বান্দরবানে নানা আয়োজনে সমবায় দিবস পালিত --- বান্দরবান সংবাদ

Описание к видео বান্দরবানে নানা আয়োজনে সমবায় দিবস পালিত --- বান্দরবান সংবাদ

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ প্রতিপাদ্যে বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুন সারকী টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় আরো উপস্থিত ছিলেন,পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন, জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা ক্যাবুরী মারমাসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা । পরে জেলা পরিষদ থেকে ঘূর্ণায়মান ঋণের চেক এবং সফল সমবায় সমিতি ও সমবায়ীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

Комментарии

Информация по комментариям в разработке