জ্বিনেরা তৈরি করে এই জমিদার বাড়ি | মিয়ার দালান এর ইতিহাস | Miyar Dalan | মিয়ার দালান ঝিনাইদহ
মিয়ার দালান বাংলাদেশের ঝিনাইদহ জেলার সদর থানার মুরারীদহে অবস্থিত একটি পুরানো জমিদার বাড়ি। এটি ঝিনাইদহের একটি দর্শণীয় স্থান। [১]
বাড়ীটি স্থানীয় নবগঙ্গা নদীর উত্তর দিকে অবস্থিত। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটি অবস্থিত। বর্তমানে বাড়িটি ভগ্নপ্রায়।
প্রাচীন ঐতিহ্য অনুযায়ী ইমারতের প্রধান ফটকে নির্মাণ সময়ের কিছু কথা কাব্যিক ভাবে খোদাই করা আছে। তাতে লেখা,
‘শ্রী শ্রী রাম, মুরারীদহ গ্রাম ধাম, বিবি আশরাফুন্নেসা নাম, কি কহিব হুরির বাখান। ইন্দ্রের অমরাপুর নবগঙ্গার উত্তর ধার, ৭৫,০০০ টাকায় করিলাম নির্মাণ। এদেশে কাহার সাধ্য বাধিয়া জলমাঝে কমল সমান। কলিকাতার রাজ চন্দ্র রাজ, ১২২৯ সালে শুরু করি কাজ, ১২৩৬ সালে সমাপ্ত দালান।‘
বঙ্গাব্দ ১২৩৬ সালে নির্মাণ শেষ হওয়া এই ইমারতটি ঠিকঠাক মত রক্ষনাবেক্ষণ করা গেলে সেটা ঝিনাইদহ শহরের একটি উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারে। যত দূর জানা যায় যে জমিদার এই দালানটি নির্মাণ করেন তিনি ১৯৪৭ সালের দেশ ভাগের সময় ভবনটি বিক্রি করে দেন সেলিম চৌধুরী নামের এক ব্যক্তির কাছে। তাই ভবনটিকে স্থানীয় ভাবে কেউ কেউ সেলিম চৌধুরীর বাড়িও বলে থাকে।
বলা হয়ে থাকে বাড়িটি থেকে নবগঙ্গা নদীর নিচ দিয়ে একটি সুড়ঙ্গ ছিল। সুড়ঙ্গের প্রবেশমুখ এখনো চিহ্নত করা যায়। নদীতে যে ভাবে বাঁধ দিয়ে ইমারতটি নির্মাণ করা হয়েছিল সেভাবে তৈরি আর কোন পুরানো ইমারত ঝিনাইদহ শহরে দেখা যায় না।
বাড়িটির স্থানীয় ভাবে ব্যাপক পরিচিতির আর একটি বড় কারণ বাড়িতে থাকা একটি বিশেষ খেজুর গাছ, যে গাছটিতে একাধিক মাথা ছিল এবং প্রতিটি মাথা থেকেই রস আহরণ করা যেতো।
#বাংলাদেশেরপ্রাকৃতিকসৌন্দর্য #বাংলাদেশের_প্রাকৃতিক_সৌন্দর্য #naturalbeauty #natural_beauty_of_bangladesh #naturalview #natural_view #bangladesh_view #miyardalan #jhenaidah_miyar_dalan #মিয়ার_দালান #জমিদারবাড়ি #জমিদার_বাড়ি
Bangladesh, natural, Bangladesh view, natural view, jhenaidah, jhenaidah view. ঝিনাইদহের ঐতিহ্যবাহী মিয়ার দালান এর ইতিহাস || Miyar Dalan Jhenaidah || জমিদার বাড়ি jhenaidah miyar dalan Jhenaidah
Jhenaidah, Jhenaidah miyar dalan, jomidar bari, jomidar, ঐতিহাসিক জমিদার বাড়ি, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক বাড়ি, ঐতিহাসিক মসজিদ, খান জাহান আলী মাজার, নবাব, মধ্যযুগের স্থাপনা, মধ্যযুগের স্থাপনা, মধ্যযুগের মসজিদ, ষাট গম্বুজ মসজিদ, বাংলাদেশ মসজিদ, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের পুরানত জমিদার বাড়ি। বাংলাদেশের দর্শনীয় স্থান, বাংলাদেশের ভাইরাল প্যারিস রোড, বাংলাদেশ বর্ডার সীমানা, বাংলাদেশের সৌন্দর্য। অপরূপ সৌন্দর্য্যের জেলা ঝিনাইদহ, ঝিনাইদহ ঘোরাঘুরি। ঝিনাইদহ জেলার দর্শনীয় স্থান। জোহান ড্রিম ভ্যালি পার্ক। ভিন্যজগত, মীর জাফরের বংশধর, নবাব সিরাজুদ্দৌলার, তাজমহল, খাজা বাবা, মাজার, জমিদার, Jhenaidah tour place visit, Jhenaidah park, Jhenaidah miyar dalan
SEO:
#মুরারিদহ_মিয়া_বাড়ি
#মিয়ার_দালান
#সেলিম_চৌধুরীর_বাড়ি
#ঝিনাইদহ
#মিয়ার_বাড়ি
#jhenaidah
Информация по комментариям в разработке