মরিচ গাছের পাতা কোঁকড়ানো নিয়ে টেনশন করেন না, এমন বাগানি খুঁজে পাওয়া কঠিন। এবার হবে এর সমাধান।
আমাদের ইউটিউব চ্যানেল Garden Fresh Bangladesh এ সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে ভুলবেন না যেনো!
#পাতাকোঁকড়ানো #মাকড়েরআক্রমণ #ভাইরাসেরআক্রমণ
#মরিচ গাছের একটি কমন সমস্যা হল #পাতা #কোঁকড়ানো #রোগের আক্রমণ। মরিচ গাছকে এই রোগ থেকে বাঁচাতে পারে নিম্নের সুপারিশকৃত বালাই ব্যবস্থা।
দুই কারণে গাছের পাতা কুঁকড়ে যায়।
১। রোগের আক্রমণ
২। পুষ্টি জনিত অভাব বা ঘাটতি
১। রোগের আক্রমণঃ
এটি দুই রকম হয়ে থাকে।
১/ মাকড়ের আক্রমণ
২/ ভাইরাসের আক্রমণ
১/ মাকড়ের আক্রমণ
লক্ষণঃ পাতার আগা নিচের দিকে, উলটা নৌকার মত বটে বা কুঁকড়ে যাবে
সমাধানঃ
অর্গানিকঃ
১. নিম তেল, রসুন সিদ্ধ পানি ও তামাক পাতা ভিজান পানি একত্রে মিশিয়ে ৫-৭ দিন অন্তরে নিয়মিত গাছে ভালভাবে (পাতার উপরে ও নিচে সহ) স্প্রে করতে হবে
নিম তেল দিয়ে জৈব বালাইনাশক স্প্রে তৈরিঃ • নিম তেল দিয়ে জৈব বালাইনাশক তৈরি | Making O...
কেমিকেলঃ
১. প্রাথমিক অবস্থায় ১% ইউরিয়া (১ গ্রাম প্রতি লিটার) মিশানো পানি স্প্রে
২. সালফার জাতীয় মাকড়নাশক (থিওভিট ৮০ ডব্লিউ জি, রনোভিট ৮০ ডব্লিউ জি ইত্যাদি)
৩. এবামেকটিন (ভার্টিমেক ১.৮ ইসি)
৪. ডাইমেথয়েট (টাফগর ৪০ ইসি)
(বিস্তারিত প্রয়োগবিধি ভিডিওতে)
উল্লেখ্যঃ জমি চাষের সময়, বা মাটি তৈরির সময় সালফার ব্যবহার করলে আক্রমণের সম্ভাবণা কমে যায়
২/ ভাইরাসের আক্রমণ
লক্ষণঃ পাতার আগা উপরের দিকে, সোজা নৌকার মত বটে বা কুঁকড়ে যাবে, গাছ ছোট হয়ে আসবে
সমাধানঃ দ্রুত রোগাক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ধ্বংস করতে হবে। এ গাছের মরিচের বীজ সংরক্ষণ করা যাবে না
প্রতিষেধকঃ রোগাক্রান্ত হওয়ার আগেই কিছু ব্যবস্থা গ্রহণ করলে আক্রমণের সম্ভাবনা কমে যায়।
কিছু ব্যবস্থাপনাঃ
অর্গানিকঃ
১. ভাইরাস মুক্ত বীজ ব্যবহার করতে হবে
২. চারা মশারি বা প্লাস্টিক কন্টেইনারের ভিতর করা যাতে পোকার সংস্পর্শে না আসে
৩. পরিষ্কার পরিচ্ছন্ন বাগান/ক্ষেত থাকতে হবে
৪. হলুদ ও নীল রংয়ের আঠালো ফাঁদ ব্যবহার করতে হবে (সেক্স ফেরোমোন মিশ্রিত হলে বেশি ভাল)
৫. নিম তেল, রসুন সিদ্ধ পানি ও তামাক পাতা ভিজান পানি ৫-৭ দিন অন্তরে নিয়মিত গাছে ভালভাবে (পাতার উপরে ও নিচে সহ) স্প্রে করতে হবে
৬. গাছে ও মাটিতে ছাই ছিটিয়ে দিতে হবে
৫. সাদা মাছি এ রোগের মূল বাহক। পোকা দেখা গেলে প্রতি লিটার পানিতে ৫ গ্রাম কাপড় কাঁচা সাবান মিশিয়ে স্প্রে করতে হবে
কেমিকেলঃ
১. সাদা মাছির উপস্থিতি দেখা গেলে ইমিডাক্লোরোপ্রিড (ইমিটাফ) ও ডাইমেথয়েট (টাফগর ৪০ ইসি) ২ মিলি প্রতি লিটার হারে পানিতে মিশিয়ে ১০ দিন ব্যবধানে পুরো গাছ (পাতার উপরে ও নিচে সহ) ২ - ৩ বার স্প্রে করতে হবে
#থ্রিপসেরআক্রমণ
এ ছাড়া ত্রিপসের আক্রমণেও পাতা কিছুটা উপরের দিকে বটে যায়। এ নিয়ে ভিডিও দেখুনঃ • মরিচ ও ক্যাপসিকাম গাছের থ্রিপস পোকা দমন । ...
২। পুষ্টি জনিত অভাব বা ঘাটতি
প্রতিকারঃ
১. ক্যালসিয়ামের অভাবে নতুন পাতা কুঁকড়ে যেতে পারে, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে। জমি তৈরির সময় জিপসাম/ ডলোমাইট বা ডলোচুন ব্যবহার করলে এর সম্ভাবনা থাকে না
২. মাটির পি এইচ কমে গেলে ক্যালসিয়াম শোষণ ব্যহত হয়, এ জন্য পি এইচ এর মান নিয়ন্ত্রণে রাখতে হবে
জাপানি পি এইচ মিটারঃ • মাটির এসিডিটি (পিএইচ) ও আর্দ্রতা মাপার জাপ...
৩. নিয়মিত পানি সেচ না দিলে (অতিবৃষ্টি বা অতিখরার পরে হটাৎ বেশি পানি সেচ কিংবা দুপুরের রোঁদে গাছের গোড়ায় পানি সেচ) উদ্ভিদের মূল আঘাতপ্রাপ্ত হয়, এতেও ক্যালসিয়াম শোষণ ব্যহত হয়, তাই নিয়মিত সেচ দিতে হবে
৪. প্রাথমিকভাবে ইপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ১০% হারে (প্রতি লিটার পানিতে ১০ গ্রাম বা দুই চা চামচ) পানিতে গুলিয়ে ভালভাবে গাছ, পাতা ও মাটিতে স্প্রে করলে সুফল পাওয়া যায়
...............................................................
গাছ-গাছালি, ব্রিক্স মিটার, পি এইচ মিটার ইত্যাদি যন্ত্রপাতি থেকে শুরু করে ১২ মাসি কালো তরমুজ, রকমেলন, স্কোয়াশ সহ বিভিন্ন বিদেশি ফসলের বীজ, চাষের যাবতীয় কৃষি সামগ্রীঃ সার, ঔষধ, কোকো ডাস্ট, ভার্মি কম্পোস্ট, সিডলিং ট্রে, মালচিং পেপার, পলি টানেল সামগ্রী, ড্রিপ ইরিগেশন সিস্টেম, রুট হরমোন ইত্যাদি, কৃষি পরামর্শ, কৃষি সেবা ও কৃষি পন্য বিক্রয়ে সহযোগিতা, ছাদ ও বারান্দা বাগান তৈরি করে দেয়া, বাগানের মাটির পিএইচ ও গুণমান নির্ণয়, সার সুপারিশ, গাছের রোগ-বালাই সনাক্তকরণ, বালাইনাশক সুপারিশ, দেশি-বিদেশি জাতের গাছের চারা, বীজ, ছাদ বাগানে প্রয়োজনীয় সামগ্রী, নিম অয়েল, ইয়েলো স্টিকি ট্র্যাপ বা হলুদ আঠালো ফাঁদ, বর্দো মিক্সচার ইত্যাদি সহ নানা আইটেম এর জন্য যোগাযোগঃ
📞 👉 কল হটলাইনঃ +8809638221133 🎤 📢 শুক্রবার বন্ধ
📧 👉 হোয়াটসএপ মেসেজ: wa.me/+8801810138216/ (+8801810138216)
🌍 👉 ওয়েবসাইট: www.bizpata.com
🌍 👉 হোয়াটসএপ চ্যানেল: whatsapp.com/channel/0029VaPbw0T3gvWcoLtcYw0u
ধন্যবাদ। বীজপাতা কৃষকের আস্থা
...............................................................
#bizpata #বীজপাতা @bizpata
Информация по комментариям в разработке