সামুদ্রিক কোরাল বা ভেটকি মাছের পোনার জন্য যোগাযোগ করুন মোঃ আজহারুল ইসলাম
প্রোপাইটার
মাহিরা মৎস্য হ্যাচারি ও নার্সারি
মোবাইল নাম্বার:-01306496369
01726678332
ময়মনসিংহ ত্রিশাল ধলা ========================================
ভেটকি মাছ,কোরাল মাছ,মাছ চাষ,কোরাল মাছের রেসিপি,কোরাল মাছের বারবিকিউ রেসিপি,কোরাল মাছ চাষ,coral fish,কোরাল মাছ চাষ পদ্ধতি,কোরাল মাছের রেসিপি,কোরাল মাছের উপকারিতা,কোরাল মাছের খাবার,কোরাল মাছ english,সামুদ্রিক মাছ চাষ,
কোরাল ভেটকি মাছ চাষ পদ্ধতি,সামুদ্রিক কোরাল মাছ চাষ পদ্ধতি,আইর মাছ চাষ পদ্ধতি,আইড় মাছ চাষ পদ্ধতি,কোরাল মাছের চাষ পদ্ধতি,তারা বাইম মাছ চাষ,কোরাল মাছের পোনা,শোল মাছ চাষ,আইড় মাছ চাষ পদ্ধতি,ভেটকি ও কোরাল মাছটি জীবিত মাছ খায়,কোরাল মাছের দাম,
কোরাল মাছ চাষ,কোরাল মাছের পোনা,মাছের পোনা উৎপাদন,আইড় মাছের পোনা চাষ,মাছ চাষ,নদীর মাছ চাষ কোরাল মাছের খাদ্য,মাছের পোনা উৎপাদন পদ্ধতি,fish farming,পাঙ্গাস মাছের চারা পোনা। ভেটকি কোরাল পোনা রেনু চাষ পদ্ধতি,ভেটকি কোরাল মাছের খাবার,সামুদ্রিক কোরাল মাছের দাম,
কোরাল মাছের উপকারীতা:- এ মাছে উন্নতমানের আমিষ ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি এসিড থাকে। এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ভেটকিতে ভিটামিন এ, বি এবং ডি, খনিজ পদার্থ ক্যালসিয়াম, জিংক, লৌহ, পটাসিয়াম, ম্যাগনিসিয়াম এবং সিলেনিয়াম যথেষ্ট পরিমাণে থাকে। এগুলো শরীর গঠন ও বৃদ্ধির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১. প্রাকৃতিক প্রজনন:-কোরাল বা ভেটকির প্রজনন ক্ষমতা বেশি, এরা বছরে ৪০ থেকে ৭০ লাখ ডিম দেয়। এরা দ্রুত চলাচল করে এবং বেশি লবণাক্ততা সহিষ্ণু প্রজাতির মাছ এবং সারা বছর ডিম দিয়ে থাকে। তবে এপ্রিল থেকে আগস্ট মাস এদের মূল প্রজননকাল হিসেবে বিবেচিত। এ সময় এক সেন্টিমিটার আকারের অনেক পোনা ধরা পড়ে। এ মাছের দৈহিক বৃদ্ধি মিঠা পানিতে। অল্প লোনা পানিতে এমনকি নদী ও সাগরের মোহনায় হয়,
কিন্তু ডিম পাড়ার জন্য এরা মোহনার কাছাকাছি সমুদ্রে আসে। বর্ষার শুরুতে পুরুষ মাছ স্ত্রী মাছের সঙ্গে মিলেনের জন্য নদ-নদীর নিন্ম অববাহিকায় আসে। ভরা পূর্ণিমা এবং অসাবস্যার শুরুতে জোয়ারের পানি আসার সময় ৫ থেকে ১০ কেজি ওজনের প্রতিটি স্ত্রী ভেটকি ২১ লাখ থেকে ৭১ লাখ পর্যন্ত ডিম পাড়ে। তারপর জোয়ারের পানিতে ভেসে ডিম এবং রেণু পোনা নদীর মোহনায় চলে আসে। রেণু পোনা মোহনা হতে নদীর উচ্চ অববাহিকার দিকে আসে। পরে পূর্ণবয়স্ক অবস্থায় ডিম পাড়ার জন্য আবার সাগরের দিকে ফিরে যায়।
ক. কোরাল মাছের খাবার ও কত গুলো দিতে পারবেন দেয়া হলো-
মিশ্র চাষে কোরাল বা ভেটকির সাথে তেলাপিয়া ও ছোট মাছ চাষ করা হয়। মুলত এ মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তেলাপিয়া পুকুরে বাচ্চা উৎপাদন করতে পারে যা ভেটকি মাছের খাদ্য হবে। সাধারণত প্রতি শতাংশে ৪০০-৫০০ টি ভেটকি ও একই সাইজের শতাংশ প্রতি ২০-৩০ টি তেলাপিয়া ছাড়া হয়,
প্রাথমিকভাবে ভেটকি মাছ ছোট তেলাপিয়া এবং জু প্লাংকটন (প্রাণীকণা) খেয়ে জীবনধারণ করে ও পরে বড় তেলাপিয়া খেয়ে থাকে। তেলাপিয়ার সংখ্যা কমে গেলে আবার নতুন তেলাপিয়া ছাড়া হয়, ধীরে ধীরে ১৮-২০ মাস পর ১–১.৫ কেজি ওজনের হয় এবং বিক্রির উপযোগী হয়ে উঠে, আর শতাংশ প্রতি ৩০ টি করে ভেটকি মাছ ১৮-২০ মাস সময় নিয়ে চাষ করলে জমির ভাড়ার টাকা উঠিয়ে সব খরচের টাকা বাদ দিলে লাভ করা একটু কঠিন হবে।
সামুদ্রিক মাছ কোরাল এখন খুব সহজে পুকুরে চাষ করা যায় | Koral Fish | ভেটকি মাছ |
কোরাল মাছ সাধারণ রোগ বালাই ও চিকিৎসা সমাধান:-সাধারণত কোরাল বা ভেটকি মাছ ক্যালিগাস ও লার্ন্যানথোপাস প্রজাতির পরজীবী দ্বারা আক্রান্ত হয় বেশী। পরজীবী আক্রমণের মধ্যে সবচেয়ে ক্ষতিকর হলো ডিপ্লেকটেনাম ল্যাটেসি, আক্রান্ত মাছ খাদ্য খায় না, চলাফেরা করতে চায় না, ও আলাদা সাঁতার কাটে। পরজীবী আক্রান্ত হওয়ার পরবর্তীতে তা ক্ষতরোগে পরিণত হয়। এ রোগে আক্রান্ত হলে প্রাজিকুইন্টাল ও বিটাগ্লুকান সমৃদ্ধ এসজি কুইক ক্লিন প্রতি কেজি খাবারের সাথে ৫-৭ দিন খাওয়াতে হবে। কিছু পরজীবীকে প্রতি একর জলাশয়ে ৪ ফুট গভিরতায় ৫০ এম এল প্যারাটিক্স প্রয়োগে পরিত্রাণ পাওয়া যায়।
#কোরালমাছচাষ #coralfishfarming #কোরালমাছেরউপকারীতা #কোরালমাছচাষরলাভবানহওয়ারকৌশল #মাওমাটিমৎস্যহ্যাচারী #কোরালবাভেটকিমাছ #কোরালমাছেরদাম #কোরালাম
#ভেটকি_মাছ_চাষ_পদ্ধতি
#sea_bass_fish
#best_tasty_fish_in_Bangladesh
#kalia_vetki_cultivation
#ভেটকি_মাছ
#কোরাল_মাছ_চাষ_পদ্ধতি
Fish Tech BD
Fish Seller Market BD
fishfarmbd
Fishbazarbd
Fishing BD
Fish Bikroy BD
মা ও মাটি মৎস্য হ্যাচারি
Agro Farm BD
Fishing BD HD
Aquarium fish :- • সাদা মাছ ছেরে কিভাবে রঙিন মাছ চাষে চলে এলা...
মাগুর মাছের পোনা:- • Magur Fish Breeding Farm BD | দেশি মাগুর ম...
Thanks for watching
Информация по комментариям в разработке