মারাইংতং পাহাড়ের ১৬৫০ ফিট ওপরে ক্যাম্পিং || আলিকদম, বান্দরবান।

Описание к видео মারাইংতং পাহাড়ের ১৬৫০ ফিট ওপরে ক্যাম্পিং || আলিকদম, বান্দরবান।

মারায়াং তং পাহাড় ভ্রমণ ২০২৪ 🇧🇩| Marayong Tong |

#Marayongtong​ #bandarban​ #bandarban_alikodom​
বান্দরবান জেলার আলিকদম উপজেলার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত মারায়ন তং পাহাড় আরও কয়েকটি নামে পরিচিত যেমনঃ মারায়ং তং, মেরাই থং জাদি, মারাইং ডং ইত্যাদি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬৪০ ফুট উচ্চতার এই পাহাড়ের চূড়ায় আছে একটি বৌদ্ধ উপাসনালয়। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে রোমাঞ্চকর এই পাহাড়টিতে একরাত ক্যাম্পিং ও করে আসার সুযোগ রয়েছে।

মারায়ন তং পাহাড়ের ভাঁজে ভাঁজে রয়েছে মুরং দের পাড়া। পাহাড়ের নিচের অংশে জায়গা করে নিয়েছে মারমা আদিবাসি গোষ্ঠী ।এছাড়াও দেখতে পাবেন ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী। এমনি পুরো পাহাড়ের আনাচে-কানাচে দেখতে পাবেন আদিবাসীদের বসবাস। মাটি থেকে কিছুটা উপরে মাচা করে ঘর বানায় আদিবাসিরা

রাতের মারায়ন তং পাহাড় ধারন করে এক অন্য রুপ! ক্যাম্পিং-এ রাতের পাহাড়ের স্নিগ্ধতা, রাতের আকাশে মিটিমিটি তারা, চাঁদ কিংবা রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে পারেন আপনিও.

Комментарии

Информация по комментариям в разработке