বিপিএইচ (BPH) ও ইদুরের সমস্যা বুঝবেন কীভাবে

Описание к видео বিপিএইচ (BPH) ও ইদুরের সমস্যা বুঝবেন কীভাবে

বিপিএইচ (BPH) ও ইদুরের সমস্যা বুঝবেন কীভাবে‪@KrishiBioscope‬

বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) দমন ব্যবস্হাপনা

পোকাদমনে কৃষক ভাইদের এই মুহুর্তে করণীয়
রোপা আমন ধানের বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) দমনেকৃষক ভাইদের এই মুহুর্তে করণীয়কৃষক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,এই সময়ে রোপা আমন ধান ক্ষেতে সর্বনাশা বাদমী গাছ ফড়িং (কারেন্ট পোকা) -এর আক্রমনের সম্ভবনা রয়েছে। আক্রমনের আগেই প্রতিকার করা দরকার । এখনই আপনার ধান ক্ষেতে নিুের যে কোন কীটনাশক অনুমোদিত মাত্রায় ধান ক্ষেত ফাড়ি দিয়ে ধান গাছের গোড়ায় প্রয়োগ করে এ পোকার আক্রমন থেকে ধান ফসলকে রক্ষা করা যাবে।

দমন ব্যবস্থাপনাঃ

নিয়মিত ধান গাছের গোড়া পর্যবেক্ষন করুণ।

আক্রান্ত জমির পানি বের করে দিন।

জমিতে ২-৩ হাত দুরে দুরে ফাড়ি দিয়ে ধান গাছের গোড়ায় অনুমোদিত কীটনাশক অনুমোদিত সঠিক মাত্রায় প্রয়োগ করুন।

এলাকার সকল কৃষক দলবদ্ধ ভাবে পোকা দমনের ব্যবস্তা নিন।

· আসুন, আমরা আপনাদের ধানকে পোকার আক্রমন থেকে রক্ষা করি এবং অগ্রীম সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার করি।

অনুমোদিত কীটনাশকের তালিকাঃ

সপসিন,মিপসিন, হপারসট, প্লেনাম, জাদীদ, এ্যাডক্লেপ, গেইন, কুইনফেট, রেইস, প্লাটিনাম, ম্যাকজিমা, রেডিয়াস, পিলারথেন ও বিউটি অথবা এসিটামিপ্রিড, ফাইমেট্রাজিন, ইসোপ্রোকার্ব গ্রুপের যে কোন কীটনাশক ।

Комментарии

Информация по комментариям в разработке