৪০০ বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছে আজও এই মন্দির।।মা এখানে ভিন্ন রূপ ধারণ করেন।।

Описание к видео ৪০০ বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছে আজও এই মন্দির।।মা এখানে ভিন্ন রূপ ধারণ করেন।।

This temple has maintained its tradition for 400 years. Mother takes a different form here.

বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পতিত পাবনী দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি যেমনই সুন্দর তেমনি বিরাট বড় ।
এই পতিত পাবনী দুর্গা মন্দিরটি অবস্থিত কলকাতার খিদিপুর অঞ্চলে।
১৭৮২ সালে মহারাজা জয় নারায়ন ঘোষাল মহাশয় এখানে একটি মন্দির নির্মাণ করেন এই মন্দিরটি পতিত পাবনি নামে বিখ্যাত।
ফাল্গুন মাসে মধু ত্রয়োদশী সংক্রান্তি উপলক্ষে এই পতিত পাবনী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং দেবীকে গর্ভ গৃহে স্থাপন করেন।
এখানে মা দুগ্গার বিগ্রহ টি, অষ্টধাতু দিয়ে নির্মিত,
এখানে মা দুর্গা বিভিন্ন সময় বিভিন্ন রূপে পূজিত হয়ে থাকেন, যেমন ঝুলনের সময় শ্রীকৃষ্ণ, লক্ষ্মী পূজার দিন তিনি মা লক্ষ্মীরূপে পুজিত হয়ে থাকেন এছাড়া কালী পূজোর সময় কালী এবং দুর্গাপূজার সময় স্বয়ং দুর্গা মাতা রূপে পূজিত হন।
এই মন্দিরে আপনারা এলে প্রথমে প্রবেশ পথেই মূল মা দুর্গার মন্দির ছাড়া আরো চারটি মন্দির আপনারা দেখতে পেয়ে যাবেন।
যথাক্রমে মকরবাহিনী গঙ্গা ,পঞ্চানন দেব, জয় কালভৈরব মন্দির এবং রাজেশ্বর মহালিঙ্গ।
কিংবদন্তি অনুসারে মহা সাধক এবং কবি রামপ্রসাদ সেন এই মন্দিরে এসেছিলেন এবং পতিত পাবনী মায়ের রূপ দর্শন করে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে এখানে উনি কয়েকখানা গান রচনা করে ফেলেছিলেন।
এই মন্দিরে এলে আপনারা দুটি বড় বড় কামান আপনাদের চোখে পড়বে বন্ধুরা,
কারণ সম্ভবত জয়নারায়ণ ঘোষাল মহাশয় দিল্লির বাদশা মোহাম্মদ জাহানদার শাহের কাছ থেকে "মহারাজা বাহাদুর" খেতাব ও মনসবদারি পান সেই সুবাদেই মন্দির চত্বরে উপস্থিত দুটি কামান সম্ভবত সাক্ষী বহন করে চলেছে আজও।

আপনারাএখানে চাইলে ভোগ গ্রহণ করতে পারবেন ভোগ যদি গ্রহণ করতে চান তাহলে আমার ভিডিও স্ক্রিনে পুরোহিত মহাশয় ফোন নম্বরটি আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ওখান থেকে সংগ্রহ করে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন।

মন্দির খোলার সময় : Morning-
5:00am to 12pm
Evining -3.00pm to 8.00pm

Address: khidirpur,Babu Bazar



🪔-----------------------------------------------------------------------------------------------------------------🤝








#Kolkata wonder Traval
#khidirpur Durga mandir
#kolkata Biggest durga mandir
#Ma patitapaboni Durga Tample
#BhuKailash shiv Tample
#kolkata One day Trips
#kolkata

Комментарии

Информация по комментариям в разработке