পুরুষদের প্রস্টেট গ্রন্থি বড় হলে কী করবেন? WHAT TO DO IN MANAGING ENLARGED PROSTATE GLAND

Описание к видео পুরুষদের প্রস্টেট গ্রন্থি বড় হলে কী করবেন? WHAT TO DO IN MANAGING ENLARGED PROSTATE GLAND

পুরুষদের প্রস্টেট গ্রন্থি বড় হলে কী করবেন

প্রবীণ পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থি বড় হওয়া একটি অন্যতম সমস্যা। এর কারণে প্রস্রাবে সমস্যা হয়। সঠিক সময়ে এর চিকিৎসা করা না হলে রোগ জটিল হওয়ার আশঙ্কা থাকে। তখন চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। সাধারণত ৬০ থেকে ৬৫ বছর বয়সের ব্যক্তিদের এই সমস্যা বেশি হয়।

প্রোস্টেট একটি সুপারির মতো মাংসপিণ্ড, যা পুরুষের মূত্রথলির নিচে মূত্রনালিকে ঘিরে থাকে। এর প্রধান কাজ শুক্রাণুর জন্য খাদ্যের যোগান দেয়া।
প্রোস্টেট পুরুষদের ইন্টারনাল অর্গানের মধ্যে গুরুত্বর্পূণ অঙ্গ।

প্রস্টেট গ্রন্থি কী

প্রস্টেট পুরুষদের প্রজননতন্ত্রের সঙ্গে সম্পর্কিত একটি ছোট গ্রন্থি, যা মূত্রথলির নিচে থাকে। এটি বীর্য তৈরি ও পরিবহনে সাহায্য করে।

যেসব সমস্যা হয়

প্রস্রাবে নিয়ন্ত্রণ রাখতে পারে না। কাপড় চোপড় নষ্ট করে ফেলে।

প্রস্রাব বসে করতে সমস্যা হয়।

প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না নিলে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে।

জোড়ে চাপ দিয়ে প্রস্রাব করতে গেলে প্রস্রাব আরো বেশি আটকে যায়।

বারবার প্রস্রাব করতে যেতে হয়। বিশেষত রাতের বেলায়।

প্রস্রাবের পরও অসম্পূর্ণ প্রস্রাবের অনুভূতি হয়।

রোগ নির্ণয়

আল্ট্রাসোনোগ্রাম করে রোগ নির্ণয় করতে হয়। এ ছাড়া এমআরআই, সিটি স্ক্যান প্রভৃতি পরীক্ষা করা হয় সমস্যা নিশ্চিত করার জন্য।

চিকিৎসা

প্রোস্টেট গ্রন্থি ছোট করার ওষুধ দেওয়া হয়। ওষুধ সেবনে প্রস্রাবের সমস্যা কমে যায়। আর এতেও ভালো না হলে অপারেশন করতে হয়। তবে অপারেশনের পরও পুনরায় এ গ্রন্থি বড় হওয়ার আশঙ্কা থাকে। তাই নিয়মিত ওষুধ সেবন করতে হয়। আলফা ব্লফার ও ৫-আলফা রিডাক্টেজ ইনহিবিটর এই দুই ধরনের ওষুধ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না।

প্রতিরোধ

রাতে ঘুমানোর ঠিক আগে পানি পান বন্ধ করতে হবে।

অ্যালকোহল ও ক্যাফেইন জাতীয় দ্রব্য গ্রহণ এড়িয়ে যেতে হবে।

চল্লিশোর্ধ্বে পুরুষদের বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রোস্টেট-পরীক্ষা করানো উচিত। প্রোস্টেট গ্রন্থি বাড়লে অনেক সমস্যা হতে পারে। প্রোস্টেটের সমস্যাকে হালকা করে দেখা উচিত নয়। এই গ্রন্থটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। এই বৃদ্ধি কারও কারও ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে এবং কারও কারও ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি করে না বা সামান্য অসুবিধা সৃষ্টি করে।

বৃদ্ধির কারণ : বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহের হরমোনেও কিছু কিছু পরিবর্তন হয়ে থাকে। হরমোনের এই পরিবর্তনকেই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির কারণ হিসেবে গণ্য করা হয়। পঞ্চাশ ঊর্ধ্বো প্রায় সব পুরুষের প্রোস্টেট বড় হতে থাকে কিন্তু সবার উপসর্গ দেখা দেয় না।

বৃদ্ধির ফলাফল : প্রথমত, মূত্রনালির চারদিকে প্রোস্টেটের কোষ সংখ্যা বেড়ে মূত্রনালিকে চেপে ধরে।

দ্বিতীয়ত, প্রোস্টেট গ্রন্থির মধ্যভাগ বৃদ্ধি পেয়ে মূত্রনালির বাহির পথকে আটকে দেয়। ফলে মূত্রথলি থেকে সহজে প্রস্রাব বের হতে পারে না।

উপসর্গ : ঘন ঘন প্রস্রাব হওয়া, ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া, প্রস্রাব করার পরও প্রস্রাবের থলি খালি না হওয়া, প্রস্রাবের বেগ আটকিয়ে রাখা অসম্ভব হয়, প্রস্রাবের গতি দুর্বল ও মাঝপথে বন্ধ হয়, প্রস্রাবের থলি বেশি ভরে ফোঁটা ফোঁটা প্রস্রাব হয় ও অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্ত যায়। প্রস্রাব একেবারে আটকে যাওয়া বা আটকানোর মতো হয়। হঠাৎ করে প্রস্রাব আটকে গেলে তলপেটে তীব্র ব্যথা ও প্রচণ্ড প্রস্রাবের চাপ অনুভূত হয়। প্রোস্টেটজনিত সমস্যাগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষত রাতে।

চিকিৎসা : ক্ষেত্রবিশেষ প্রোস্টেট বৃদ্ধিজনিত উপসর্গগুলো মেডিসিন প্রয়োগের মাধ্যমে উপশম লাভ করা যায়। ওষুধ প্রোস্টেটের মাংশপেশিগুলো শিথিল করে প্রস্রাবের বাধা দূর করে।
#prostateproblems #lifestyle #urineproblem #abdomen #medicine #treatment

Комментарии

Информация по комментариям в разработке