বাংলাদেশের প্রথম জাদুঘর রাজশাহীতে / Barendra Museum Rajshahi

Описание к видео বাংলাদেশের প্রথম জাদুঘর রাজশাহীতে / Barendra Museum Rajshahi

বাংলাদেশের প্রথম জাদুঘর রাজশাহীতে / Barendra Museum Rajshahi
#vlog #minivlog #architecture #rajshahi #travel

বাংলাদেশের প্রথম জাদুঘর। ১৯১০ সালে বরেন্দ্র অনুসন্ধান সমিতি নামে যাত্রা শুরু করে। অনুসন্ধান, সংগ্রহ, সংরক্ষন, গবেষনা এবং প্রদর্শন এই ৫টি লক্ষ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়। তারমধ্যে মুল কারন ছিলো অতীত বর্তমান এবং ভবিসৎ প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করা। এটি এখন বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম নামে পরিচিত।

বাংলাদেশে অনেক মিউজিয়াম রয়েছে তার মধ্যে গবেষনায় বরেন্দ্র মিউজিয়াম অন্যতম। ১৯১০ সালে গৌর লেখমালা, রাজও লোখোমালা নামক প্রকাশনার মধ্য দিয়ে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম তার গবেষনা এবং প্রকাশনার কাজ শুরু করে। এখন পর্যন্ত ৭২টি সিরিয়ালে আন্তর্জাতিক মানের বিভিন্ন প্রকাশনা প্রকাশিত হয়েছে এবং চলমান রয়েছে।

পদার্থ বিজ্ঞানের ছাত্র নাটোরের দিঘাপাতিয়া রাজপরিবারের জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয়কুমার মৈত্রেয় এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ চন্দ্র এই তিনজনের উদ্দ্যেগে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা লাভ করে।

দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতœতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘরে রয়েছে প্রাচীনতম সভ্যতার মধ্যে পৃথিবীর ইতিহাসে রয়েছে সিন্ধু সভ্যতার সময়ের রয়েছে বিভিন্ন নিদর্শন, প্রাচীনতম বরেন্দ অঞ্চলের মোর্জ, গুপ্ত , পাল আমলের বেশ কিছু নিদর্শন রয়েছে এই মিউজিয়ামে। সুলতানি আমলের কারু কাজের নিদর্শন। রয়েছে মাটি দিয়ে তৈরী শিল্পনৈপূর্ন নিদর্শগুলো শিল্প কর্মের মাধ্যমে তৈরী তৈজনপত্র। এছাড়াও রয়েছে মাটির তৈরী হট ওয়াটার পট। শীতের সময়ে এই পাত্রে গরম পানি রাখা হতো।

এছাড়াও বরেন্দ্র জাদুঘরের নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের প্রায় সংখ্যা ৯ হাজারেরও অধিক। এখানে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে। পাথরের মূর্তি, খ্রিস্টীয় একাদশ শতকে নির্মিত বুদ্ধ মূর্তি, ভৈরবের মাথা, গঙ্গা মূর্তি সহ অসংখ্য মূর্তি এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে। মোঘল আমলের রৌপ্র মুদ্রা, গুপ্ত স¤্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমদ্রা, স¤্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা। এখানে প্রায় ৫ হাজার পুঁথি রয়েছে যার মধ্যে ৩৬৪৬টি সংস্কৃত আর বাকিগুলো বাংলায় রচিত। পাল যুগ থেকে মুসলিম যুগ পর্যন্ত সময়ে অঙ্কিত চিত্রকর্ম, নূরজাহানের পিতা ইমাদ উদ দৌলার অঙ্কিত চিত্র এখানে রয়েছে। এছাড়াও রয়েছে প্রায় পনেরো হাজার দুষ্প্রাপ্য গ্রন্থ ও পত্রিকা সমৃদ্ধ একটি লাইব্রেরী। জাদুঘরে রক্ষিত প্রতœনির্দশনগুলো নিয়ে সম্যক জ্ঞান লাভের জন্য সংশ্লিষ্ট বই পুস্তক জাদুঘরের গ্রন্থাগারে রয়েছে।

বঙ্গীয় শিল্পকলার অপূর্ব সমাহারে সমৃদ্ধ এই সংগ্রহ শালাটি রাজশাহী তথা বাংলাদেশের গর্ব এবং অহংকার।

এখন প্রতিদিন শত শত শিক্ষার্থী, পর্যটক এবং জ্ঞানান্বেষীগণ এই প্রাচীন জাদুঘরটির পরিদর্শন করে এবং তারা এই যাদুঘরের বিশালতা এবং বৈচিত্যময় সংগ্রহ দেখে মুগ্ধ হন।

Комментарии

Информация по комментариям в разработке