এমপি নির্বাচন করবেন তাহেরি | তাহেরি | Taheri | To Day News
আগামী নির্বাচনেও এমপি পদে লড়বেন তাহেরী
আগামী সংসদ নির্বাচনেও প্রার্থী হতে যাচ্ছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। দেশ, জাতি ও ইসলামের জন্য কাজের অংশ হিসেবেই নির্বাচন করতে চান বলে জানান তিনি। তবে আসন্ন সংসদ নির্বাচনে কোনও দলের হয়ে মনোনয়ন চাইবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সেটা নিশ্চিত করে বলেননি।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলাকায় ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান দাওয়াতে ঈমানী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাহেরী।
তিনি বলেন, আমি গত নির্বাচন করেছি, আসলে জনগণের খেদমত করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের চিন্তা ও আশা আকাঙ্ক্ষা ছিল বলেই আমি নির্বাচন করেছি এবং ভবিষ্যতেও আমার সেই ধারাবিহকতা থাকবে। মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, আর্তমানবতার সেবায় কল্যাণে কথা বলা, এই মানবতাই ধর্ম। ইসলাম অনেক ক্যাটাগরিতে রয়েছে
Social media news
BD News
Top news today
Facebook news
Viral video
Viral news
Trending news
সংসদ নির্বাচন করবেন গিয়াস উদ্দিন তাহেরী,কেন নির্বাচন করছেন গিয়াস উদ্দিন তাহেরী,কোন দলের হয়ে এমপি নির্বাচন করবেন তাহেরী,ডাব প্রতিকে এমপি নির্বাচন করবেন তাহেরী,প্রতিকে যে দলের হয়ে এমপি নির্বাচন করবেন তাহেরী,তাহেরি জিকির,গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচন,গিয়াস উদ্দিন তাহেরী এমপি হবেন,তাহেরি,নির্বাচন,তাহেরী,গিয়াস উদ্দিন তাহেরী,এমপি তাহেরি,তাহেরী ওয়াজ,জিকির তাহেরি,গিয়াস উদ্দিন তাহেরি,আল্লামা গিয়াস উদ্দিন তাহেরী,তাহেরি হুজুরের মাহফিলে এমপি সাহেবের বক্তব্য
এমপি নির্বাচন করবেন তাহেরি,তাহেরি,To Day News,Social media news,BD News,Top news today,Viral video,Viral news,Trending news,সংসদ নির্বাচন করবেন গিয়াস উদ্দিন তাহেরী,কেন নির্বাচন করছেন গিয়াস উদ্দিন তাহেরী,কোন দলের হয়ে এমপি নির্বাচন করবেন তাহেরী,প্রতিকে যে দলের হয়ে এমপি নির্বাচন করবেন তাহেরী,তাহেরি জিকির,গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচন,গিয়াস উদ্দিন তাহেরী এমপি হবেন,নির্বাচন,তাহেরী,গিয়াস উদ্দিন তাহেরী,এমপি তাহেরি,তাহেরী ওয়াজ,গিয়াস উদ্দিন তাহেরি,bangla news
Информация по комментариям в разработке