আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের ধারক কানাইপুর হাট || Kanaipur Haat Part 02 || Faridpur

Описание к видео আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের ধারক কানাইপুর হাট || Kanaipur Haat Part 02 || Faridpur

ফরিদপুর জেলার উপর দিয়ে হাজার বছর ধরে এঁকেবেঁকে বয়ে চলেছে কুমার নদ। এই নদের তীরেই বহু বছর আগে গোড়াপত্তন হয় কানাইপুর হাটের। এক সময় এই কুমার নদই ছিলো হাটের সাথে নৌ যোগাযোগের অন্যতম মাধ্যম। কালের বিবর্তে এই নদটি খালের মতো শীর্ণ হয়ে গেছে, হাটের ঘাটে আর ভিড়ে না হাটুরে কিংবা ব্যাপারীদের নৌকা।
ঢাকা-খুলনা মহাসড়কই এখন ফরিদপুরের এই হাটে যাতায়াতের প্রধানতম পথ। প্রতি শুক্র ও মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে এই হাট।

Contact :
[email protected]


#kanaipur #kanaipur_haat #faridpur #কানাইপুর_হাট #কানাইপুর #ফরিদপুর

Комментарии

Информация по комментариям в разработке