তাজমহলের আদ্যপান্ত || Tajmahal Vlog 2024

Описание к видео তাজমহলের আদ্যপান্ত || Tajmahal Vlog 2024

আগ্রার তাজমহল - মুঘল স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী আরজুমান্দ বানু বেগম ওরফে মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত রাজকীয় সমাধি। সাদা মার্বেল পাথরে তৈরী বিস্ময় সৃষ্টিকারী এতো দৃষ্টিনন্দন ইমারত পৃথিবীর বুকে আর কখনো তৈরী হয়নি। তাই একে মানব সৃষ্ট সপ্তাশ্চর্যের একটি মনে করা হয়।

১৬৩১ সালে সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজ মহল তাদের চতুর্শ সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে ইন্তিকাল করলে সম্রাট তীব্র শোকে কাতর হয়ে পড়েন। তার স্মৃতিকে অমর করে রাখতে একটি অনন্যসাধারণ সমাধি তৈরীর পরিকল্পনা করেন। ১৬৩২ সালে শুরু হয় তাজমহল নির্মাণের কাজ। ১৬৪৮ সালে শেষ হয় মূল ভবনের কাজ। পারিপার্শ্বিক ও আনুষাঙ্গিক কাজ সম্পন্ন হয় ১৬৫৩ সালে। অর্থাৎ তাজমহল তৈরী হতে সময় লাগে প্রায় ২২ বছর। প্রায় ২০ হাজার শ্রমিক প্রতক্ষ্য এবং পরোক্ষভাবে কাজ করেন তাজমহল নির্মাণে। নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত হয় গরু, মহিষ, ঘোড়াসহ এক হাজার হাতী। সাদা মার্বেল পাথরের গায়ে খোদাই করে বসানো কালো 'যেড' পাথরে কোরানের আয়াতের ক্যালিগ্রাফি এবং রঙিন সব মূল্যবান রত্ন পাথরের কাজ তাজমহলের অনন্য বৈশিষ্ট। প্রায় ৪২ একর জায়গা জুড়ে তাজমহলের অবস্থান। সামনে রয়েছে বিশাল আয়তনের বাগান। উত্তর দিকে যমুনা নদী এবং নদীর অপর পাশে আরো একটি বাগান যার নাম মেহেতাব বাগ।

১৯৮৩ সালে তাজমহলকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

Queries:

TAJ MAHAL
Tajmahal (Agra, India)
Tajmahal India
Immortal Signs of love
Tajmahal history
Hidden secrets of Tajmahal
তাজমহল
সম্রাট শাহজাহানের তাজমহল
তাজমহল ভ্রমণ গাইড
বাংলাদেশ থেকে তাজমহল
ঢাকা থেকে তাজমহল

‪@Traveltalebysazid‬

#tajmahal #তাজমহল

Комментарии

Информация по комментариям в разработке