ব্যক্তির মধ্যে এই বিশেষ লক্ষণ থাকলে শিবপূজা করা মাত্রই ফল পাবেন (শিবের কৃপা) Shiv

Описание к видео ব্যক্তির মধ্যে এই বিশেষ লক্ষণ থাকলে শিবপূজা করা মাত্রই ফল পাবেন (শিবের কৃপা) Shiv

ব্যক্তির মধ্যে এই বিশেষ লক্ষণ থাকলে শিবপূজা করা মাত্রই ফল পাবেন (শিবের কৃপা) Shiv

ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ব্যক্তির মধ্যে এই সমস্ত লক্ষণ যদি দেখা যায় তাহলে ভগবান শিবের পূজা করা মাত্রই তার সকল মনোকামনা নিশ্চিত রূপে পূরণ হয়। ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট হন, তাই তিনি আশুতোষ নামে পরিচিত। তিনি ভোলানাথ। ভক্তের সামান্য ভক্তিতেই তিনি প্রসন্ন হন। আমরা সকলেই ভগবান শিবের কৃপা পাওয়ার জন্য তাঁর পূজা করে থাকি। অনেকেই শ্রাবণ মাসের সোমবার দিন পূজা করেন, অনেকে ষোল সোমবার ব্রত রাখেন, আবার অনেকে শিবরাত্রির দিন ভগবান শিবের পূজা করে থাকেন বাড়িতে নিত্য শিবের পূজা করে থাকেন - এই সমস্ত কিছুর উদ্দেশ্য হল নিজের এবং পরিবারের মঙ্গল কামনা করা। অথবা অন্য কোন উদ্দেশ্য নিয়ে ব্যক্তি ভগবান শিবের পূজা করে থাকেন। কিন্তু সকলেই ভগবান শিবের পূজা করলে মহাদেব সকলের কি মনোকামনা সহজেই পূরণ করেন? তা কিন্তু কখনই নয়। ভক্ত ভগবানের কাছে অনেক চাওয়া পাওয়া নিয়ে পূজা করে থাকলেও ভগবান কিন্তু তার ভক্তের কাছে প্রচুর কিছু আশা করেন না। তিনি ভক্তের ভক্তি ও শ্রদ্ধা তেই সন্তুষ্ট হন। তবে ভগবান শিব সেই ভক্তের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন এবং সহজেই তার মনোকামনা পূরণ করেন যদি তার মধ্যে বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। এই ভিডিওতে সেই লক্ষণ গুলি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। তাই ভগবান শিবের যদি পুজা করে থাকেন তাহলে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন।


আপনার মধ্যে এই লক্ষণগুলো থাকে তাহলে বুঝবেন যে মহাদেবের হাত আপনার মাথার উপরে আছে, মহাদেবের কৃপা লাভের উপায়, শিবের বিশেষ কৃপা লাভ, কিছু বিশেষ লক্ষণ শিভের কৃপা লাভের, শিভের অত্যন্ত প্রিয় হয়ার বিশেষ লক্ষণ, বিদূর নীতি শিভের কৃপা লাভের উপায়, Viur Niti on Shiva, Signs that indicates the blessing of Lord Shiva, মহাদেবের বিশেষ কৃপা

#শিবপূজা,
#শিবেরকৃপা,
#shiv,
#অমৃতকথা,
Lord shiva,
ভগবান শিব,
শিবের আশীর্বাদ লাভ,
শিবের কৃপা লাভ,

Комментарии

Информация по комментариям в разработке