সুন্দর করে কথা বলার ৫টি কৌশল | Communication tips from Quran & Hadith

Описание к видео সুন্দর করে কথা বলার ৫টি কৌশল | Communication tips from Quran & Hadith

সুন্দর করে কথা বলার ৫টি কৌশল | Communication tips from Quran & Hadith

নিচের বিষয়গুলো মেনে চলতে পারলে আমাদের কথাবার্ত আরও সুন্দর ও গ্রহণযোগ্য হতে পারে:
১. কথাবার্তা থেকে নেগেটিভ শব্দগুলো বাদ দেওয়া
২. মানুষের বোধগম্য ভাষায় কথা বলা
৩. নিজেকে বড় মনে না করা
৪. পরনিন্দা পরিহার করা
৫. একাই কথা বলতে না থাকা

উপরের বিষয়গুলো নিয়ে ভিডিওতে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। দেখে আপনার মূল্যবাণ মন্তব্যটি জানাবেন ইনশাআল্লাহ 😊

আমার ফেসবুক পেজ:   / jahidhasanmilu.bangla  
আমার টিকটক পেজ:   / jahidhasanmilu.bangla  

আসসালামু আলইকুম, আমি জাহিদ হাসান মিলু। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে। জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।

অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম। আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়।

এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় অস্থীরতা আমাকে প্রতিনিয়ত আহত করে। সেই আহুতিতে যেন অন্য কাউকে না পুড়তে হয়- সে লক্ষ্যেই মানুষের মাঝে ধর্মীয় ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় ও রাজনৈতিক শিক্ষা প্রচারের উদ্দেশে সাংবাদিকতায় আসা এবং আপনাদের সামনে বসা। আপনাদের দুআ ও সমর্থন চাই। আসুন সবাই মিলে কাজ করি। কেটে যাক এ দেশের সব রাজনৈতিক ও ধর্মীয় অস্থীরতা-বিসৃঙ্খলা, ফিরে আসুক শান্তি।

Комментарии

Информация по комментариям в разработке