১১টি শ্লোক আছে। সেই পাঞ্চটি উন্মেষগুলো যথাক্রমে নাট্যানুশাসনম্, ভরতদর্শনম্, নাট্যশরীরকম্, কলাসমাধিঃ এবং রসভোগঃ। এই ৫টি উন্মেষের মাধ্যমে লেখক ভারতীয় নাট্যবিদ্যার উপর নতুন সিদ্ধান্ত প্রবর্তন করেছেন। গ্রন্থটি প্রথম সংস্করণ ১৯৯৬ সালে বেনারসের কালিদাস সংস্থা দ্বারা প্রকাশিত।
এছাড়া রেবাপ্রসাদ দ্বারা লিখিত অন্যান্য অনেক কাব্যশাস্ত্রীয় গ্রন্থও রয়েছে, যেমন - সংস্কৃতকাব্যশাস্ত্রের ইতিহাসের নতুন পদ্ধতি বিষয়ক এবং ১৯৯৮ সালে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় দ্বারা প্রকাশিত "সাহিত্যশরীরকম্" নামক গ্রন্থ। হিন্দী ভাষায় রচিত এবং কালিদাস সংস্থান দ্বারা ২০০৭ সালে প্রকাশিত "সংস্কৃত কাব্যশাস্ত্রকা আলোচনাত্মক ইতিহাস" ইত্যাদি।
কবিতা সংকলন/গীতিকবিতা সংকলন (১৪টি) - সেগুলো যথা - শতপত্রম্, প্রমথঃ, শ্রীরেবাভদ্রপীঠম্, সংস্কৃতহীরকম্, শকটারম্, মতান্তরম্, শরভঙ্গম্, শরশয্যা, রামপরিসংখ্যা, অমেরিকাবৈভবম্, হরিহরাবদানকাব্যম্, অয়ী নীলে নদী, রত্নস্বরূপাবদনকাব্যম্, জয়েন্দ্রসবস্বতীপাদবন্দনকাব্যম্।

Комментарии

Информация по комментариям в разработке