ইমাম হোসাইন (রা:) এর ❝শির❞মোবারক এর মাজার || কায়রো, মিশর || Masjid Al Hussain Islamic Architecture.

Описание к видео ইমাম হোসাইন (রা:) এর ❝শির❞মোবারক এর মাজার || কায়রো, মিশর || Masjid Al Hussain Islamic Architecture.

ইমাম হোসাইন ইবনে আলী ইবনে আবু তালেব রা: প্রিয় নবী হযরত মুহাম্মদ সা: দৌহিত্র। জান্নাতি যুবকদের সরদার, খোলাফায়ে রাশেদার চতুর্থ খলিফা হযরত আলী ও নবী কন্যা হযরত ফাতেমা রা: এর পুত্র। যিনি মূলত উমাইয়া রাজবংশের দ্বিতীয় শাসক, ইয়াজিদ কর্তৃক প্রেরিত সৈন্য বাহিনীর হাতে, ইরাকের ফুরাত নদীর কূলে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এবং তাকে শিরশ্ছেদ করা হয়। যা মুসলিম ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে।


এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহুর শির মোবারক, কারবালা থেকে কিভাবে কায়রো তে আসলো।তাহলে শুনুন,,, ৬৮০ খ্রিস্টাব্দে ৮১ হিজরীতে শাহাদাত বরণ করেন ইমাম হুসাইন, শিরচ্ছেদের পর সীমার ইয়াজিদের কাছে, সাম এ নিয়ে যায় তার শির মোবারক। এবং সেখানে কিছুদিন রাখার পরে, ফিলিস্তিন এর আস্কালনে দাফন করা হয়।

৫৪৮ হিজরীতে ক্রুসেটারদের ধারা শাসিত হচ্ছিল ফিলিস্তিনের আজকালান সহ আশেপাশের অঞ্চলগুলি, তারা একে একে করে মুসলমান মনীষীদের কবরগুলো ধ্বংস করতে শুরু করলো, তখন ফাতিমিও খলিফার উজিরের পরামর্শে কবর স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশেষে বিরাট অর্থের বিনিময় ফাতেমীয় সেনাপ্রধান বদরুদ্দিন জামালি সির সংগ্রহ করে মিশরে নিয়ে আসেন, এবং যথাযথ মর্যাদায় দাফন করেন। ঐতিহাসিকদের বর্ণনা মতে, তখনো শির মোবারক থেকে রক্তের ফোঁটা প্রবাহিত হতে দেখা যায়। সুবহানাল্লাহ।


অটোমান সুলতান ইসমাইল খোদাই বীর শাসনামলে, তৎকালীন মিশরে শির মোবারক নিয়ে মানুষ মনে ফেতনা দেখা দিলে। ওলামায়ে আজহার যাচাই-বাছাই কমিটি গঠন করে এবং মাকামের ভিতরে প্রবেশ করেন। এবং তারা দেখতে পান, সির মোবারক থেকে তখনো তাজা রক্ত ঝরছে, মনে হচ্ছে যেন একটু আগেই তিনি শহীদ হয়েছেন।

এ ঘটনার সাক্ষ্য দিয়েছেন তৎকালীন শাইখুল আজহার, শাইখ সাবরামি (রহ.)তার ইত্তেফাক নামক গ্রন্থে।


ইমাম হোসেনের মাজারের পাশেই রয়েছে, বাপ আল মুখাল্লাফাত আন নববি।

 রৌপ্য ও স্বর্ণ দিয়ে নির্মিত দরজাটি মোহাম্মদ বুরহানউদ্দিন দ্বিতীয় দ্বারা নির্মিত হয়েছিল। এবং 1986 সালে এই স্থানে স্থাপন করা হয়েছিল।

কক্ষটি 1893 সালে মসজিদে যুক্ত করা হয়। রাসুল সাঃ এর ব্যবহৃত জামা, চুল, তলোয়ার, এবং  তামার তৈরি সুরমা দানি রয়েছে। এবং এখানে সংরক্ষিত রয়েছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা বিজয়ের সময় হাতে থাকা ঐতিহাসিক লাঠিটি।
এছাড়াও এতে সংরক্ষিত আছে,  কুফিক লিপিতে, হরিণের চামড়ার উপরে,  আলী ( রা:) এর লেখা কুরআনের একটি অনুলিপি , যেখানে 501 পৃষ্ঠা রয়েছে।


#MasjidAlHussain
#CairoMosque
#MasjidAlHussainCairo

Комментарии

Информация по комментариям в разработке