ভিয়েতনামি নারিকেল গাছ (খাটো জাত)- গাছকে দোষ না দিয়ে যত্ন নিন-০৩ বছরেই ফল আসবে-২য় পর্ব

Описание к видео ভিয়েতনামি নারিকেল গাছ (খাটো জাত)- গাছকে দোষ না দিয়ে যত্ন নিন-০৩ বছরেই ফল আসবে-২য় পর্ব

গাছে ফল না আসার কারনটা জেনে নিন। ইতোমধ্যে যদি গাছ লাগিয়ে থাকেন তাহলে যত্ন করুন...নিশ্চিত ফল আসবে। হতাশায় বা কারো প্ররোচনায় গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েন না।
অনেকে বলছেন এই গাছ নিয়ে গবেষণা নেই , তাঁদের জন্য মেসেজ হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কতৃক এই গাছের গবেষণা বিষয়ে লিখিতভাবে জানানো হয়েছে যে- বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে যে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিন পশ্চিমাঞ্চলে এই জাতের ভাল বিয়ারিং হয়েছে, উত্তরাঞ্চলে বেশিরভাগ স্থানে ভাল বিয়ারিং হয়নি তবে উপযুক্ত পরিচর্যায় ভাল বিয়ারিং হয়েছে।"
গবেষণা প্রতিষ্ঠান থেকেও কিন্তু যত্নের কথা বলে হয়েছে, এই জাত আমাদের দেশের জন্য না এমনটা বলা হয়নি।
দেশের উত্তরাঞ্চল এমনিতেই খরাপ্রবণ, আর নারিকেল গাছের জন্য পানি ও যত্ন লাগবেই যদি দ্রুত ফল চান( কারণ গাছ ছোট থাকলে তার রুটগুলোও ছোট থাকে, গাছের বয়স যত বেশি হবে রুট এরিয়া তত গভীর ও বিস্তার লাভ করে তাই বেশি বয়সের নারিকেল গাছে পানি না দিলেও সে মাটি থেকে পর্যাপ্ত রস ও পুষ্টি গ্রহণ করতে পারে)। তাছাড়া মাটির রাসায়নিক ও ভৌত গঠন, মাইক্রোক্লাইমেটিক ভেরিয়েশন ইত্যাদি অনেক কিছুর উপরই ফলন নির্ভর করে।
গাছেকে আবেগ না বিজ্ঞানভিত্তিক যত্ন করতে হয়। আর যত্ন করতে হলে আগে যত্ন জানতে হয়। অনেক সরকারি অফিসে ভাল ফলাফল নেই এর কারণ হচ্ছে সার দেয়া হয়না, কারণ সার কিনতে টাকা লাগে, আর বরাদ্দ না থাকলে অধিকাংশ ক্ষেত্রেই( কিছু ব্যতিক্রম ছাড়া) কেউ নিজের পকেটের টাকা খরচ করে অফিসের গাছে সার দেয় না।
সুতরাং হতাশ হওয়া যাবে না। একেবারে পোকায় খেয়ে নষ্ট না হয়ে গেলে গাছ কাটার প্রয়োজন নেই। অক্সিজেনতো দিচ্ছে, সৌন্দর্য বর্ধনতো হচ্ছে, আর সঠিক পরিচর্যায় গাছভর্তি ফলও আসবে ইনশাল্লাহ।
৩য় পর্বে আমরা বাংলাদেশের মাটিতে সফল হয়েছেন যারা তাঁদের বাগান সরাসরি দেখাবো।
কৃষিই সমৃদ্ধি ।

Комментарии

Информация по комментариям в разработке