"কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার"।। KOLIJATE DAG LEGECHE।। Arpita Talukder

Описание к видео "কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার"।। KOLIJATE DAG LEGECHE।। Arpita Talukder

"কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার"
কথা ও সুরঃ জীবন দেওয়ান।
শিল্পীঃ আশিক।
তবলায়ঃ সুজিত রঞ্জন তালুকদার (আমার বাবা)।

কলিজাতে দাগ লেগেছে
হাজারে হাজার ,
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার । ।
যার জন্য ঘর বানাইলাম
সে রাখল না ঘরে
সেই ঘর উড়াইয়া নিল
কাল বৈশাখির ঝরে । ।
প্রানটা আমার ছটফট করে বুকে হাহাকার ,
ভালবাসার ময়নাপাখি
এখন জানি কার । ।
শিখল কাটা পাখির মত
উড়িয়া গেল
সেদিন হতে আমার জীবণ
শুধু এলুমেলু । ।
জাতের কুলে দাগ লাগাইল
জাতের কুলে কালি দিল
কান্না হইল সার ।
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার । ।
যার জন্য সব হারাইলাম
সেই রাখল না মনে
কার জন্য যে এত ব্যাথা
সইলাম এ জীবণে । ।
কেদে কয় জীবণ দেওয়ানে
সুখের জীবণ তার ।
ভালবাসার ময়নাপাখি
এখন জানি কার । ।

Комментарии

Информация по комментариям в разработке