ফারাক্কা সমস্যা সমাধান কীভাবে হবে ? পুনঃপ্রচার || Pinaki Bhattacharya || The Untold

Описание к видео ফারাক্কা সমস্যা সমাধান কীভাবে হবে ? পুনঃপ্রচার || Pinaki Bhattacharya || The Untold

ফারাক্কা বাংলাদেশের এক জলন্ত সমস্যা। পদ্মায় সেতু হয়েছে কিন্তু ফারাক্কা আমাদের পদ্মাই শুকিয়ে ফেলেছে। পদ্মা নদিই আমাদের পুর্ব বঙ্গের বসতি, জীবন আর জীবিকার ছিলো মুল উপাদান। ফারাক্কা এই মরন ব্যারেজের কারণে আমাদের নদী নির্ভর জীবন, ভু প্রকৃতি একেবারেই নষ্ট হয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের কোন সরকার ফারাক্কা ব্যারেজের সংকট কীভাবে ফয়সালা করা যাবে এটা নিয়ে বুদ্ধিদীপ্ত সমাধানের পথ খোজেনি। একপক্ষ ভারতের কাছে আরেকটু পানির জন্য ধর্ণা দিয়েছে, আরেকপক্ষ ফারাক্কা ব্যারেজের অছিলায় বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করে গেছে, সমাধানের পথ খোজেনি। কিন্তু পদ্মা ক্রমাগত শুকিয়েছে, আমাদের সংকট কাটেনি।

মেধা আর কৌশলের যুগপৎ প্রয়োগে আমরা যেই সমস্যা অনেক আগেই সমাধান করতে পারতাম সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। কীভাবে এই সমস্যার সমাধান করা যাবে সেটা খুজে দেখার জন্য আমরা এই আলাপটা চারটা পর্বে ভাগ করে আলাপ করবো। প্রথমে আমরা দেখবো ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিলো এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কী করা হচ্ছে। দ্বিতীয় ভাগে আমরা দেখবো ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়েছে কিনা? তৃতীয় ভাগে আমরা দেখবো কেন ফারাক্কা বাধ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়নি। এবং চতুর্থ ভাগে আমরা দেখবো সমাধানের পথ।

© Pinaki Bhattacharya

Комментарии

Информация по комментариям в разработке