২৪ ঘন্টা দিনের দেশে নামাজ রোজা আদায় করবেন কিভাবে dr zakir naik

Описание к видео ২৪ ঘন্টা দিনের দেশে নামাজ রোজা আদায় করবেন কিভাবে dr zakir naik

২৪ ঘন্টা দিনের দেশে নামাজ আদায় করবেন কিভাবে ? dr zakir naik
২৪ ঘন্টা রাতের দেশে নামাজ আদায় করবেন কিভাবে ? dr zakir naik
কোন কোন দেশে ৬ মাস রাত ও ৬ মাস দিন। তাহ’লে সেদেশের মানুষ কিভাবে ছালাত ছিয়াম পালন করবে?

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৭)

এ আয়াতে রাতের অন্ধকারকে কালো রেখা এবং ভোরের আলোকে সাদা রেখার সঙ্গে তুলনা করে রোজার শুরু এবং পানাহার হারাম হওয়ার সঠিক সময় তথা রোজার সময় বর্ণনা করা হয়েছে। এখন যেসব দেশে রাতের কালো রেখা এবং ভোরের সাদা পরিদৃষ্ট হয় না সেসব দেশের লোকেরা কিভাবে রোজা রাখবে?

মহানবী (সা.) বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো (বুখারি ও মুসলিম) রাসুল (সা.) অন্যত্র বলেছেন, যখন এ দিক (পূর্ব) থেকে রাত আসে এবং এ দিক (পশ্চিম) দিন প্রস্থান করে এবং সূর্য অস্ত যায় তখনই রোজাদার ইফতার করবে। (বুখারি ও মুসলিম)

এখন পৃথিবীর যেসব দেশের দিন বড় ও রাত ছোট যেমন—নরওয়ে, সুইজারল্যান্ড ইত্যাদি। আবার যেসব দেশে ছয় মাস দিন ও ছয় মাস রাত যেমন—উত্তর মেরু ও দক্ষিণ মেরু। এসব দেশে কিভাবে নামাজ-রোজা পালন করবে—এ ব্যাপারে আলেমরা বিভিন্ন উক্তি করেছেন। কারো কারো মতে, নামাজ-রোজা পালনের জন্য ওয়াক্ত শর্ত। এসব দেশে যেহেতু ওয়াক্ত নির্ণয় করা সম্ভব নয়, তাই ইবাদত পালন করতে হবে না। তবে বেশির ভাগ আলেমের মতে, সেসব দেশের বাসিন্দারা তিনটি বিষয়ের যেকোনো একটি অবলম্বন করে নামাজ-রোজা পালন করবে।

১. নিজেরা সময় ঠিক করে নামাজ-রোজা পালন করবে। ২. মক্কা ও মদিনার সময় অনুযায়ী তারা নামাজ রোজা পালন করবে। ৩. তাদের পাশের দেশে যেখানে দিন-রাতের হিসাব সঠিকভাবে করা যায়, তাদের মতো করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ঈদের নামাজ, ইফতার, সাহরি, তারাবির নামাজ ইত্যাদি পালন করবে। ইমাম আবু হানিফা (রহ.) বলেছেন, উত্তর মেরু ও দক্ষিণ মেরুর লোকজন মক্কা-মদিনা অথবা পার্শ্ববর্তী দেশ অনুযায়ী নামাজ-রোজা পালন করবে, ঈদের নামাজ পড়বে এবং অন্য ইবাদত করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.)ও এ অভিমত পোষণ করেছেন। মহানবী (সা.) বলেন, দাজ্জালের সময়কাল হবে ৪০ দিন। এ ৪০ দিনের প্রথম দিন হবে এক বছরের সমান, দ্বিতীয় দিন হবে এক মাসের সমান, তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান, অবশিষ্ট ৩৭ দিন হবে আমাদের দিনের মতো। তখন হিসাব করে নামাজ-রোজা পালন করবে। বিজ্ঞ আলেমদের মতে, চাঁদের দেশ ও মঙ্গল গ্রহেও সময় হিসাব করে নামাজ-রোজা পালন করবে। কোনো অবস্থায়ই নামাজ-রোজা ছাড়া যাবে না।

Комментарии

Информация по комментариям в разработке