আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ | আমি সেই অভিমান – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | পাঠঃ অভ্র ভট্টাচার্য

Описание к видео আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ | আমি সেই অভিমান – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | পাঠঃ অভ্র ভট্টাচার্য

আমি সেই অভিমান | কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
পাঠঃ অভ্র ভট্টাচার্য

আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,
নিরবে ফিরে যাওয়া অভিমান- ভেজা চোখ,
আমাকে গ্রহন করো।
উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,
আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ।
আমাকে আর কি বেদনা দেখাবে?
তপ্ত শিলার মত পুড়ে পুড়ে একদিন
কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শিলা।
তবু সেই পাথরের অন্তর থেকে
কেঁদে ওঠে একরাশ জলের আকুতি,
ঝর্নার মতো তারা নেমে যেতে চায় কিছু মাটির শরীরে-
আমি সেই নতমুখ, পাথরের নিচের করুন বেদনার জল,
আমি সেই অভিমান- আমাকে গ্রহন করো

Follow me @
  / avrabh16  

Комментарии

Информация по комментариям в разработке