শাক সবজির চারা উৎপাদন করেই বাড়ি গাড়ির মালিক অনেক চাষি। মরিচের চারা। বেগুনের চারা। ফুল কপির চারা।
বগুড়ায় রবি মৌসুমের শীতকালীন আগাম সবজি চাষাবাদ শুরু করেছেন চাষিরা। এখন সবজি বীজতলায় চারা তৈরি, বিক্রি ও পরিচর্যা করতে ব্যস্ত নার্সারিগুলো।
বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া, মোস্তইল, শাহানগর, ধুনটের কয়েকটি গ্রাম ও সদর উপজেলার মহাস্থানসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায় চাষিদের এমন ব্যস্ততার দৃশ্য।
সারা বেলা চাষিদের নানামুখী কাজের আড্ডা এসব সবজি বীজতলা নিয়ে। কাকডাকা ভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন বীজতলায়। কাঁচি, কোদাল, পাচুনসহ (স্থানীয় ভাষায়) আনুষঙ্গিক সরঞ্জামাদি নিয়ে নেমে পড়ছেন জমিতে। কেউ কেউ প্রস্তুত করা জমিতে রোপণ করছেন বীজ। অনেকেই ব্যস্ত বীজতলা পরিচর্যায়।
সরেজমিনে দেখা যায়, বীজতলা প্রস্তুতের পর জমির মাঝ বরাবর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ছোট ছোট আইল তৈরি করে বীজ রোপণ করা হয়েছে। এরপর বাঁশের তৈরি ‘বেতি’গুলো রিংয়ের মতো বসিয়ে উপরে পলিথিন দিয়ে পুরো বীজতলা মুড়িয়ে দেওয়া হয়েছে।
চাষিরা জানান, গরম পরিবেশ সৃষ্টি করতেই এমনটা করা হয়েছে। মাঝে মাঝে ঢেকে দেওয়া পলিথিনগুলো সামান্য উঠিয়ে এক পাশ ফাঁকা করে দেওয়া হয়। যেন বাইরের বাতাস বীজতলায় প্রবেশ করতে পারে। বীজ রোপণ থেকে শুরু করে প্রথম এক সপ্তাহের মতো এভাবে রাখতে হয়। বীজ থেকে চারা গজিয়ে ওঠার পর চাষিরা সেই পলিথিনগুলো সরিয়ে ফেলেন। এরপর বিক্রির আগ পর্যন্ত নিয়মিত চলে পরিচর্যা। পুরুষের পাশাপাশি এ কাজে নারীদেরও দেখা মেলে। সকাল থেকে সারাদিন বীজতলায় ব্যস্ত সময় পার করেন চাষিরা।
এই বীজতলা থেকে চারা বিক্রি করেই অনেকে ভাগ্য বদলেছেন। এই চারা বিক্রি করেই অনেকের হয়েছে বাড়ি-গাড়ি।
চাষিরা জানান, বছরের ৬ মাস নার্সারিতে ব্যবসা চলে। শাজাহানপুর উপজেলায় কমপক্ষে শতাধিক সবজি নার্সারি রয়েছে। এসব নার্সারিতে নানা জাতের সবজি বীজ উৎপাদন করা হয়। এসব নার্সারিতে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, মরিচ, পেঁয়াজ, রসুন, গাজর, পটল, শিম, বরবটি, পালং শাক, লাল শাক, ঝিঙ্গা, করলাসহ বিভিন্ন জাতের সবজির চারা গাছ পাওয়া যায়।
চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রতি এক হাজার পিস ফুলকপির চারা ৭শ থেকে ৮শ, বাঁধাকপির চারা ৫শ, মরিচের চারা ৬শ থেকে ৭শ, টমেটোর চারা ৭শ থেকে ৮শ, বেগুনের চারা ৫শ, পেঁয়াজের চারা মণ ১৫শ টাকায় বিক্রি হচ্ছে। দেশের বিভিণ্ন প্রান্ত থেকে চাষিরা আসছেন এখানে। চারা কিনে নিযে নিজেদের জমিতে রোপন করছেন। বেশির ভাগ চারাই হাইব্রিড জাতের।
কৃষি কর্মকর্তারা বলছেন গেল বছর রবি মৌসুমে জেলায় প্রায় ১২ হাজার ৪শ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ বছরের টার্গেট এখনো পূরণ হয়নি। তবে গেল বছরের তুলনায় কিছুটা কম বা বেশি হতে পারে।
চাষিরা মূলত আগস্টের মধ্যবর্তী সময় থেকেই জমিতে আগাম শীতকালীন সবজি লাগানো শুরু করে। বগুড়ার শাজাহানপুর, শিবগঞ্জ, শেরপুর, সদর, গাবতলী ও কাহালু উপজেলায় চাষিরা প্রায় ৩০-৩৩ হাজার হেক্টরের বেশি জমিতে নার্সারি আকারে নানা জাতের সবজি বীজতলা তৈরি করেছেন। আর বীজতলার এসব চারা দিয়ে ২০-২২ গুণ জমি চাষ করা সম্ভব।
Agriculture sector is the lifeline of Bangladesh economy.The sector has remained
priority to the government to ensure a profitable, sustainable and
environment-friendly agricultural system and also crucial for long-term food security
for the people of Bangladesh. The reduction of cultivable land due to population
density agricuture is in some problems. For the sustained growth in agriculture, the government supports expanding technology, diversifying crops, extending production of non-seasonal crops along with
the seasonal ones. Innovating new variety of salinity tolerant seed and high yielding
variety of paddy and jute, providing subsidy and agricultural credit, ensuring uninterrupted
power supply for irrigation played an instrumental role in extending
developing the agro-based industries.
We are passionate to keep you update about Agricultural technology, agriculture farming, agriculture information, story of agricultural success, future of agriculture sector in Bangladesh.
This channels target is to educate, aware, motivate the people about Bangladeshi agricultural product, success and future.
Goat farming, poultry farm, fisheries, fruits cultivation like dragon, Malta, kashmiri kul, has changed the life of hundred thousands of young people in Bangladesh. We will give you their success story.
Our Channel Link: / @krishijibon
Our face book page:www.facebook.com/krishijibonbd/
Our website : http://www.krishijbon.com
Информация по комментариям в разработке