পকেট রাউটার কি?কিভাবে কাজ করে?pocket 4G modem|| wifi router || price

Описание к видео পকেট রাউটার কি?কিভাবে কাজ করে?pocket 4G modem|| wifi router || price

প্রযুক্তি দিন দিন অনেক উন্নত হচ্ছে। প্রযুক্তি সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আজ আমাদের সব কিছুই ইন্টারনেট নির্ভর।

কোন কিছু জানার জন্য আমরা সব সময় গুগল সার্চ করি, তাই সব সময় সাথে থাকতে হয় ইন্টারনেট কানেকশন। ডাটা ব্যবহারে অনেক সময় সমস্যা হয়। তাই এর জন্য সবচেয়ে সহজ সমাধান হলো পকেট রাউটার বা পকেট ওয়াইফাই।

অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্কে সমস্যা থাকে, সেক্ষেত্রে পকেট রাউটার সব সমস্যার সমাধান করে দিবে। পকেট রাউটার বিভিন্ন নামে পরিচিত। যেমন: মোবাইল হটস্পট, মাইফাই, পোর্টেবল ওয়াইফাই, ওয়াইফাই ডংগল, মোবাইল ওয়াইফাই, ওয়াইফাই এগ ইত্যাদি।

পকেট রাউটার কি?

পকেট রাউটার এমন একটি যন্ত্র যা দেখতে ছোট মোবাইল ব্যাটারির মতো। এটা ওজনে খুবই হালকা হয়ে থাকে এবং খুব সহজেই হাতের তালু বা পকেটে জায়গা হয়ে যায়।

এটার কাজ হচ্ছে মোবাইল, ট্যাবলেট, ক্যামেরা বা অন্য কোন ডিভাইসে ইন্টারনেট কানেকশন দেয়া। এটা খুব সহজেই বহন করা যায়, তাই কোথাও ভ্রমনে এটা দেয় নিশ্চিত নেট কানেকশন।

পকেট রাউটার দিয়ে একইসাথে ১০ টি বা তার বেশি মোবাইল ফোন কানেক্ট করা যাবে। এটা পাসওয়ার্ড দিয়ে সিকিউরড করা থাকে, যাতে শুধুমাত্র নিজেদের ব্যবহার নিশ্চিত করা যায়।

#4g
#modem
#wifirouter

Комментарии

Информация по комментариям в разработке