আল্লাহর দান মৎস্য হ্যাচারী এন্ড নার্সারি।
সম্মনিত মৎস্যচাষী আসসালামু আলাইকুম
আজকে আমি আপনাদের মাঝে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভিডিওতে যে মাছগুলো দেখতেছেন এগুলো হলো 3000 লাইনের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা/অনেকেই প্রশ্ন করে থাকে কিভাবে মাছের পোনা কাউন্ট ও ডেলিভারি করা হয়।তাই এই ভিডিওটি আমি নিয়ে এলাম।
@#মনোসেক্স_তেলাপিয়া_চাষ_পদ্ধতি
•🇧🇩•✓সম্মানিত মৎস্য চাষীদের দৃষ্টি আকর্ষণ করছি।
-✓🇧🇩✓✓✓✓এটি একটি 💯 বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান√
তিন যুগেরও অধিক সময় ধরে রেণু ও পোনার জগতের ----- এক বিশ্বস্ত নাম।
আল্লাহর দান মৎস্য হ্যাচারী এন্ড নার্সারী
প্রোপাইটর: মোঃ জয়নাল আবেদিন
পরিচালনায়: মোঃ আজিজুল হক
মোবাইল: 01741849470
ইমু:01919105711
মোকাম-ধলা-ত্রিশাল- ময়মনসিংহ।
এই প্রতিষ্ঠানে আপনি আপনার প্রয়োজনীয় মাছের পোনা ও রেণু অর্ডার করুন ঘরে বসেই,,,,
আমাদের এখানে----উন্নতজাতের পাঙ্গাস , মনোসেক্স তেলাপিয়া,, বিয়েত কৈ , বিয়েত শৈল, চিতল, আইড়, রুই ,কাতলা, ইলিশবাটা, গ্লাসকার্প, সিলভার কার্প, ব্ল্যাক কার্প, কার্ফু,, মিনার কাপ, থাই পুঁটি, দেশী শিং-মাগুর ,পাবদা, গুলশা, টেংরা ইত্যাদি মাছের পোনা ও রেণু সুলভ মূল্যে বিক্রিয় করা হয়।
বি: দ্র: আমরাই কথা বলি গুণগতমান ও পরিমাপ নিয়ে
✓✓✓অর্ডার কনফার্ম হওয়ার পর নির্ধারিত সময়ে আপনার অর্ডারকৃত মাছ পৌঁছে যাবে আপনার বাড়ি
√√√--নিজে মাছ চাষ করুন, অন্যকে মাছ চাষ করা উৎসাহিত করুন।
✓✓✓ মাছের পোনা -দেশে সোনা✓✓✓✓
== এক্সপার্টদের তৈরি এক্সপার্ট উপাদান===
----------- জল আছে যেখানে,,
------------মাছ চাষ সেখানে।
------- ধন্যবাদ,,,,,,।
মজুদ পূর্ববর্তী ব্যবস্থাপনাঃ
• আগাছা পরিষ্কার, পাড় ও তলা মেরামত।
• রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ দূরীকরণ (রোটেননঃ 9.1% শক্তির 16 -18 গ্রাম/ফুট /শতাংশ, সেচ দিয়ে, জাল টেনে)
• চুন প্রয়োগ- সাধারনত 1কেজি/শতাংশ
• সার প্রয়োগ- চুন প্রয়োগের 5/7দিন পর ইউরিয়া- 150-200 গ্রাম/শতাংশ, টিএসপি 50-75 গ্রাম/শতাংশ
মজুদকালীন ব্যবস্থাপনাঃ
• হাতে তৈরি খাদ্য ও সার প্রয়োগ- তেলাপিয়া 100টি + রুই জাতীয় মাছ 15টি = 115টি / শতাংশ।
• হাতে তৈরি ও বাণিজ্যিক খাদ্য এবং সার প্রয়োগ - তেলাপিয়া 120টি + রুই জাতীয় মাছ 10টি = 130টি/শতাংশ।
• বাণিজ্যিক খাদ্য প্রায়োগে আধা নিবিড় চাষ- তেলাপিয়া 200টি+ রুই জাতীয় মাছ 25টি= 225টি/শতাংশ।
• পোনা ছাড়ার পূর্বে পুকুরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে।
মজুদ পরবর্তীঃ
• খাদ্য তৈরির সূত্র (নমুনা): ফিশমিল 20%, সয়াবিন 15%, সরিষার খৈল 20%, কুড়া 35%, আটা 10%।
• দৈনিক খাদ্য প্রয়োগের হার ঃ 10-30গ্রাম ওজন : 15-20% (2-3বার) , 31-50গ্রাম : 8-10% (2বার), 51-100 গ্রাম 5-6% (2বার), 101-200 গ্রাম : 3-4% (2বার), 200গ্রামের উপর : 2-4% (2বার)।
• প্রতিদিন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে খাদ্য প্রয়োগ করতে হবে।
• নমুনায়নঃ প্রতিমাসে 1বার জাল টেনে নমুনায়ন করতে হবে। মাছের বৃদ্ধি ও স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
• সম্পূর্ন আহরণঃ 100-120 দিনের মধ্যে মাছ সম্পূর্ণ আহরন করতে হবে।
• আয়-ব্যয়ের হিসাব সংরক্ষন করতে হবে।
বিঃদ্রঃ- চাষ পদ্ধতি, মাটি ও পানির বিভিন্ন ভৌত রাসায়নিক গুনাবলীর উপর ভিত্তি করে পরিমাপসমূহ কমবেশী হতে পারে।
Информация по комментариям в разработке