#ramadancountdown #prepareforramadan #islamicpulse
আর মাত্র ১৩৬ দিন পর আসছে আমাদের জীবনের সবচেয়ে পবিত্র মাস — রমজানুল মোবারক। 🌙
এই সময়টা শুধু ক্যালেন্ডারের হিসাব না, বরং আমাদের জন্য এক বিশাল জাগরণী বার্তা। আমরা কি সত্যিই প্রস্তুত?
রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়। এটা পুরো আত্মার এক রিসেট বাটন —
যেখানে ইবাদত, কুরআন, দোয়া আর তাকওয়া দিয়ে জীবনকে নতুনভাবে সাজানো যায়।
আজকের এই ছোট্ট ভিডিও তোমাকে মনে করিয়ে দেবে: সময় খুব কম, আর এই কয়েকটা মাস হলো প্রস্তুতির সেরা সময়।
👉 এখন থেকেই করণীয় কিছু ছোট কাজঃ
নিয়্যাত (Niyyah) ঠিক করো — রমজানের জন্য আজকেই প্রতিজ্ঞা নাও।
প্রতিদিন কিছু কুরআন পাঠ শুরু করো — ৫–১০ মিনিটও যদি হয়, তবুও অভ্যাস গড়ে উঠবে।
অপচয় আর খারাপ অভ্যাস বাদ দাও — ধীরে ধীরে সোশ্যাল স্ক্রল, রাত জাগা বা সময় নষ্টের অভ্যাস কমাও।
সদকা আর সৎকাজ বাড়াও — প্রতিদিন ছোট ছোট দান করো, অভ্যাস হয়ে যাবে।
রাগ কমাও, ক্ষমাশীল হও — রমজান শুরুর আগে সম্পর্কগুলো ঠিক করে নাও।
শরীরকে অভ্যস্ত করো — খাওয়ার সময় একটু পাল্টাও, কফি/চা ধীরে ধীরে কমাও, যাতে রোজায় সমস্যা না হয়।
একটা বাস্তবসম্মত শিডিউল বানাও — কুরআন, দোয়া, নামাজ, পরিবারের জন্য সময় সব প্ল্যান করে নাও।
যারা আগে থেকেই প্রস্তুত থাকে, তারাই রমজানকে সত্যিকারের পরিবর্তনের মাস বানাতে পারে।
আজ একটা ছোট্ট পদক্ষেপ নাও, কাল সেটা বিশাল প্রভাব ফেলবে।
🤲 যদি এই রিমাইন্ডার তোমার হৃদয়ে লাগে, নিচে “আমিন” লিখো আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
আরও ইসলামিক শর্টস, কুরআনের তাফসির আর ইমোশনাল ওয়াজের জন্য সাবস্ক্রাইব করো Islamic Pulse।
📌 পুরো লেকচার ও প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে পিন করা কমেন্টে।
🎧 বাংলা ও ইংরেজি সাবটাইটেল অন করো।
🔔 প্রতিদিন নতুন ইসলামিক শর্টস পেতে বেল আইকন অন রাখো।
আল্লাহ আমাদের সবাইকে আসন্ন রমজানকে জীবনের সেরা রমজান বানানোর তৌফিক দান করুন। আমিন। ❤️
Keywords: Ramadan, Ramadan countdown, prepare for Ramadan, Ramadan reminder, Ramadan prep, Islamic reminder, Bangla Ramadan, Bangla waz, Islamic shorts, Islamic Pulse, Quran, Dua, Sadaqah, Fasting prep, Spiritual reminder
Информация по комментариям в разработке