Bargabhima Temple Tamluk|বর্গভীমা মন্দির|পুরান বর্ণিত একান্ন পীঠের এক পীঠ| এখানে মড়া জ্যান্ত হয়

Описание к видео Bargabhima Temple Tamluk|বর্গভীমা মন্দির|পুরান বর্ণিত একান্ন পীঠের এক পীঠ| এখানে মড়া জ্যান্ত হয়

Bargabhima Temple Tamluk|Fifty One Satipith|বর্গভীমা মন্দির|একান্ন পীঠের এক পীঠ|অসাধারণ রূপ দর্শন

বর্গভীমা মন্দির
কথিত আছে দক্ষ যজ্ঞ কালে যখন স্ত্রী সতী স্বামী নিন্দা সইতে না পেরে আত্মাহুতি দেন তখন দেবাদিদেব মহাদেব স্ত্রী বিয়োগ এ ক্রোধান্বিত হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তান্ডব নৃত্য শুরু করেন। সেই প্রলয় নৃত্যে তরঙ্গে সমগ্র সৃষ্টি প্রায় ধংসের মুখে পড়ছে দেখে শিব কে থামানোর জন্য দেবতারা নারায়ণের স্মরনাপন্ন হন, নারায়ন তখন তার সুদর্শন চক্র দিয়ে সতির দেহকে খণ্ড বিখন্ড করেন একান্নটি টুকরো করে ।সেই দেহাংশ যেখানে যেখানে পড়ে সেখানেই সৃষ্টি হয় সতী পীঠ। সারা ভারতবর্ষে এরুপ একান্নটি সতী পিঠ রয়েছে। রুপনারায়ন নদীর তীরে প্রাচীন বন্দর তাম্রলিপ্তে সতী র বাম গোড়ালি পড়ায় এটি একান্ন পিঠের একটি পীঠস্থান বলে পরিগণিত হয়।
তমলুকের এই মন্দিরের প্রকৃত বয়স কত তা ঠিকঠাক জানা যায় না।মনে করা হয় মহাভারতে উল্লিখিত তমলুকের ময়ুর বংশীয় রাজা তাম্রধ্বজ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। কথিত আছে এক জেলে পত্নী রাজার আদেশে রাজপরিবারে রোজ জ্যান্ত শোলমাছ জোগান দিতেন। সারাবছর জেলেপত্নি কিভাবে জ্যান্ত শোলমাছ জোগান দিচ্ছেন এই ব্যাপারে রাজার সন্দেহ হওয়ায় তিনি জেলেপত্নিকে জিগ্যাসা করেন,তারপর রাজার জোরাজুরিতে জেলেপত্নি রাজাকে জানান যে জঙ্গলে ঘেরা এক কুণ্ড থেকে জল ছিটিয়ে মরা শোল মাছ কে তিনি জ্যান্ত করেন। সেই কথা শুনে রাজা সেই জঙ্গলে গিয়ে কুণ্ডের পাশে এক পাথরে দেবীমূর্তি পান। পরদিন রাজা দেবীর স্বপ্নাদেশ পান মন্দির প্রতিষ্ঠা করে দেবীর পুজা শুরু করতে, সেই থেকে এই মন্দিরে মাকে শোল মাছের আম দিয়ে টক ভোগ দেওয়া হয়।
বিভিন্ন পুরানে এই তীর্থের নাম উল্লেখ আছে, প্রাচীন বাংলা সাহিত্যে এই মন্দিরের কথা বলা আছে। এই তীর্থের আর এক নাম বিভাস।
মন্দি্রে তন্ত্র মতে পুজা হয়।দেবী বর্গভীমাকে বলা হয় তাম্রলিপ্তের অধিষ্ঠাত্রী দেবী এবং সারা তমলুকে যে কোনও জায়গায় দেবী শক্তির পুজা করতে গেলে এই দেবীর অনুমতি নিতে হয়।
বাংলায় বর্গী আক্রমনের সময়, কুখ্যাত কালাপাহাড় যিনি বহু হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন সেই সময়ে তিনিও এই মন্দির ভাঙতে এসে মন্দিরে পুজা দিয়ে ফিরেছিলেন দেবীর মাহাত্মে। শক্তিপীঠের এই পীঠস্থানে বহু বিপ্লবী বিপ্লবের মন্ত্রে দিক্ষিত হতেন এই মন্দিরে, স্বয়ং ক্ষুদিরাম , ও নেতাজি সুভাষ চন্দ্র বসু এই মন্দিরে এসে পুজা দিয়েছিলেন।
আমাদের পরের ভিডিওতে কলকাতা থেকে কিভাবে এখানে পৌছবেন, গাড়ী নিয়ে এলে কোথায় রাখবেন তার বিবরণ দেব ততক্ষনের জন্য এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন,লাইক শেয়ার ও সুবস্ক্রাইব করে পাশে থাকুন, ভালো থাকুন সুস্থ্য থাকুন, সঙ্গে থাকুন।
#viral #travel #satipith #ekannapith #bargavima #kali #shaktipeeth #shakti #hinduism #hindu #sanatandharma #sanatani #sanatan #viralvedio #viralvideo #trending #trendingvideo #tamluk #medinipur #tirtha #makali
bargabhima temple, history of bargabhima templs, bargabhima mandirer itihas,

Комментарии

Информация по комментариям в разработке