How to check a capacitor with an analog meter? | এনালগ মিটারের সাহায্যে ক্যাপাসিটর টেস্ট |

Описание к видео How to check a capacitor with an analog meter? | এনালগ মিটারের সাহায্যে ক্যাপাসিটর টেস্ট |

ক্যাপাসিটর হলো ধারক, কি ধারণ করে? হ্যা এটি চার্জ ধারণ করে। ক্যপাসিটরকে এক প্রকার অতি অল্প মানের স্টোরেজ ব্যাটারি বলা যেতে পারে।
এর একক ফ্যারাড।
ক্যপাসিটর চেক পদ্ধতি :
মিটার কে ভালভাবে এডজাস্ট করে নিতে হবে। পরে সিলেক্টরকে ওহম রেঞ্জে রাখতে হবে। বিশেষ করে ×10 ঘরে রাখলে ভালো হয়।
তারপর মিটারের পজেটিভ প্রোব কে ক্যাপাসিটরের পজেটিভ এ এবং নেগেটিভ প্রোবকে ক্যাপাসিটরের নেগেটিভ এ ধরলে যদি ডিফ্লেকশন দেয় মানে নড়ে তাহলে এটি ভালো আছে।

ক্যাপাসিটর এর পজেটিভ/নেগেটিভ নির্ণয়:
সাধারণত ক্যাপাসিটরের লম্বা লেগ টি পজেটিভ হয়। কিন্তু যদি উভয় লেগ কোন কারণে একই হয়, সেক্ষেত্র লম্বা সাদা লাইন টানা অংশ টি নেগেটিভ হবে।
#একটি ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয়। তবুও আমি সার্থক যদি আপনারা কিছু শেখেন।
চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যা বেল আইকনে ক্লিক করবেন যেন আপডেট কিছু পান।
অজানা কে জানুন
জানাকে অনুশীলন করুন
অনুশীলন কে কাজে লাগান
কাজ কে সফলতায় রুপ দিন
J I

Комментарии

Информация по комментариям в разработке