দেশবরেণ্য আলেম ড. হিফজুর রহমান অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মুসলিম খান সম্পর্কে স্মৃতিচারন আর আমাদের শিক্ষা।
দেশবরেণ্য ওলামাদের মিলনে আয়োজিত অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মুসলিম খান সাহেব এর জীবন ও কর্মশির্ষক আলোচনা ও দোয়ার মাহফিল। সেখানে অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মুসলিম খান সাহেব সম্পর্কে বাংলাদেশের দেশবরেণ্য ব্যক্তিবর্গের আবেগময় স্মৃতিচারন ও অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মুসলিম খান সাহেব এর জীবনি থেকে আমাদের শিক্ষা।
অধ্যক্ষ 'আল্লামা মুসলিম খান ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দাউদকান্দির কুশিয়ারা খানবাড়ি সংলগ্ন মাঠে অধ্যক্ষ 'আল্লামা মুসলিম খান আল-হাসানী (রাহ:) এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা ও দু'আ মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী সমাজের সংগ্রামী আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর। সমাজ সেবক মো: লিয়াকত আলী খানের তত্ত্বাবধানে অধ্যাপক নূরুল আলম খানের সঞ্চালনায় আলোচনা পেশ করেন-- ছারছীনা দরবারের আধ্যাত্বিক রাহবার হযরত মাওলানা আবু জাফর সালেহ পীর সাহেব (রাহ:) এর জামাতা সিঙ্গুলা ফাযিল ডিগ্রী মাদরাসার অধ্যাপক হযরত মাওলানা নূরুল ইসলাম পীর সাহেব, ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের সাবেক হেড মাওলানা ও বড় মাসজিদের খাতীব হযরত মাও: মোবারক হোসাইন, জিয়ারকান্দি ফাযিল ডিগ্রী মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আ: লতিফ, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা শরীফ আবু হানিফ, সাদা মনের মানুষ চেয়ারম্যান জসীম উদ্দিন প্রধান, মৎস্যজীবি দলের কেন্দ্রীয় সদস্য সচিব আ: রহিম, সুলতানপুর ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ কবীর আহমাদ, অধ্যক্ষ হারুনুর রশিদ সিঙ্গুলা ডিগ্রী মাদরাসা, রিয়াদ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীপ্রাপ্ত উপাধ্যক্ষ আ: রশিদ জিয়ারকান্দি ফাযিল ডিগ্রি মাদরাসা, রাজামেহার ডিগ্রী মাদরাসার উপাধ্যক্ষ মাও: আ: কাইয়্যূম মীর, বিশিষ্ট ওয়ায়েজিন অধ্যাপক মাও: কাজী মতিউর রহমান সিদ্দীকি দশপাড়া কামিল মাদরাসা, অধ্যক্ষ মাও: হারুন অর রশিদ তালুকদার শ্রীচাইল মোহাম্মদপুর আলিম মাদরাসা, অধ্যাপক আনোয়ার হোসেন চান্দিনা রেদোয়ান আহমাদ বিশ্ববিদ্যালয় কলেজ, মাও: মোবাশ্বেরুল হক আকছিনা কোল্লাবাড়ি দাখিল মাদরাসা বিবাড়িয়া, চান্দিনা রানীচড়া দাখিল মাদরাসার সুপার মাও: মোশাররফ হোসাইন, ইউনিটি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মনিরুজ্জামান বাহালুল, সুবক্তা মাও: গোলাম মাওলা ফারুকী, মরহুমের বড় জামাতা অধ্যাপক জসীম উদ্দিন সরকার, ছেলে ডা. ফাখরুল ইসলাম খান, মাহমুদুল ইসলাম খান, প্রমুখ। অধ্যক্ষ 'আল্লামা মুসলিম খান (রাহ:) এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও দু'আ মাহফিলে সবায় আলোচনায় বলেন তিনি দলমতের উর্ধ্বে থেকে দা'য়ী ইলাল্লাহর কাজ করেছেন এবং এই ক্ষণজন্মা বরেণ্য 'আলিমে দ্বীন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সুবক্তা, লিখক, খাতীব, স্কলার, নিরহংকার, প্রচার বিমুখ সর্বগুণে গুণাণ্বিত সহজ সরল সাদামাঠা জীবনের অধিকারী ছিলেন। জাতি তাঁকে হারিয়ে এক শূণ্যতা অনুভব করছে যা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ তা'আলা বর্ণাঢ্য জীবনের অধিকারী এই 'আল্লামাকে জান্নাতের 'আলা মাকাম দান করুক। আমীন।। তাঁর সন্তান হিদায়াতুল ইসলাম খান,মুজাহিদুল ইসলাম খান, মাঞ্জুরুল ইসলাম খান,ইজহারুল ইসলাম খান ও জামাতা মাওলানা কাজী আতিকুর রহমান, মাও: আলী আহসান ভূঁইয়া, হাফিজ মাও: ফরহাদ হোসাইন, মাও: ইমাম হোসাইন রাফী, মেয়ে,আত্নীয় স্বজন সহ তাঁকে হারিয়ে আজ বাকরুদ্ধ। মারহুমের আত্নার মাগফিরাত ও জান্নাতের 'আলা মাকাম কামনা করে মুনাজাত করেন হযরত সৈয়দ হুমায়ূন কবীর।
Информация по комментариям в разработке