পঙ্কজ কুমার মল্লিক এর ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Pankaj kumar mallick | জীবনী | Bengali Music

Описание к видео পঙ্কজ কুমার মল্লিক এর ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Pankaj kumar mallick | জীবনী | Bengali Music

বিখ্যাত বাঙ্গালী নেতা , সংগিত চরিত্র ও অভিনেতা পঙ্কজ কুমার মল্লিক কেন্দ্রীয় সঙ্গীতের ইতিহাসে একস্মরণীয় নামক সমধিক পরিচিত এই ব্যক্তি জীবন শুরুঙ্কজ মল্লিক সমধিক পরিচিত এই ব্যক্তি জীবন শুরুটা মা সঙ্গীত দিয়েও শেষ তা কাব্যসঙ্গীতে রূপলাভ করে। তিনি ছিলেন হিন্দ বাংলা চলচ্চিত্রের প্রথম যুগের এক অগ্রগামী সঙ্গীত ও নেপথ্য কন্ঠ। রবীন্দ্রসংগীতের ক্ষেত্রে সুবিশেষ এক দলীয়ও তিনি।১০ মে, ১৯০৫ সালে কলকাতার মানিকতলার কাছে চালতা বাগানে এক বৈষ্ণব পরিবারে পঙ্কজ কুমার মল্লিকের জন্ম হয়। পিতা, মণিমোহন মল্লিক ও মাতা মনোমোহিনী দেবী দুইই ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তি। তাই তাদের বাড়িতে বসবাসের মধ্যে বসতো নামকরণ সংগ্রাম সঙ্গীতের আসরতাই বাল্যকালত পঙ্কজ মল্লিক ধর্মসংগীত বা টপ্পা জাতীয় গান শিখতেন এবং সেগুলি গাইবার প্রবনতা ও জন্মেছিল। তারা মণিমোহ ছিল সঙ্গীতের প্রতি এক গভীর আগ্রহের।পঙ্কজ কুমার দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের নিকট শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছিলেন। স্কট চার্চ থেকে তিনি অধ্যয়ন সমাপ্ত হতে। কালে পরবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুস্পুত্রপেন্দ্রনাথ ঠাকুর পুত্র দীনেন্দ্রনাথ ঠাকুরের সাথে তাঁর আলাপ হলে তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রতি বিশেষ হন। সুমিষ্ট কণ্ঠের অধিকারী পঙ্কজ মল্লিক এক সময় নিজের শব্দে রবীন্দ্রসংগীত ধারণ করলে তাঁর পরবর্তী প্রধান প্রধান নেতা দাঁড়ায়।১৯৭৫ প্রথম সপ্তাহের সদস্য সঙ্গীত শিক্ষার শেখানো তাঁর শেষ সঙ্গীতও ছিল রন্দ্রসংগীত একটি – 'শেষের গান রে নিয়ে যাও শেষ কথাটি যাও'। শেষ গানটি ছিল –

'তোমার শেষের রেশ নিয়ে কানে গানের গান /কেউ কি তা' '
তখন তো কত আনাগোনা,
নতুন লোকের চেনাশোনা–
ফিরে-আসার আশা দ'লে কেউ কি তা অনুভব করে৷

গানের শেষ যে পঙ্কজ মল্লিকের জীবনের কথা তা জানার কথাগুলিকে জানার কথাগুলি বেতারকেন্দ্রের তদানীন্তন আমার ডিরেক্টর ডি.কে. সেনগুপ্ত থেকে প্রাপ্ত ৩রা অক্টোবরের একটি চিঠি মারফত। সেই চিঠি থেকে জানা যায় যে সঙ্গীত শিক্ষার আসর থেকে পঙ্কজ কুমার মল্লিককে অব্যাহিত দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
#viralvideo
#biography
#pankajkumarmallick
#bengalipersonality
#bengalisong
#birendrakrishnabhadra
#abpananda

Комментарии

Информация по комментариям в разработке