কুমোরটুলি দিচ্ছে হাঁক আমার দুর্গা বিচার পাক সনাতন দিন্দা রং দিয়ে দুর্গাকে রূপ দিলেন, বললেন আর হাঁটলেন প্রতিবাদের শৈল্পিক এক পদযাত্রায় মৃৎশিল্পীদের সাথে -- কুমোটুলির শিল্পীদের সাথে কন্যাহীনতার শূন্যতা ব্যক্ত করলেন স্বনাম ধন্য সনাতন তিলোত্তমা দিন্দা। কুমোটুলি দুর্গার আঁতুড়ঘর চাইছে তাই তিলোত্তমার বিচার। উই ওয়ান্ট জাস্টিস। আমার দুর্গা বিচার পাক এই হাঁক ছড়িয়ে গেলো আকাশে বাতাসে। দেবী দুর্গাকে গড়ে দেন যাঁরা তাঁদের অন্তরের দুঃখ বেদনা আজ পুঞ্জীভূত। প্রতিমা তৈরী হয়ে চলেছে। তারই ফাঁকে হৃদয়ের বেদনাকে প্রকাশও করেদিলেন যথাযথ শৈল্পিক ভাবে । এবারে মায়ের দশ হাতের বদলে থাকছে দশ সহস্র হাত। উৎসবের আগে সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনাই উৎসবকে বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে যার উত্তর কারোর কাছেই নেই। দুর্গা পূজা একটি বিশাল উৎসব কিন্ত সেই মহা উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়ে নাগরিক বৃন্দ কিংকর্তব্যবিমূঢ়। অনেক সহযোগী ছোট শিল্প তাকিয়ে থাকে এই পূজারই দিকে। সংবৎসরের রুটি রোজগার অনেকটাই নির্ভরশীল এই পূজোকে ঘিরে। শুধু ছোট শিল্প নয়, বড় বড় শিল্প সংস্থাও তাকিয়ে থাকে এই পূজোর দিকেই। দেবীর প্রস্তুতির উপকরণের মধ্যে পড়ে বাঁশ,কাঠ,খড় ও এঁটেল মাটি। এগুলো না হলে তো মাকে গড়াই যাবে না। তারপর আসছে দেবীর সাজসজ্জার উপকরণ। যেখানে আছে শোলা কাগজ দিয়ে দেবীর গয়না, আনুষঙ্গিক রূপের বহুবিধ সামগ্রী যার মধ্যে অন্যতম হলো দেবীর চালচিত্র। আর রঙ সেটা ছাড়া তো দেবীকে ফুটিয়ে তুলতে পারবেন না কোনো শিল্পীই। তারপর প্রত্যেক মূর্তির কেশ ও সিংহের কেশর। দেবীর শাড়ী ও অন্যান্য মূর্তির পোশাকের কাপড়ের শিল্প। এমন কি সিংহের চামড়ার কাপড় পর্যন্ত। এরপর অস্থায়ী শ্রমিক যাঁরা প্রতিমাকে শিল্পীর ঘর থেকে প্রতিমাকে লরী টেম্পোতে তুলে দেন আবার মন্ডপে আসীনও করে দেন। এটা ছাড়াও তাঁদেরই আবার দরকার প্রতিমা বিসর্জনের সময়েও। তারপর ৫ দিনের পূজোর কেনাকাটা। নতুন পোশাক-আসাক ছাড়া দুর্গাপূজা হয়ে ওঠে ম্লান। পোশাকের সাথে চাই নতুন জুতোও। রইলো বাকী প্যান্ডেল হপিং আর হরেক খাওয়া দাওয়া। ট্যাক্সী,মেট্রোর ভাড়া ছাড়াও ভীড় এড়াতে অনেকেই ছুটি কাটাতে বেড়াতে যান। শহর মুখ ঢাকে বিজ্ঞাপনের ঘোমটায়। এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ। বিজ্ঞাপনের প্রতিদ্বন্দিতা নামী পূজা প্যান্ডেলে। ওহ উল্লেখ করা হয় নি প্যান্ডেল তৈরীর মানুষদের কথা সাথে আলোকসজ্জার কর্মীবৃন্দদেরকথা। ঢাকীওয়ালা ছাড়া তো পূজোর বোলই ফুটবে না। এ আনুষঙ্গিক শিল্প জড়িয়ে আছে এই একমাত্র দুর্গাকে ঘিরে যে তা বিস্ময়কর। সেজন্যই ইউনেস্কোর খেতাব। এতৎসত্ত্বেও শহরবাসীরা মনমরা। পূজোর চালচিত্র যেন জৌলুষহীন। প্রতিবাদে মুখর গোটা শহর তথা রাজ্যও। সেজন্য চিকিৎসার জরুরী পরিষেবাও মুখ থুবড়ে পরেছে। চাপান উতোর চলছে , এর দায় কার ?? ভবিষ্যতেই আছে লুকানো এর উত্তর। আর পারেন দুগগা মা-ই সবাইয়ের অন্তরে শুভ বুদ্ধির উন্মেষ ঘটিয়ে এই অচলায়তনের শৃঙ্খল মোচন করতে।
#SonatonDinda, #SanatanDinda, #SonatonDindaKumartuli, #KumartuliArtistsProtest, #উইওয়ান্টজাস্টিস, #WeWantJustice, #KumartulirDurgaBicharPak, #tilottamaJustice2024, #JusticeforKumartuliTilottama, #theyyoume, #DurgaPuja2024, #JusticedelayedJusticedenied, #JusticeforRGKar, #RGKar, #RGKarCase, #JusticeDenied,, #JusticeforRGKar, #TilottamaJustice, #KumartuliDurga, #SanatanDinda, #JusticeDelayed, #JusticeforKumartuliDurga, #KumartuliArtistsWalk, #ReclaimtheNight, #ReclaimJustice, #KolkataRGKar, #RGKarHospital, #DurgaJusticewalk, #KumartuliArtistsProtest, #KumartuliWantsJustice. #DurgaWantsJustice, #durga2024, #Durgamaking2024, #kumartuli2024, #youtubebest, #YoutubeBestVideo, #ViralVideo, #vlog, #durga_puja, #durga_puja_vlog, #art, #KumatuliMritShilpaSamity, #কুমোরটুলিদিচ্ছেহাঁকআমারদুর্গাবিচারপাক,
Информация по комментариям в разработке