আর,এস, খতিয়ানঃ- বর্তমানে প্রায় সব ধরনের খতিয়ান অনলাইনে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে জরিপ বিভাগের মাধ্যমে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ান হচ্ছে আর,এস, খতিয়ান যা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, যেমন বি,এস, খতিয়ান; বি,আর,এস, খতিয়ান; সিটি জরিপ বা খতিয়ান ইত্যাদি। নিচের লিংকে ক্লিক করে এবং প্রয়োজনীয় অপশন গুলো পূরণ ও সার্চ করে আপনার আর,এস, খতিয়ান যাচাই করুন। সার্চ করার পূর্বে নিচে লিখিত সার্চ করার পদ্ধতি পড়ুন।
এখানে ক্লিক করে আর,এস খতিয়ান যাচাই করুন।
কিভাবে সার্চ করবেন?
১। প্রথমে বিভাগ ঘর থেকে আপনার বিভাগ বাছাই করুন।
২। এরপর জেলা ঘরে ক্লিক করলে আপনার বিভাগের অধীন সকল জেলা দেখতে পাবেন, আপনার জেলায় ক্লিক করুন।
৩। উপজেলার ঘরে ক্লিক করলে আপনার জেলার সকল উপজেলার নাম দেখতে পাবেন, আপনার উপজেলার নামে ক্লিক করুন।
৪। এরপর মৌজা ঘরে ক্লিক করলে আপনার উপজেলার যে সকল মৌজার খতিয়ান চুড়ান্ত হয়েছে, সে সকল মৌজার নাম দেখতে পাবেন। আপনার জমিটি যে মৌজায় অবস্থিত সেই মৌজার নামে ক্লিক করুন।
মোট চার ভাবে সার্চ করে আপনার জমির খতিয়ান যাচাই করতে পারবেন।
১। খতিয়ান নম্বর জানা থাকলে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে,
২। দাগ নম্বর জানা থাকলে দাগ নম্বর দিয়ে সার্চ করে,
৩। জমির মালিকের নাম জানা থাকলে জমির মালিকের নাম দিয়ে সার্চ করে এবং
৪। জমি মালিকের পিতা বা স্বামীর নাম জানা থাকলে জমি মালিকের পিতা/স্বামীর নাম দিয়ে সার্চ করে।
এই চার মাধ্যমের প্রত্যেকটির বাম পার্শ্বে একটি ছোট গোল ঘর বা বৃত্ত রয়েছে। উপরের চার পদ্ধতির যে পদ্ধতিতে আপনি সার্চ করতে চান, তা বাম পার্শ্বের গোল ঘরে মাউস দিয়ে ক্লিক করুন। এরপর উপরের চার পদ্ধতির মধ্যে আপনি যে পদ্ধতিতে ক্লিক করেছেন তার ঠিক নিচে একটি ছোট বক্সটি আসবে, বক্সটি পূরণ করুন। অর্থাৎ খতিয়ান নম্বর সিলেক্ট করে থাকলে খতিয়ান নম্বরটি বক্সে লিখুন, দাগ নম্বর সিলেক্ট করে থাকলে দাগ নম্বরটি বক্সে লিখুন, মালিকের নাম সিলেক্ট করে থাকলে মালিকের নাম বক্সে লিখুন, মালিকের পিতা/স্বামীর নাম সিলেক্ট করে থাকলে পিতা/স্বামীর নাম বক্সে লিখুন।
এরপর নিচে দুটি সংখ্যা যোগ করতে বলা হবে। সংখ্যা দুটি যোগ করে যোগফল নিচের বক্সে লিখুন। সর্বশেষ ‘খুজুন’ অপশনে ক্লিক করুন।
এভাবে আপনি আপনার পছন্দের খতিয়ান দেখতে বা যাচাই করতে পারবেন।
এস,এ খতিয়ান ও সি,এস খতিয়ান যাচাই পদ্ধতিঃ-
এস,এ কিংবা সি,এস খতিয়ান ডিজিটাল রেকর্ডরুমের মাধ্যমে যাচাই করা কিংবা খতিয়ানের নকল উঠানোর জন্য প্রথমে নিবন্ধন করতে হয়। নিবন্ধন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। নিবন্ধনের পর আপনাকে লগইন করে খতিয়ান যাচাই কিংবা খতিয়ানের নকল উঠাতে পারবেন।
এখানে ক্লিক করে নিবন্ধন করা যাবে।
যাচাই পদ্ধতিঃ- উপরের লিংকে ক্লিক করে ফরম পূরণের পর “অ্যাকাউন্ট তৈরি করুন” লেখায় ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আপনি কি কি সেবা নিতে পারবেন তার মেনু আসবে। আপনি “ডিজিটাল রেকর্ডরুম” লেখায় ক্লিক করুন, বাংলাদেশের ম্যাপ আসবে। আপনি যে জেলার খতিয়ান দেখতে চান, প্রথমে সেই জেলায় ক্লিক করুন, ঐ জেলার সকল উপজেলার নাম দেখতে পাবেন। তারপর যে উপজেলার খতিয়ান দেখতে চান, সেই উপজেলায় ক্লিক করুন, ঐ উপজেলার সকল মৌজার নাম পাবেন। মৌজার নামের ডানদিনে খতিয়ানের নাম এবং মোট কতটি খতিয়ান অনলাইনে দেয়া হয়েছে তার সংখ্যাও দেওয়া আছে। আপনি সংখ্যার মধ্যে ক্লিক করুন, বইয়ের মতো ছবি পাবেন। ভলিউম -১, ভলিউম-২ এভাবে। বইয়ের ছবিতে অর্থাৎ ভলিউমে ক্লিক করুন, খতিয়ান নম্বর পাবেন। আপনার যে খতিয়ান দরকার সেই খতিয়ানে ক্লিক করুন, খতিয়ান দেখতে পাবেন।
Информация по комментариям в разработке