এ্যানিমেশনের দ্বারা বর্ণিত "মেঘদূত" কাব্যের মূল কাহিনী ('Meghdoot' Animated Version)

Описание к видео এ্যানিমেশনের দ্বারা বর্ণিত "মেঘদূত" কাব্যের মূল কাহিনী ('Meghdoot' Animated Version)

এই ভিডিওটিতে #মেঘদূত কাব্যটিকে এ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেখানে রয়েছে কাব্যটির প্রেক্ষাপট, চরিত্র ও মূল কাহিনী।

বাংলা ভাষার প্রধান উৎস হচ্ছে সংস্কৃত ভাষা। আরও সহজভাবে বললে সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি। আর সেই সংস্কৃত ভাষার সর্বশ্রেষ্ঠ কবি হলেন #মহাকবি_কালিদাস। প্রাচীন ভারতেরও তিনি সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার । যদিও তার জীবনকাহিনি সম্পর্কে বিশেষ নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। তবে কিংবদন্তি অনুসারে, তিনি প্রথম জীবনে মূর্খ ছিলেন এবং বিদুষী স্ত্রী বিদ্যাবতী কর্তৃক অপমানিত হয়ে আত্মহত্যা করতে গেলে দেবী সরস্বতীর বরপ্রাপ্ত হন।


কালিদাসের কাল সম্পর্কে তিনটি মতবাদ প্রচলিত অাছে।কেউ বলেন ৫৭ খ্রিষ্ট পূর্বাব্দ, কারও মতে ৫৪৪ খ্রিষ্টাব্দে,, কারও মতে ৩৫০-৫৫০ খ্রিষ্টাব্দ।

তার রচিত নাটক :
১। মালবিকাগ্নিমিত্রম্
২। অভিজ্ঞানমশকুন্তলম্
৩। বিক্রমোর্বশীয়ম্

কাব্যগ্রন্থ :
১। মেঘদূতম্
২। কুমারসম্ভবম্
৩। রঘুবংশম্
৪। ঋতুসংহার

'মেঘদূতম্' কালিদাসের সবচেয়ে জনপ্রিয় কাব্য। এই কাব্যে চরিত্র মাত্র তিনজন। যক্ষ, যক্ষপ্রিয়া এবং মেঘ।

'যক্ষ' উপদেবতাবিশেষ যারা, ধন-সম্পত্তির দেবতা কুবেরের সেবায় নিযুক্ত। তাদের নিবাস অলকা নামক কাল্পনিক এক স্বর্গপুরীতে।

এখন আসি কাহিনীতে। কাহিনীটা এক লাইনে বলে দেয়া যায় এবং যা অনেকেই ইতোমধ্যে জানেও তা হল: "এক নির্বাসিত প্রেমিক, যক্ষ মেঘকে দিকনির্দেশনা নিয়ে তাঁর প্রেমিকার কাছে একটি বার্তা নিয়ে যেতে পাঠাচ্ছে যা হলঃ 'আমি ভালো আছি। দুঃখ করো না। আর কিছুদিন পরেই ফিরে আসছি'"। ব্যস্‌। এতটুকুই। কিন্তু এটুকু শৈল্পিক কায়দায় বোঝানোর জন্য যে প্রয়াস কালিদাস ঢেলে দিয়েছে, তা অতুলনীয়। ভাষা সুষমা নিয়ে বেশি কিছু বলার যোগ্যতা রাখি না। কারণ, আমি সংস্কৃতে অত পারদর্শী না যে ভাষার ব্যবহার নিয়ে বলবো। তবে উপমার প্রয়োগ নিয়ে কোন কথাই চলে না। যদিও বুদ্ধদেব বসু বারবার বলেছেন, সংস্কৃতে উপমার প্রয়োগ বাঁধাধরা এবং এত নিয়ম-কানুনের মাঝে কালিদাস খুব বেশি বাইরে যাননি। কিন্তু যতবার কোন সংস্কৃত রূপক সামনে হয়েছে বা নিত্য নতুন রূপক কল্পিত হয়েছে ততবারই চমৎকৃত হয়েছি। আর কালিদাসের কবিত্বে মুগ্ধ হতে বাধ্য হয়েছি। সেই সময়কার কল্পনা শক্তির বিস্তৃতি অনেক দূর প্রসারিত ছিল।

১১৮ টি শ্লোক নিয়ে এ কাব্যের বিস্তার। প্রতি শ্লোকে ৪টি করে পঙক্তি। শ্লোক ১ হতে ৬৪ পূর্বমেঘ। ৬৫ থেকে শেষ পর্যন্ত উত্তরমেঘ। পূর্বমেঘে আমরা পাই পথের বর্ণনা আর উত্তরে পাই যক্ষপুরী, যক্ষপ্রিয়া আর তাঁর পাঠানো বার্তা।

#পূর্বমেঘ :
কাব্যের শুরু যক্ষের পরিচয় দিয়ে। যক্ষ কুবেরের একান্ত সেবক ছিল অলকাতে। তাঁর কর্তব্যের অবহেলার কারণে কুবের তাঁর দৈব ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাঁকে এক বছরের নির্বাসনে পাঠায় রামগিরিতে।

#উত্তরমেঘ :
পূর্বমেঘের ভারত মর্ত্যের বর্ণনা শেষ করে উত্তরমেঘে আমরা পাই কাল্পনিক শহরের দেখা। আর এখানেই আমরা নায়িকার দেখা পাই, যার জন্য মেঘ সুদূর বিন্ধ্য পর্বতের রামগিরি থেকে ছুটে এসেছে।

---------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
#সংস্কৃত_ভাষা_কী?

সংস্কৃত হল একটি ঐতিহাসিক ইন্দো-ইউরোপীয় ভাষা এবং হিন্দু ও বৌদ্ধধর্মের পবিত্র দেবভাষা। এটি বর্তমানে সংস্কৃত ভারতের ২২টি সরকারি ভাষার অন্যতম এবং "উত্তরাখণ্ড" রাজ্যের অন্যতম সরকারি ভাষা।
---------------------------------------------------------------------
---------------------------------------------------------------------

রবীন্দ্রনাথের '#মানসী' ও '#চৈতালি' কাব্যগ্রন্থে 'মেঘদূত' নামে আলাদা দুটি কবিতা আছে।
তাছাড়াও রবীন্দ্রনাদের '#কল্পনা ' কাব্যের '#স্বপ্ন' কবিতায় কবি স্বপ্নে কালিদাসের মেঘদূতের নায়িকার কাছে পৌছে গিয়েছিলেন, কিন্তু কবি সে যুগের ভাষা না জানার কারণে নায়িকারর সাথে কথা বলতে পারেনি।।
এছাড়াও রবীন্দ্রনাথের '#প্রাচীনসাহিত্য' নামক প্রবন্ধগ্রন্থে "মেঘদূত" নামে একটি প্রবন্ধও রয়েছে।


• ১৮১৩ খ্রীস্টাব্দে বিখ্যাত ভারততত্ত্ববিদ হোরেস হেম্যান উইলসন মেঘদূতম এর ইংরেজি অনুবাদ করেন।

•১৮৫০ এ আনন্দচন্দ্র শিরোমণি মেঘদূতম এর প্রথম বঙ্গানুবাদ করেন গদ্যে।

•মেঘদূতম এর প্রথম কাব্যানুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই #দ্বিজেন্দ্রনাথ_ঠাকুর। (১৮৫৯ খ্রী)

•এছাড়াও কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রাজশেখর বসু কাব্যানুবাদ করেন।



---------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
মেঘদূত প্রবন্ধ
রাজশেখর বসুর মেঘদূত
কালিদাস ও রবীন্দ্রনাথ
মেঘদূত কাব্যের ইংরেজি অনুবাদক কে
কালিদাসের স্ত্রীর নাম কি
রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত প্রবন্ধ pdf
কালিদাসের মেঘদূত বিষয়বস্তু
রবীন্দ্রনাথের মেঘদূত কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত
মেঘদূত প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর
মেঘদূত কাব্যের বিরহ
What is the story of Meghdoot?
Is Kalidas real?
Who translated meghdoot?
মেঘদূত কবিতাটি কোন কাব্যের অন্তর্গত
মেঘদূত কার লেখা
আষাঢ়স্য প্রথম দিবসে মেঘদূত
#Meghdutam in bengali
মেঘদূত কালিদাস pdf download
মেঘদূত কালিদাস pdf
মেঘদূতের কবিতা
মেঘদূত কাব্যে প্রকৃতির বর্ণনা
#মেঘদূতম্
মেঘদূত টিকা
মেঘদূত কাব্য কোন ছন্দে রচিত
আষাঢ়স্য প্রথম দিবসে মেঘদূত
মেঘদূত কাব্যের ইংরেজি অনুবাদক
Meghdoot PDF
Meghdoot kalidas Quotes
রবীন্দ্রনাথের মেঘদূত কবিতার বিষয়বস্তু
মেঘদূত কাব্যের শ্লোক সংখ্যা
কালিদাসের মেঘদূত - #বুদ্ধদেব_বসু
Meghasandesam Sanskrit poem lyrics
Meghdoot meaning
Meghdoot in Hindi
मेघदूत में कुल कितने सर्ग हैं?
#मेघदूत में कौन सा रस है?
#कालिदास की एक लम्बी #कविता का क्या नाम है *?
#मेघदूत_निबंध की भाषा क्या है?
Meghaduta English translation
Meghdoot written by
meghaduta, #kalidasa analysis
#মেঘদূত
#NIROB_BANGLA
#মেঘের_যাত্রা_পথ
#অলকাপুরীর_বর্ণনা
#নিরব_বাংলা

Комментарии

Информация по комментариям в разработке