লতিরাজ কচু চাষ পদ্ধতি / বারি পানি কচু চাষ/ লতি কচু চাষ/ লতিরাজ কচুর চারা/ কীভাবে জমি তৈরী করবেন? কচু

Описание к видео লতিরাজ কচু চাষ পদ্ধতি / বারি পানি কচু চাষ/ লতি কচু চাষ/ লতিরাজ কচুর চারা/ কীভাবে জমি তৈরী করবেন? কচু

লতিরাজ কচু চাষ পদ্ধতি / লতি কচু চাষ
কীভাবে জমি প্রস্তুত করবেন?
জমি চাষ দিয়ে কাদা করে নিলে সব চেয়ে ভালো হয়।
৩৩ শতাংশে
১৫ কেজি পটাশ,
১০ কেজি টি,এস,পি
১০ কেজি ইউরিয়া
১ কেজি দানাদার বিষ
একত্রে মিশায়ে প্রথম চাষের পর ছিটিয়ে দিয়ে দ্বিতীয় চাষ দিয়ে মই দিয়ে জমি সমান করে নিতে হবে।
লতি থেকে যে চারা তৈরী হয় সেই চারা সব চেয়ে ভালো হয়।
তবে খেয়াল রাখতে হবে কোন ভাবেই যেন চারার গোড়া কাটা নাথে।
যদি চারার গোড়া কাটা থাকে তাহলে চারার গোড়া পচে চারা মারা যায়।
ভালো বীজ ভালো ফসল।
এ কথা মনে রাখতে হবে।
৩৩ শতাংশে ৪ হাজার থেকে ৪৫ শত চারা লেগে যায়।
প্রতি শতাংশে ১ শত ৩০ পিচ চারা লাগে।

চারা রোপণের পর ৭ দিন অল্প পানি রাখতে হবে।
চারা রোপণের ৭ দিনের মধ্যে অবশ্যই পচন রোধের ঔষধ দিতে হবে।
২ থেকে ৩ পাতা হলে লেদা পোকা দেখা দিতে পারে। এ সময় লেদা পোকা দৃমনের ঔষধ দিতে হবে।
পচন রোধের ঔষধ ২০ দিন পর পর দিতে হবে।
নিয়মিত আগাছা পরিস্কার করতে হবে।
মরা পাতা গাছ থেকে অপসারণ
ফেলে দিতে হবে।
১ হাত বা তার চেয়ে বড় লতি নিয়মিত কাটতে হবে।
লতি কাটার দিন অবশ্যই সার দিতে হবে।
এ সার ৩৩ শতাংশে ১০ কেজি টি, এস,পি, ৫ কেজি ইউরিয়া ও ২ কেজি মধ্যম বা দস্তা জাতীয় সার।
সপ্তাহে কত দিন লতি কাটবেন এটা আপনার উপর নির্ভর করবে।
শুকনো জমিতে পানি দিয়ে মাটি নরম করে লতিরাজ কচু চাষ করা।যায়।

Комментарии

Информация по комментариям в разработке