GOLD CUBE - Desh Shongskar (দেশ সংস্কার) - Feat Scary Crow | Prod : Anvyl

Описание к видео GOLD CUBE - Desh Shongskar (দেশ সংস্কার) - Feat Scary Crow | Prod : Anvyl

BANGLADESH


Artist : GOLD CUBE AND SCARY CROW
Produced : ANVYL
Record,Mixed and Mastered : BANGLADESH
Artwork - TASFIN RAYEED

Lyrics :
Verse 1
এমন এক কাল থেকে ভুল শিখাইলো
উদ্যক্তা প্রশ্ন বেইচা লাখে কামাইলো।
আবেদ আলি ড্রাইভার, হাতে বানায় বিসিএস কেডার
দেশে ঘরে ঘরে বিপ্লব আনাইলো।

এই দেশের প্রধান শিল্প চুরি
প্রধান শিক্ষা রাজনীতি
প্রধান ব্যবসা ধর্ম আর খুনি।
যে রাজা প্রজার খবর লয় না ঐ রাজা কার?
ওয়ই আসল রাজাকার
তুমি আমি প্রজা যার।
প্রজা তান্ত্রিক ও'ঝা ঠাকুর ভন্ড মাশায়েখ পির, মাটির মানুষ মাটি খায় যার দেয়ালে ঠেকে পিঠ।
মাথা পিছু ৩ লাখ ঋন।
দিন রাত কি?
খালি পেটে কাটে কত রাত্রি।

Chorus ( Scary CROW)
(আমাদের এই স্লোগান পারবে না তুমি থামাতে

লাশের পাহাড়ে লুকিয়ে কতোদিন আর বাঁচবে?)


VERSE 2

আন্দোলন সাত চল্লিশ, বায়ান্নো ,দুই চার
আনে বিপ্লব প্রতিবার,বিদ্রোহি প্রতিবাদ
আন্দোলন এমন না যে চাইতাসে কর্মসংস্থান, মাসিক ছাত্র ভাতা, মান সম্মান।
ওরা কইসে 'রাষ্ট ভাষা বাংলা চাই,
পুর্ব পশ্চিম ভাগ চাই
নিরাপদ সড়ক চাই
কোটার সংস্কার চাই '।

ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি
তাইলে আজকে রাষ্ট্র ভাষা উর্দু থাকতো,
উর্দু থাকতো বুলি।

দেশে স্বৈরাচার রাজ করে,
চোর রাজ ভোগ করে করে
গুলি খায়া পাখির চেয়ে ছাত্র বেশি মরে।
পরিশ্রমের আর যোগ্যতার মানে বুঝবো কেমনে
অয়তো তো নিজেই টিকা আসে নিজের বাপের নামের উপরে।


বর্ডারে প্রতিবেশির গুলিতে মরে গ্রামবাসী,
মনে হয় ঘর আমার কিন্তু ঘরের মালিক প্রতিবেশী

মরনের ডর দেহাইবি তোরা?

আবু সাইদের মত বুক পাইতা কমু ,

'গুলি কর খানকির পোলা'।

এই বাংলাদেশ আমার
আসামও আমার,
পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার
এই ছাত্র সমাজ আমার
এই স্বাধীনতা আমার
এই দেশের মাটি আমার
দেশের মানুষ সব আমার
উপজাতি আমার
চাকমারা আমার
বারমারা আমার
মারমারা আমার
আজব এক গল্প,কল্পনা চাকমার
শহিদ আবরার ফাহাদ
এস কে সিনহার
সাগর রুমির


Chorus ( Scary CROW)
(আমাদের এই স্লোগান পারবে না তুমি থামাতে

লাশের পাহাড়ে লুকিয়ে কতোদিন আর বাঁচবে?)

#goldcube #banglarap #quotaandolon #bangladesh #1971 #2024

Комментарии

Информация по комментариям в разработке