যেভাবে আওয়ামী লীগের নেতা হলেন শেখ হাসিনা | How Sheikh Hasina becomes chief leader of Awami League |

Описание к видео যেভাবে আওয়ামী লীগের নেতা হলেন শেখ হাসিনা | How Sheikh Hasina becomes chief leader of Awami League |

যেভাবে আওয়ামী লীগের নেতা হলেন শেখ হাসিনা | How Sheikh Hasina becomes chief leader of Awami League |

শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী হলেন |

বঙ্গবন্ধুর মত একজন মহীরুহ ছিলেন যে দলের নেতা, তাঁর অবর্তমানে তাজউদ্দীন নেই, সৈয়দ নজরুল ইসলাম নেই, অন্যান্য নেতা নেই। ফলে আওয়ামী লীগ দলটি অগোছালো হয়ে পড়েছিল।" মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আলাদা আওয়ামী লীগ - এমন পরিস্থিতিতে দল আবার ভাঙার অবস্থা হয়েছিল।"

শেখ হাসিনা এবং ওয়াজেদ মিয়া যখন ভারতে অবস্থান করছিলেন, তখন ১৯৭৯ ও ১৯৮০ - এই দু'বছরে কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতা বিভিন্ন সময় দিল্লি যান তাদের খোঁজ-খবর নিতে।
এম এ ওয়াজেদ মিয়া তাঁর বইতে লিখেছেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক কাবুল যাওয়ার সময় এবং সেখান থেকে ফেরার সময় তাদের সাথে দেখা করেন।
আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, আব্দুস সামাদ আজাদ, তৎকালীন যুবলীগ নেতা আমির হোসেন আমু, তৎকালীন আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সম্পাদক সৈয়দা সাজেদা চৌধুরী দিল্লিতে যান। তাদের সে সফরের অন্যতম উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতৃত্ব নিতে রাজি করানো।

শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী করার বিষয়টি প্রথম প্রস্তাব করেছিলেন দলের অন্যতম সিনিয়র নেতা আব্দুর রাজ্জাক |

ছয় বছর প্রবাসে কাটানোর পর শেখ হাসিনা যেদিন ফিরে এলেন, সেদিন ছিল রোববার। ১৭ই মে ১৯৮১ সাল।

শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সংবাদ পরদিন ঢাকার বিভিন্ন সংবাদপত্রে গুরুত্ব-সহকারে প্রকাশিত হয়।

১৮ই মে ১৯৮১ সোমবার প্রকাশিত বাংলাদেশ অবজারভার পত্রিকার প্রথম পাতার রিপোর্টের কিছু অংশ।
"পুলিশের বেষ্টনী অতিক্রম করে বহু মানুষ বিমানবন্দরের টারমাকে প্রবেশ করে ... এরপর আসে কাঙ্ক্ষিত সে বিমানটি। ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং। 'জয় বাংলা' 'জয় বঙ্গবন্ধু' ও শেখ হাসিনাকে 'শুভেচ্ছা স্বাগতম' জানানো গগনবিদারী শ্লোগানে প্রকম্পিত গোটা বিমানবন্দর।''
দৈনিক ইত্তেফাকের রিপোর্টে লেখা হয়, শেখ হাসিনাকে লইয়া মিছিল শুরু হওয়ার পরপরই চারদিক অন্ধকার করিয়া ঝড় ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। ...বাসের ছাদে ও খোলা ট্রাকের লোকজন প্রায় দুই ঘণ্টা-কাল ধরিয়ে বৃষ্টিতে ভিজিয়া দীর্ঘপথ অতিক্রম করে।"

শেখ হাসিনা জনতাকে উদ্দেশ্য করে কি বলেছিলেন: "আমি নেতা নই, সাধারণ মেয়ে। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার একজন কর্মী, আপনাদের কাছ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আপনাদের নিয়ে নিরলস সংগ্রাম করে যাবো।"

#Sheikh Hasina #openTSchool #Biography #History

Комментарии

Информация по комментариям в разработке