ভারতের শিলিগুড়িতে বাংলাদেশি সংকট I Shiliguri Needs BD Travellers I ব্যবসায়ীদের বিপর্যয় চরমে 2024

Описание к видео ভারতের শিলিগুড়িতে বাংলাদেশি সংকট I Shiliguri Needs BD Travellers I ব্যবসায়ীদের বিপর্যয় চরমে 2024

বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ব্যবসায়ীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।

শহরের বাণিজ্য এবং বাসিন্দাদের জীবিকার উপর পড়েছে তীব্র প্রভাব। স্থানীয় ব্যবসায়ীরা সতর্ক করেছেন, এই সংকট চলতে থাকলে তাদেরকে রাস্তায় নামতে হতে পারে। এ পরিস্থিতির সমাধানে কেন্দ্রের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি ছিল শিলিগুড়ির প্রাণ। দার্জিলিংয়ের পথে যাত্রা শুরু করার আগে, তারা এখানে এসে অবস্থান করতেন। কিন্তু বর্তমান ভিসা সমস্যার কারণে বাংলাদেশি নাগরিকদের আগমন প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে শিলিগুড়ির হোটেল শিল্পে দেখা দিয়েছে বিরূপ প্রভাব।

বিখ্যাত হোটেলগুলো ফাঁকা পড়ে আছে। অনেক বাংলাদেশি বুকিং বাতিল করছেন। শিলিগুড়ি থেকে ঢাকা রুটের বাস পরিষেবাগুলোর অবস্থা আরও শোচনীয়; গত সাত দিনে একটিও যাত্রী পাওয়া যায়নি। তাই ব্যবসায়ীরা কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন।

#shiliguri #darjeeling #indian #travelindia #bdtraveller #bd #bangladesh #updatetoday #latestnews #news #agartala #asam #kolkata #tripura

Комментарии

Информация по комментариям в разработке