অটোমান সাম্রাজ্যের বিস্তৃতি ছিল উত্তর আফ্রিকার তিউনিসিয়া থেকে ইউরোপের হাঙ্গেরী, রাশিয়ার ক্রিমিয়া থেকে পূর্বে জর্জিয়া এবং আরবের ইয়েমেন পর্যন্ত। এই বিশাল সাম্রাজ্যের স্থায়িত্ব ছিলো দীর্ঘ ৬শ বছর। এই বিশাল সাম্রাজ্যের অভ্যুদয় প্রথম ওসমানের হাত ধরে, ১২৯৯ সালে। এরপর প্রথম মুরাদ (১৩৬১-১৩৮৯), প্রথম বায়েজিদ (১৩৮৯-১৪০২), প্রথম মুহাম্মদ (১৪১৩-১৪২১), দ্বিতীয় মুরাদ (১৪২১-১৪৪৪) দ্বিতীয় মুহাম্মদ (১৪৪৪-১৪৪৬) ও দ্বিতীয় মুরাদ (১৪৪৬-১৪৫১), প্রথম সুলায়মান (১৫২০-১৫৬৬), তৃতীয় মুরাদ (১৫৪৭-১৫৯৫), তৃতীয় মুহাম্মদ (১৫৯৫-১৬০৩) ইত্যাদি প্রভাবশালী শাসকদের হাত ধরে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছায় অটোমানরা।
কিন্তু শেষ দিকের শাসকরা এতবড় সাম্রাজ্যের দেখভাল করতে ব্যর্থ হন। অন্যদিকে ফ্রান্স, ব্রিটেন আর প্রতিবেশী রাশিয়ার দিনে দিনে শক্তিবৃদ্ধির ফলে ধীরে ধীরে ক্ষয় হয়ে থাকে অটোমানদের প্রতিপত্তি। মাথা চাড়া দিয়ে উঠতে থাকে জাতীয়বাদী শক্তিগুলো। সবশেষে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভুল নীতি বেছে নেয়ার ফল হিসাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বিশাল এই সামাজ্য। তবে ভগ্নাংশ হিসাবে টিকে আছে আজকের তুরস্ক।
অটোমান সাম্রাজ্য ছিল বহু ধর্ম, বর্ণ এবং বহু ভাষার। এই দিকে থেকে ইউরোপীয়ান পণ্ডিতরাও একমত যে অটোমান শাসকেরা জোড় পূর্বক কাউকে ধর্মান্তরিত করে নাই। কিন্তু সাম্রাজ্যের বিধর্মীরা রাজনৈতিক ক্ষমতার জন্য বিবেচিত হতো না এবং তাদের নিদৃষ্ট হারে ট্যাক্স প্রদান করতে হতো, যা নিয়ে বিক্ষব্ধ ছিলো খ্রিস্টান সম্প্রদায়। এরই মধ্যে শিল্পবিপ্লব ও ফরাসী বিপ্লবের পর থেকেই অটোমানের দুর্দিন শুরু হয়।
নব্য সংগঠিত ও সমৃদ্ধের পথযাত্রী খ্রিস্টান ইউরোপীয়ানদের জন্য অটোমান ছিল চ্যালেঞ্জ। অটোমান সাম্রাজ্যে বসবাসকারী খ্রিস্টানরা খুব দ্রুত রেঁনেসা পরবর্তী ইউরোপের শিল্প ও জ্ঞান সমৃদ্ধির পথে নিজেদের যুক্ত করে ফেলে। অটোমান সাম্রাজ্যের বাসিন্দা হলেও পশ্চিমের সাহায্যে একটি.......
Your Queries :
অটোম্যান সাম্রাজ্যের ইতিহাস, অটোম্যান সাম্রাজ্যের শেষ পরিনতি, উসমানীয় সাম্রাজ্যের শেষ পরিনতি, উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস, Ottoman empire, History of ottoman empire, What happened to ottoman empire, আকবরের শেষ পরিনতি, টিপু সুলতানের শেষ পরিনতি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ পরিনতি, লর্ড ক্লাইভের খঞ্জর শেষ পরিনতি, মোঘল সাম্রাজ্যের শেষ পরিনতি, অটোম্যান সাম্রাজ্যের শেষ পর্যন্ত কি হলো, সুলতান সুলেমান ও অটোম্যান সাম্রাজ্য, বাংলা ডকুমেন্টারি,বাংলা ইতিহাস , উসমানীয়,অটোমান সাম্রাজ্যের পতনের কারন কি, Fall of the Ottoman Empire, অটোমান সাম্রাজ্যের ইতিহাস, history of the ottoman empire, Ottoman, Sultan sulaiman, অটোম্যান সাম্রাজ্যের শেষ পরিনতি, উসমানীয় সাম্রাজ্যের শেষ পরিনতি, উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস, What happened to ottoman empire, মোঘল সাম্রাজ্যের শেষ পরিনতি, সুলতান সুলেমান ও অটোম্যান সাম্রাজ্য, Bangla Video On The Ottoman Empire, Amazing Ottoman Empire Facts, অটোমান সাম্রাজ্যের উত্থান, অটোমান সাম্রাজ্যের অজানা সত্য।অটোমান সাম্রাজ্যের পতন,অটোমান সাম্রাজ্যের উত্থান,অটোমান সাম্রাজ্যের ইতিহাস,অটোম্যান সাম্রাজ্যের ইতিহাস,অটোমান সাম্রাজ্য,অটোমান সাম্রাজ্যের অজানা সত্য,অটোমান সাম্রাজ্যের পতনের কারন কি,অটোম্যান সাম্রাজ্যের শেষ পরিনতি,অটোমান সাম্রাজ্য পতনের কারণ,উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস,মোঘল সাম্রাজ্যের শেষ পরিনতি,অটোমান সাম্রাজ্যের সুলতানদের তালিকা,উসমানীয় সাম্রাজ্যের শেষ পরিনতি,উসমানীয় সাম্রাজ্য,অটোম্যান সাম্রাজ্যের শেষ পর্যন্ত কি হলো,বাইজেন্টাইন সাম্রাজ্য,সুলতান সুলাইমান,fall of the ottoman empire,the fall of the ottoman empire,ottoman empire,the collapse of the ottoman empire,history of the ottoman empire,ottoman empire part 7,why did the ottoman empire fall,the entire history of the ottoman empire,ottoman history,why did the ottoman empire collapse,why did the ottoman empire join ww1,ottoman,ottomans,ottoman sultan,ottoman history 1900 1922,allied powers,seljuk empire,greek war of independence,balkan war.
#ottoman #ottomanempire #sultanabdulhamid #sultansüleyman #অটোমান #উসমানীয়সাম্রাজ্য #সুলতানসুলেমান #সুলতানআব্দুলহামিদ
Информация по комментариям в разработке