তিলোত্তমা ধর্ষণ খুনের বিচার কি ধামাচাপা পড়ে গ‍্যালো?

Описание к видео তিলোত্তমা ধর্ষণ খুনের বিচার কি ধামাচাপা পড়ে গ‍্যালো?

১১৫ দিন কেটে গেল সেই অভিসপ্ত সকালের পরে, ঘটনা ঘটার পর থেকে যে আলোড়ন উঠেছিল তা এতদিন থাকার কথা নয়, নেইও। আর স্বাভাবিকভাবেই বহু মানুষের, যাঁদের এখনও মনে আছে সেই মেয়েটির কথা, যাঁরা আলামাটি, গোয়া বা সিকিম ভ্রমণের পরে ভুলে যান নি, যাঁরা আপাতত অন্য কোনও হুজুকে বাংলাদেশ আমাদের জাতীয় পতাকার অপমান সইব না বলে বাংলাদেশী ইলিশ মাছ খাবনা আন্দোলনে যোগ দেন নি, সেই সব সংবেদনশীল মানুষজনের অনেকের হতাশা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে, এদের অনেকেই আমার বন্ধু বান্ধব, কথা বলাও বন্ধ করেছিলেন, তাঁদের গলায় হতাশার সুর, তাহলে কি তিলোত্তমার মৃত্যু, ঐ জঘন্য ধর্ষণ আর খুনের যাবতীয় ষড়যন্ত্র ধামাচাপা পড়ে গ্যালো? সেই দোষীরা কোনওদিনই তাহলে কি আর শাস্তি পাবে না?

Комментарии

Информация по комментариям в разработке