প্রজেক্ট হিলশা | বিস্তারিত রিভিউ | Mawa Mhat Restaurant Project Hilsa

Описание к видео প্রজেক্ট হিলশা | বিস্তারিত রিভিউ | Mawa Mhat Restaurant Project Hilsa

প্রজেক্ট হিলশা (Project Hilsa) বাংলাদেশের অন্যতম বড় একটি রেস্টুরেন্ট। এর অবস্থান পদ্মা সেতুর কাছে মাওয়া ঘাটে। ইলিশ আকৃতির এই রেস্টুরেন্টটি উদ্বোধনের পরপরই ভ্রমণপিপাসু ও ভোজনরসিক মানুষজনের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই ভিভিওতে আলোচনা করেছি মূলত তিনটি বিষোয় নিয়ে। প্রজেক্ট হিলশা রেস্টুরেন্টের মেনুতে কোন কোন আইটেম পাওয়া যাবে, কোন খাবারের দাম কত, কিভাবে হিলশা প্রজেক্ট যাবেন এবং হিলশা প্রজেক্টের আশেপাশে দর্শনীয় স্থান সম্পর্কে।

কিভাবে যাবেন হিলশা রেস্টুরেন্ট:
যাদের নিজস্ব পরিবহন আছে তারা বাবুবাজার অথবা পোস্তোগোলা ব্রিজ দিয়ে এক্সপ্রেসওয়ে ধরে মাওয়া যেতে পারবেন। আর বাসে যেতে চাইলে ঢাকার গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মাওয়ার বাস পাবেন। গাবতলী থেকে বসুমতি, মিরপুর থেকে স্বাধীন, এবং গুলিস্তান থেকে ইলিশ ও গ্রেট বিক্রমপুর পরিবহনের বাস পাবেন এই রুটে। বাস ভাড়া ৭০ টাকা। বাস থেকে নামতে হবে মাওয়া ঘাটের আধা কিলোমিটার আগে প্রজেক্ট হিলশা রেস্টুরেন্ট এর সামনে।

আশেপাশের দর্শনীয় স্থান
আপনার ভোজনপর্বের আগে বা পরে আপনি যদি কাছাকাছি কোথাও ঘুরে বেড়াতে চান আপনার জন্য রয়েছে আশেপাশে অনেকগুলো দর্শনীয় স্থান! প্রথমেই চলে যাবেন পদ্মা পাড়ের মাওয়া ঘাট Mawa Mhat এ। রেস্টুরেন্টের সামনে থেকে অটোরিকশায় গেলে ভাড়া নিবে ১০ টাকা। সেখানে গিয়ে ঘন্টা চুক্তিতে নৌকা ভাড়া করে পদ্মা নদীতে ঘুরে বেড়াতে পারেন। মাঝিকে বললে পদ্মাসেতুর কাছাকাছি নিয়ে ঘুরে দেখাবে। পদ্মার মাঝখানে জেগে উঠা চরেও নামা যায়।

হাতে সময় বেশি থাকলে স্পিডবোটে পদ্মার অন্যপাশে চলে যেতে পারবেন। স্পিডবোট ভাড়া জনপ্রতি ২০০ টাকা। যেতে সময় লাগবে ২০ মিনিট। ওখান থেকে ভাঙ্গা চৌরাস্তায় গেলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সবচেয়ে নান্দনিক রূপটা দেখতে পাবেন।

এছাড়া মাওয়া ঘাট এর কাছে আছে পদ্মা রিসোর্ট। নান্দনিক এই রিসোর্টে চাইলে রাতে থাকতে পারবেন। রিসোর্টের রুম ভাড়া সর্বনিন্ম ২৩০০ টাকা থেকে শুরু। আর যদি না থেকে শুধু রিসোর্টের ভিতরটা ঘুরে দেখতে চান, তাহলে ৫০ টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন।

গ্রিন বেল্ট ট্রাভেল চ্যানেলের আয়োজনে নিয়মিত ট্রাভেল গাইডলাইন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন্।

ফেসবুক গ্রুপ:   / 1082667831840716  

Комментарии

Информация по комментариям в разработке