যীশু কে?
কেউ বলে যীশু একজন মানুষ ছিলেন পরে তিনি খ্রিস্টে পরিণত হয়েছেন। কেউ বলে তিনি একজন মনিষী। আবার কেউ বলে তিনি একজন আদর্শবান ব্যাক্তি, আবারও কেউ কেউ বলে তিনি একজন উত্তম শিক্ষক।
বিগত ২০০০ বছর ধরে এই প্রশ্ন টি বার বার করা হয়েছে। এটি একটি সর্বাধিক চর্চিত বিষয় যখন আমরা খ্রীষ্ট ধর্মের কথায় আসি। যীশু নিজেই প্রশ্ন করেছিলেন , লোকেরা কি বলে আমি কে? তিনি তাঁর শিষ্যদের এই প্রশ্ন টাই করেছিলেন , "তোমরা কি বলো আমি কে? (মথি ১৬:১৩,১৬)
যীশু নামের অর্থ:
যিশু ( গ্রীক ভাষায় 'isus' , এবং ইব্রিয় ভাষায় 'yashua' )
যীশু নামের অর্থ হল ' পরিত্রাতা বা মুক্তিদাতা ' । এই নামটি কোনো মানুষের দেওয়া নাম নয়। সয়ং ঈশ্বর এই নামটি স্বর্গ দূত দ্বারা দিয়ে ছিলেন। কারণ তিনি নিজের প্রজাদের পাপ থেকে পরিত্রাণ করবেন।
(মথি ১:২১)
যীশু কে বুঝতে হলে আমাদের বাইবেলে উল্লেখিত যীশুর উপাধি গুলি আমাদের দেখতে হবে। সেগুলি আমাদের অনেক পরিষ্কার ধারণা দেয় প্রকৃত ভাবে যীশু কে।
যীশুর উপাধী: উপাধি এই কারণে গুরুত্বপূর্ণ কারণ তা ব্যাক্তির কর্ম ও তার প্রতিভার দৃষ্টি আকর্ষণ করে।
( Gandhi ji- মহাত্মা, রাষ্ট্রপিতা; রবীন্দ্র নাথ ঠাকুর - কবিগুরু; বিবেকানন্দ- স্বামী) । প্রত্যেক উপাধির অর্থ ও গুরুত্ব রয়েছে।
১. খ্রীষ্ট বা মশীহ(Christ): খ্রীষ্ট(Christos) শব্দ টি গ্রীক শব্দ, মশীহ শব্দ টি হল ইব্রিয় শব্দ। খ্রীষ্ট এবং মশীহ উভয়ের অর্থ হল " অভিষিক্ত জন" বা ঈশ্বর যাকে এক বিশেষ কাজের জন্য অভিষিক্ত করেছেন। পুরাতন নিয়মে রাজা, নবী, ও যাজক দের অভিষেক দেওয়া হত। নবী যিশইয় প্রত্যাশিত মশীহের কথা লিখেছেন, যিনি মানুষের পাপ ও দুঃখ থেকে নিস্তার করে এক অনন্ত কালীন রাজ্য প্রতিষ্ঠা করবেন( ৫৩:১-১২)। যীশু যখন পৃথিবীতে এসেছিলেন , তখনও ইহুদীরা সেই মাশিহের অপেক্ষায় ছিলেন। নতুন নিয়মে মশীহকে খ্রীষ্ট বলা হয়েছে। যীশু নিজে বলেছেন যে ঈশ্বর তাকে অভিষিক্ত করেছেন ইস্রায়েলীদের মুক্তি ও পরিত্রাণ করার জন্য ( লুক ৪: ১৮)। বিচারের সময় মহা যাজক যীশু কে প্রশ্ন করেছিলেন,' তুমি কি সেই খ্রীষ্ট , পরমধন্যের পুত্র? ' যীশু কহিলেন , আমি সেই (মার্ক১৪:৬১)।
২. মানব পুত্র( Son of Man): মানব পুত্র বলতে বোঝায় যীশু একজন মানুষ ছিলেন এবং তার পার্থিব পিতা ও মাতা ছিল।এটি তার মশীহত্বের ভুমিকার ওপর জোর দেয়। পুরাতন নিয়মে মশীহকে বলা হত " মানবপূত্র"(দানিয়েল ৭:১৩,১৪)। এর মধ্য দিয়ে যীশু তার পার্থিব জীবন, দূঃখ ভোগ ও মৃত্যু ও পুনরাগমনের বিষয় প্রকাশ করেছেন(মার্ক ৮:৩১, ৯:৩১,১০:৩৩ , ১৪:৬২)।
৩. ঈশ্বর পুত্র ( Son of God) : ঈশ্বর পুত্র বলতে যীশুর ঈশ্বরত্ব কে প্রকাশ করে। ঈশ্বরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক কে ব্যাক্ত করে। গাব্রিয়েল দূত যখন মরিয়ম কে যীশুর জন্মের বার্তা দিতে এসেছিল, তিনি বলে ছিলেন, "যে পবিত্র সন্তান জন্মিবেন , তাকে ঈশ্বরের পুত্র বলা যাবে"। যীশুর বাপ্তিস্মের সময় স্বর্গ থেকে এই বাণী হয়েছিল, " ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রিত"(মার্ক ১:১১)। যখন যীশু শিষ্য দের জিজ্ঞাসা করলেন তোমরা কি বলো আমি কে? পিতর বলেছিল , " আপনি সেই খ্রীষ্ট, জিবন্ত ঈশ্বরের পুত্র"(মথি ১৬:১৬)। যীশু ক্রুশে প্রাণ ত্যাগ করার পর যখন ভূমিকম্প হল সেখানে দাঁড়িয়ে থাকা রোমান সেনা বলেছিল , " সত্যই, ইনি ঈশ্বরের পুত্র ছিলেন"( মথি ২৭:৫৪)। এই উপাধি দেওয়া হয়েছে যীশু যে ঈশ্বর সমান তা দেখানোর জন্য ।
৪. প্রভু (Lord) : নতুন নিয়মে যীশু কে ৭১৭ বার প্রভু বলে উল্লেখ করা হয়েছে। শব্দ টি যীশুর পুনরুত্থানের পর তার ঈশ্বরিক সত্বা কে তুলে ধরতে ব্যবহার করা হয়েছে। থোমার স্বীকারোক্তি তে পুনরুত্থীত যীশু কে "প্রভু" ও ঈশ্বর বলে সম্মোধন করেছেন ( যোহন ২০:২৮)। পঞ্চশপ্তমীর দিনে পিতর ঘোষণা করেছেন যীশু হলেন, প্রভু এবং প্রত্যাশিত মশীহ(পেরিত২:২৬), রোমিয় ১০:৯ পদে যীশুর প্রভুত্ব তাঁর পুনরুত্থানের সাথে সম্পর্কিত। " যদি মুখে যীশু কে প্রভু বলে স্বীকার কর, ও হৃদয়ে বিশ্বাস কর ঈশ্বর তাঁকে মৃতগনের মধ্য হইতে উত্থাপিত করেছেন , তবে পরিত্রাণ পাইবে।" লুক ৬:৫, বলে যীশু বিশ্রামবারের কর্তা। প্রকাশিত বাক্য ১৭:১৪, বলে যীশু হলেন, "প্রভু দের প্রভু"।
৫. বাক্য(logos): ঈশ্বর আদিতে বাক্য দ্বারা জগৎ সংসার রচনা করেছেন। সেই বাক্য হল সমগ্ৰ সৃষ্টির সঞ্চারক। যোহন সুসমাচার ১:১ পদে দেখি, আদিতে বাক্য ছিল , সেই বাক্য ঈশ্বরের কাছে ছিল, এবং বাক্য ঈশ্বর ছিল। এবং সেই বাক্য মাংসে মূর্তিয়মান হইল(যোহন ১:১৪)। অর্থাৎ , যে বাক্য আদিতে নিরাকার ছিল, সেই বাক্য আকার ধারণ করল। তাই যীশু হলেন লোগশ বাক্য ।
৬. ঈশ্বরের মেষশাবক: যোহন ১:১৯ , যীশুকে দেখে বাপ্তিষ্মদাতা যোহন বলেছেন, " ও দেখ ঈশ্বরের মেষশাবক, যিন জগতের পাপের ভার তুলে নিয়েছেন। পাপের প্রায়শ্চিত্তের জন্য মেষের বলি দেওয়া হয়। তেমনি যীশু হলেন সেই মেষশাবক যিনি সমগ্র মানবজাতির পাপর্থে নিজের ক্রুশ বলি দ্বারা আমাদের পাপের প্রায়ছিত্ত করেছেন( ইব্রিয় ৯:২২,২৬,২৮)।
এছাড়া রব্বি বা গুরু, ইম্মানুয়েল, সেবক , রাজা, মহা যাজক ইত্যাদি উপাধি গুলি নতুন নিয়মের লেখকেরা ব্যাবহার করেছেন।
#anukul4christ #learnTolive
Информация по комментариям в разработке