UPL Saathi | ধানের জমিতে আগাছা নিয়ন্ত্রণ করতে কখন কিভাবে কি পরিমাণ ব্যবহার করবেন ?

Описание к видео UPL Saathi | ধানের জমিতে আগাছা নিয়ন্ত্রণ করতে কখন কিভাবে কি পরিমাণ ব্যবহার করবেন ?

আগাছানাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই আগাছানাশক এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে, তা কিভাবে কাজ করে মানে কার্যকারিতা।ওই কেমিক্যাল কম্পোজিশন এর আগাছানাশক আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিও গুলোতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর আগাছানাশক বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট নিচে দেয়া আছে।
এই ভিডিওতে আমি আলোচনা করেছি "Pyrazosulfuron Ethyl 10% WP" কেমিক্যাল কম্পোজিশন এর আগাছানাশক গুলো নিয়ে।

ব্যবহার
আগাছা — মুথা , বিন্দিমুথা , শ্যামা , দড়ি ঘাস , আমরুল , শুষনি , কেশুত লবঙ্গফুল ( লুডুইজিয়া ) , দাদমারি ( অ্যামানিয়া ) , দূর্বা , ইলিউসিন ইত্যাদি ।
ফসল — ধান বীজতলা , বোনা ও রোয়া ধান ।
নথিভুক্ত ফর্মুলেশানঃ- ১০ % ডব্লু.পি .। মাত্রাঃ ১০-৩০ গ্রাম এ . আই . / হে .; ১০ % ডব্লু.পি . ( ১০০-৩০০ গ্রাম ওষুধ ৫০০ লিটার জলে গুলে প্রতি হেক্টরে প্রয়োগ ) । বাণিজ্যিক নাম : ১০ % ডব্লু.পি . - saahti (upl), Roka (safex), Ojika(Iffco-MC), laathi (Laathi)

সতর্কতাঃ পেস্টিসাইড ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
১. যেহেতু পেস্টিসাইড আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু পেস্টিসাইড ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
২. পেস্টিসাইড ব্যবহারের সময় পেস্টিসাইড প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই পেস্টিসাইড গাছে প্রয়োগ করা উচিত।
৩. পেস্টিসাইড নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত।
৪. সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত।


#saahti #rice #agriculture #farming #calcium

P.G.R পরিচিতি:    • P.G.R পরিচিতি  

ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠:    • ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠  

কীটনাশক পরিচিতি:    • কীটনাশক পরিচিতি  

কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋:    • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋  

Комментарии

Информация по комментариям в разработке