মেয়েদের শরীরে রক্ত কম কেন?। Basicbiology 2025 | Biology suggestion for ssc 2024 |
রক্তস্বল্পতা আসলে অনেকগুলো রোগের উপসর্গ হিসেবে দেখা দেয় আমাদের কাছে। লোহিত রক্ত কণিকা বা লাল রক্ত কণিকার কাজ হলো, অক্সিজেন বহন করে সে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয়। আমরা যে হাত নাড়ছি বা কথা বলছি, এগুলো তো প্রতিটি এক একটি কাজ বা ক্রিয়া। এই শক্তিটা বহন করছে হিমোগ্লোবিন।
এখন যদি হিমোগ্লোবিন পরিমাণে কম থাকে বা তার অক্সিজেন বহন করার ক্ষমতা কম থাকে, অর্থাৎ একে আমরা কোয়ালিটিটিভ ডেফিসিয়েন্সি বলি। তাহলে উভয় ক্ষেত্রে একজন মানুষ রক্তস্বল্পতা বা এনিমিয়ায় আক্রান্ত হবে। যেহেতু কাজের সঙ্গে জড়িত, সেহেতু হিমোগ্লোবিন কম থাকলে, কী কী উপসর্গ জড়িত, সেগুলো বলি। যেমন : ক্লান্ত লাগবে, দুর্বল লাগবে, কাজে কোনো আগ্রহ থাকবে না, কাজ করতে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, একটুতেই হাঁপিয়ে যাবে, সে হাঁটতে পারবে না, আরো যখন এটি অগ্রবর্তী পর্যায়ে যায়, আরো বেশি পরিমাণে কমে যাবে। এ রকম হলে হার্টকে অনেক বেশি পরিমাণে কাজ করতে হয়। কারণ, হার্ট তো রক্ত পাম্প করে সারা শরীরের সব জায়গায় হিমোগ্লোবিনটা পৌঁছে দিচ্ছে। যেহেতু অক্সিজেনের পরিমাণ কম, পায়ের মাংসপেশি বলবে আমাকে বেশি বেশি পরিমাণ খাবার দাও। তার চাহিদা পূরণ করতে হার্টকে বেশি কাজ করতে হবে। এতে একটি সময় পড়ে হার্ট দুর্বল হয়ে যাবে। এ রকম হলে আরো জটিলতা দেখা দেয়।
রক্ত সঞ্চালন প্রক্রিয়া, রক্তদাতা প্রোসেস, রক্ত সংগ্রহ, রক্ত বিতরণ, রক্ত সংরক্ষণ, রক্তদানের গুরুত্ব, রক্ত পরীক্ষা, রক্তদাতা হওয়ার পদক্ষেপ, রক্তদাতার পুনরুদ্ধার, রক্ত সঞ্চয়
biology,biology suggestion for ssc 2024,Biolo,thor hanson biology,biology thor hanson,microbiology,রক্ত সঞ্চালন প্রক্রিয়া,রক্তদাতা প্রোসেস,রক্ত সংগ্রহ,রক্ত বিতরণ,রক্ত সংরক্ষণ,রক্তদানের গুরুত্ব,রক্ত পরীক্ষা,রক্তদাতা হওয়ার পদক্ষেপ,রক্তদাতার পুনরুদ্ধার,রক্ত সঞ্চয়,HSC biology,hsc 2024 short syllabus,blood circulation,heart,human body,circulation of heart,blood circulation explained,how to improve blood circulation,benefits of good blood circulation
Информация по комментариям в разработке