Rajshahi To Dhaka New Train Review 2024।।মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ২০২৪।।Madhumoti Express।।

Описание к видео Rajshahi To Dhaka New Train Review 2024।।মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ২০২৪।।Madhumoti Express।।

#Rajshahi_To_Bhanga_Train_Service
Off Day: Thursday.

#রাজশাহী_টু_ঢাকা_ভায়া_ভাঙ্গা_ট্রেন_সার্ভিসঃ
বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা হয়ে ঢাকা পর্যন্ত ট্রেন চলাচল করছে ০৪টি।। একটি আন্তঃনগর মধুমতি_এক্সপ্রেস_ট্রেন যে ট্রেনটি রাজশাহী_টু_কুষ্টিয়া-ভাঙ্গা হয়ে ঢাকা রুটে চলাচল করে, আরেকটি বেনাপোল_এক্সপ্রেস_ট্রেন যে ট্রেনটি বেনাপোল স্থলবন্দর থেকে কুষ্টিয়া-রাজবাড়ি -ফরিদপুর ও ঢাকা রুটে চলাচল করে।। অপর দুটি ট্রেনের মধ্যে খুলনা টু কুষ্টিয়া -ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা রুটে চলাচলকারী সুন্দরবন_এক্সপ্রেস_ট্রেন এবং অন্যটি নক্সীকাঁথা মেইল ট্রেন।।


#মধু মতি_এক্সপ্রেস_ট্রেনের_সময়সূচিঃ
মধুমতি আন্তনগর ট্রেনটি সপ্তাহের বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী চলে।সকাল ৬:৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে পাবনার ঈশ্বরদী জংশন এবং কুষ্টিয়ার পোড়াদহ জংশন স্টেশন দিয়ে রাজবাড়ি ও ফরিদপুর হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌছায় দুপুর ২:০০টায় এবং ঢাকা থেকে বিকাল ৩:০০টায় রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাজশাহী স্টেশনে পৌঁছায় রাত ১০: ৪০ মিনিটে।

#মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়া -ঢাকা টু ফরিদপুর শোভন সাধারণ শ্রেনীর আসন ২২৫ টাকা, ঢাকা টু রাজবাড়ি ২৪৫ টাকা, ঢাকা টু কুষ্টিয়া কোর্ট~২৯০ টাকা।।
(*সময়সূচি ও ভাড়া পরিবর্তনশীল)



#বিশ্বে_প্রথম_রেললাইনঃ
জর্জ স্টিফেনশনের বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পর ১৮২৫ সালে ব্রিটেনে সর্বপ্রথম রেলওয়ে পরিষেবা চালু হয়।।

#ভারতীয়_উপমহাদেশে_প্রথম_রেলওয়েঃ
ব্রিটিশ শাসিত ভারতবর্ষে যাত্রীবাহী রেল ব্যবস্থা চালু হয় ১৮৫৩ সালে।। যদিও ১৮৫১ সালের ২২ ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয়।। রুরকিতে স্থানীয় একটি খাল নির্মাণকার্যে মালপত্র আনা নেওয়া করার জন্য এই ট্রেন চালু করা হয়েছিল।। পরবর্তীতে ১৮৫৩ সালের ১৬ এপ্রিল ভারতের মহারাষ্ট্র রাজ্যের বোম্বাইয়ে তথা বর্তমানে মুম্বাইয়ের বোরি বন্দর থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা ঘটে।।

#বাংলাদেশে_প্রথম_রেললাইনঃ
ব্রিটিশশাসিত অবিভক্ত বাংলায় প্রথম রেলপথ চালু হয় ১৮৫৪ সালে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে হুগলি পর্যন্ত ৩৮ কিলোমিটার রেলপথ উদ্বোধনের মাধ্যমে।। আর বর্তমান বাংলাদেশে রেলওয়ের কোম্পানি কোলকাতা থেকে রাণাঘাট পর্যন্ত ব্রডগেজ (৫ ফুট ৬ ইঞ্চি) রেলপথ সেকশন টিকে ১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর এবং রাণাঘাট থেকে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের গেদে এবং বাংলাদেশের এপাশে চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্ত হয়ে বর্তমান কুষ্টিয়া জেলার পোড়াদহ রেলওয়ে জংশন এলাকা হয়ে কুষ্টিয়া শহরের ৩ কিলোমিটার পূর্বেই অবস্থিত বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি পর্যন্ত রেলপথ সেকশনটি চালু করেছিল ১৮৬২ সালের ১৫ নভেম্বর তারিখে।।
এর ঠিক ৯ বছর পর ১৮৭১ সালের ১লা জানুয়ারি এ রেলপথটি জগতি থেকে রাজবাড়ির গোয়ালন্দঘাট পর্যন্ত সম্প্রসারিত করে ঢাকা-কলকাতার মধ্যে রেল সংযোগ স্থাপন করা হয় এবং কার্যকর অর্থে যাত্রবাহী ট্রেন

#বাংলাদেশের_প্রথম_রেললাইন_ও_রেলওয়ে_স্টেশনঃ পশ্চিমবঙ্গের শিয়ালদহ-রাণাঘাট ও গেদে স্টেশন হয়ে বর্তমান বাংলাদেশের দর্শনা সীমান্তের শূন্য পয়েন্ট দিয়ে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-হালসা ও পোড়াদহ জংশন হয়ে কুষ্টিয়া শহরের ৩ কিমি পূর্বে জগতি রেলওয়ে স্টেশনে সর্বপ্রথম ট্রেন এসেছিল ১৮৬২ সালের ১৫ই নভেম্বর তারিখে। বাংলাদেশের_প্রথম_রেলওয়ে_স্টেশন_জগতি_রেলওয়ে_স্টেশনঃ এরপর ১৮৭১ সালের ১লা জানুয়ারি তারিখে জগতি থেকে কুষ্টিয়া_কুমারখালি_খোকসা_মাছপাড়া_পাংশা_কালুখালী_বেলগাছি_সূর্যনগর_রাজবাড়ি_পাঁচুরিয়া_গোয়ালন্দ_বাজার_গোয়ালন্দ_ঘাট পর্যন্ত বাংলাদেশের ২য় প্রাচীনতম রেললাইনটি চালু করা হয়।

#পোড়াদহ_চিলাহাটি
#খুলনা_চিলাহাটি
#কোলকাতা_চিলাহাটি_রেলপথঃ
পশ্চিমবঙ্গের শিয়ালদহ-রাণাঘাট ও গেদে স্টেশন হয়ে বর্তমান বাংলাদেশের দর্শনা সীমান্তের শূন্য পয়েন্ট দিয়ে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-হালসা ও পোড়াদহ জংশন হয়ে ভেড়ামারা_পাকশী_ঈশ্বরদী_জংশন_আব্দুলপুর_জংশন_নাটোর_সান্তাহার_জংশন_বিরামপুর_ফুলবাড়ি_পার্বতীপুর_জংশন_সৈয়দপুর_নীলফামারী_ডোমার_চিলাহাটি হয়ে উত্তরবঙ্গের হলদিবাড়ি (জলপাইগুড়ি) সীমান্ত দিয়ে দার্জিলিং-আসাম-নাগাল্যাণ্ড তথা পশ্চিমবঙ্গের সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয় ১৮৭৪ সালে। ১৯৪৭ সালের ভারত বিভক্তির পূর্ব পর্যন্ত এই রেলপথই ছিল প্রধানতম রেলরুট যে কারণে ১৯১১ সালে পাকশিতে "হার্ডিঞ্জ ব্রীজ" এর মত ওরকম একটা সেতু নির্মাণ করা হয়েছিল। যদিও ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে চিলাহাটি-হলদিবাড়ি সীমান্তের এই রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এরপর ভারত রেলপথের কি পরিমাণ উন্নতি করেছে আর আমরা সে তুলনায় কতটুকু করতে পেরেছি তার পরিসংখ্যান দেখলেই আমাদের রেলওয়ের অবস্থা বোঝা যাবে।

Thanks for watching,

Please Don't forget To Subscribe My Channel :
   / @travelwithbiswas1081  

Bangladesh Border Darshana Gede:
   • Gede_Darsana Border।।দর্শনা_গেদে সীমা...  

Launch Accident in Bangladesh:
   • Launch Sinking In Bangladesh।।চোখের স...  

বিস্তারিত তথ্য সন্নিবেশের কাজ চলবে...




#Bhanga_Railway_Station
#Padma_Bridge_Rail_Link_Project
#Dhaka_Mawa_Bhanga_Jessore_Rail_Route
#Bhanga_Train_Station_Blog
#Bhanga_Rail_Station
#Rajshahi_Railway_Station
#রাজশাহী_রেলওয়ে_স্টেশন

rajshahi to bhanga train,
bhanga train,
vanga to rajshahi train

Комментарии

Информация по комментариям в разработке