হযরত আদম আঃ এর পৃথিবীতে অবতরণ ও প্রথম পায়ের ছাপ। #হযরতআদমআঃ, #আদমেরপাহাড়, #আদমেরপায়েরছাপ, #আদমেরঅবতরণ, #আদমসপিক
ইসলামী ঐতিহ্য অনুযায়ী, আল্লাহ তা’আলা হযরত আদম (আঃ) ও হাওয়া (আঃ)-কে জান্নাত থেকে অবাধ্যতার কারণে পৃথিবীতে নামিয়ে দেন।
📖 কোরআনের উল্লেখ:
“আমি বললাম, তোমরা সবাই এখানে (জান্নাত থেকে) নেমে যাও। যখন আমার কাছ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে, তখন যে আমার হিদায়াত অনুসরণ করবে, তার জন্য কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।”
— সূরা বাকারা 2:38
আদম (আঃ)-এর অবতরণস্থল:
বেশিরভাগ ঐতিহাসিক ও ইসলামি পণ্ডিতদের মতে হযরত আদম (আঃ) কে শ্রীলঙ্কার আদমস পিক (Adam’s Peak) নামক পাহাড়ে নামানো হয়েছিল।
এই পাহাড়কে আরবিতে বলা হয় জাবাল আদম।
হাওয়া (আঃ)-এর অবতরণস্থল:
হযরত হাওয়া (আঃ)-কে সৌদি আরবের জেদ্দা অঞ্চলে নামানো হয়েছিল।
“জেদ্দা” শব্দের অর্থই হলো “নানি” (grandmother)। মুসলিমরা বিশ্বাস করে এখানে হযরত হাওয়া (আঃ)-এর কবরও রয়েছে।
মিলনস্থল:
তারা একে অপরকে খুঁজতে খুঁজতে অবশেষে আরাফাত ময়দানে মিলিত হন।
এজন্যই সেই স্থানটির নামকরণ হয়েছে আরাফাত (যার অর্থ পরিচিত হওয়া)।
👣 আদমের পায়ের ছাপ
শ্রীলঙ্কার আদমস পিক পাহাড়ের চূড়ায় একটি বিশালাকৃতির “পায়ের ছাপ” রয়েছে।
মুসলমানরা বলেন এটি হযরত আদম (আঃ)-এর পায়ের ছাপ।
বৌদ্ধরা বিশ্বাস করেন এটি গৌতম বুদ্ধের পায়ের ছাপ।
হিন্দুরা বলেন এটি শিবের পায়ের ছাপ।
খ্রিস্টানরা বলেন এটি সেন্ট থমাসের পায়ের ছাপ।
তবে ইসলামী ইতিহাসে এটি “হযরত আদম (আঃ)-এর পৃথিবীতে প্রথম পা রাখার চিহ্ন” হিসেবে পরিচিত।
#হযরতআদমআঃ, #আদমেরপাহাড়, #আদমেরপায়েরছাপ, #আদমেরঅবতরণ, #আদমসপিক, #হাওয়ারঅবতরণ, #আরাফাতময়দান, #ইসলামীইতিহাস, #নবীদেরকাহিনি, #পৃথিবীরশুরু, #জান্নাতথেকেপৃথিবী, #ইসলামিকশিক্ষা, #আদমেরপদচিহ্ন, #আদমেরপ্রথমপদক্ষেপ, #ইতিহাসেরঅবতরণ, #সৃষ্টিরগল্প, #মানবজাতিরশুরু, #আদমহাওয়ারকাহিনি, #ধর্মীয়ইতিহাস, #ইসলামীভিডিও
#ProphetAdam, #AdamsPeak, #FootprintOfAdam, #FirstStepOnEarth, #AdamAndHawwa, #MountOfAdam, #ArafatPlain, #IslamicHistory, #StoryOfCreation, #FromJannahToEarth, #ProphetStories, #AdamFirstFootprint, #HistoryOfMankind, #IslamicKnowledge, #piritualJourney, #IslamicReminders, #TruthOfCreation, #BeginningOfHumanity, #QuranicStories, #IslamicChannel
Информация по комментариям в разработке