দীঘির ‘বিয়ে’ দেখার অনুমতি পেল সব বয়সী দর্শক | Prarthona Fardin Dighi |

Описание к видео দীঘির ‘বিয়ে’ দেখার অনুমতি পেল সব বয়সী দর্শক | Prarthona Fardin Dighi |

#Dighi #দীঘি







প্রেক্ষাগৃহে বসতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন। হালের আলোচিত অভিনেত্রী দীঘির বিয়ে বলে কথা! সব ধরনের প্রস্তুতি ছিল আগে থেকেই। বিয়ের আয়োজনটি হবে প্রেক্ষাগৃহে, এজন্য প্রয়োজন ছিল অনুমতির। এবার পাওয়া গেল সেটিও! এর ফলে আয়োজনে আর কোনো বাধা রইল না!
অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে প্রেক্ষাগৃহের বড় পর্দায় অর্থাৎ সিনেমায়। যার নাম ‘





৩৬–২৪–৩৬’। ৩০ অক্টোবর বিকেলে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতিপত্র পেয়েছে সিনেমাটি। কোনো দৃশ্য কাটা ছাড়াই সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ গ্রেড পেয়েছে ‘৩৬–২৪–৩৬’। অর্থাৎ সিনেমাটি সব বয়সী দর্শকরাই দেখতে পাবেন।
তবে সিনেমাটি ঠিক কবে মুক্তি পাচ্ছে তা এখনও জানাতে নারাজ এর প্রযোজক ও দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি জানান,




চলচ্চিত্র সার্টিফিকেট হাতে পেয়েছেন। শীঘ্রই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় এবং রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার।
এ সিনেমায় প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার অধিকাংশ সময় বিয়ের সাজ ও আমেজে দেখা যাবে দীঘিকে।






ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ কারিনা কায়সার। সায়রা চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর নতুন বরের ভূমিকায় দেখা যাবে সৈয়দ শাওনকে, তার চরিত্রের নাম তাহসির। এই





তিনজনের মধ্যেকার ঘটনা নিয়েই গড়ে উঠেছে ‘৩৬–২৪–৩৬’ সিনেমাটির কাহিনী।
এতে দীঘি-শাওন-কারিনা ছাড়াও আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।

#bangladesh #porimoni #sakibkhan #bdnatok #tasniafarin #tanjin_tisha #totininatok


দীঘির বিয়ে দেখার অনুমতি পেল সব বয়সী দর্শক!,দীঘির বিয়ে,দীঘির ছবি,নায়িকা দীঘির বিয়ে,বিয়ে করলেন দীঘি!,দীঘির বিয়ে !,দিঘির বিয়ে,দীঘির ভিডিও,দীঘির টিকটক,দিঘির বিয়ে,দীঘির বিয়ে হয়ে গেলো,দীঘির বিয়ে,গোপনেই বিয়ে করলো নায়িকা দীঘি,দীঘি বিয়ে করেছেন,দীঘির নাচ,দীঘির নতুন ছবি,দীঘির টিক টক,তৌহিদ আফ্রিদি ও নায়িকা দীঘির বিয়ে,দীঘির নতুন মুভি,দীঘির জীবন কাহিনী,দিঘির বাবা,বিয়ে করছেন দীঘি

Комментарии

Информация по комментариям в разработке