২০০ বছরের আমগাছ | Thakurgaon | Old Mango Tree

Описание к видео ২০০ বছরের আমগাছ | Thakurgaon | Old Mango Tree

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরে সীমান্ত ইউনিয়ন হরিণমারী। আর এই ইউনিয়নের নয়াপাড়ার গ্রামে রয়েছে প্রায় ২০০ বছর বয়সী একটি আমগাছ।

দূর থেকে দেখলে মনে হবে যেন একটা বিশালাকৃতির ঝাউগাছ। গাছটির সবচেয়ে বড় আকর্ষণ এর ডাল। এই আমগাছটি উপমহাদেশের সবচেয়ে বড় আমগাছ হিসেবে পরিচিত।

গাছের ডালগুলো কাণ্ড থেকে বেরিয়ে একটু উপরে উঠেই মাটিতে নেমে গেছে। তারপর আবারও উঠেছে উপরের দিকে। দেখতে অনেকটা টেউয়ের মতো।

কাণ্ড থেকে বের হয়েছে গাছটির ২০টি শাখা। শাখাগুলোর দৈর্ঘ্য ৪০ থেকে ৫০ ফুট। গাছের প্রতিটি ডালে অনায়াসে হাঁটাচলা ও বসা যায়। ডালগুলো একেকটা মাঝারি সাইজের আমগাছের মতো।

তিন বিঘা জায়গাজুড়ে গাছটির অবস্থান। এর বর্তমান মালিক দুই ভাই সাইদুর রহমান ও নূর ইসলাম। তারাও সঠিক বলতে পারেন না যে, ঠিক কবে গাছটির চারা রোপণ করা হয়েছিল। তাদেরও ধারণা, প্রায় ২০০ বছর হবে গাছটির বয়স।

উপমহাদেশজুড়ে সূর্যপুরী জাতের এত বড় আমগাছ আর নেই। ফলে এটি দেখতে প্রতিদিন শ শ মানুষ ভিড় করে। বিশেষ করে ছুটির দিনগুলোতে তাদের উপস্থিতি থাকে বেশি।

সাইদুর রহমান বলেন, ‘গাছটি আমার বাবার দাদার দাদা লাগিয়েছিলেন বলে শুনেছি। এর বয়স আনুমানিক ২০০ বছর হবে। বিভিন্ন জেলা থেকে মানুষ দেখতে আসে।

‘প্রতিজনের কাছ থেকে আমরা ৩০ টাকা করে নিই। টিকিট বিক্রি করে যা পাই, তা দিয়ে আমার দুই ভাই মিলে গাছটির যত্ন নিই।’

তিনি আরও বলেন, ‘অল্প সময়ের মধ্যে এখানে একটি পিকনিক স্পট গড়ে তুলব। এ কারণে আমরা জায়গাটি একটু সুন্দর করার চেষ্টা করেছি। ঈদে অনেক মানুষ গাছটি একপলক দেখার জন্য আসে।’

নুর ইসলাম বলেন, ‘গাছের বয়স বেশি হলেও গাছে প্রতিবছর অনেক আম আসে। অন্য আমের তুলনায় এই আমের দাম বেশি।

‘গাছটি যাতে ভালো থাকে এর জন্য নিয়মিত স্প্রে ও ওষুধ ব্যবহার করি। যারা এই আমগাছ দেখতে আসে তারাই আম কিনে নিয়ে যায়। আমের মৌসুমে গাছের পাশেই তা বিক্রি করা হয়।’

আমগাছ দেখতে আসা সাঈদ হাসান নামের এক ব্যক্তি বলেন, ‘আমি দিনাজপুর থেকে এসেছি। আমাদের দেশে এত সুন্দর আর বড় আমগাছ আছে তা আমরা অনেকেই জানি না।

‘এখানে ভালো একটা পিকনিক স্পট হতে পারে। তবে যাতায়াতের ব্যবস্থা অনেক খারাপ। যাতায়াতব্যবস্থার উন্নতি ঘটলে সবদিক দিয়ে ভালো হয়।’

বীরগঞ্জ থেকে আসা কলিকা রানি বলেন, ‘অনেক দিন ধরে গাছটি দেখার ইচ্ছা ছিল। নানা কারণে সেই ইচ্ছা পূরণ হয়নি। আজ আসার পর দারুণ লাগছে।’

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান বলেন, ‘আমাদের হরিণমারীতে যে আমগাছটি রয়েছে, তা আমাদের জন্য গৌরবের। প্রায় এক একর জায়গাজুড়ে গাছটি।

‘আমরা সরকারের তরফ থেকে এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছি। আর গাছটি কীভাবে আরও বেশি দিন বেঁচে থাকে, সে বিষয়ে আমরা কাজ করছি।’

________________________________
NewsBangla24
Web: https://www.newsbangla24.com
Fb Page:   / nwsbn24  
Twitter:   / nwsbn24  
Instagram:   / newsbn24  
Pinterest:   / nwsbn24  
________________________________

#MangoTree #Thakurgaon #NewsBangla24

Комментарии

Информация по комментариям в разработке