খরগোশ পালন বাসস্থান ও খাঁচার মাপ | খাঁচায় খরগোশ পালন পদ্ধতি | খরগোশের খাঁচার সাইজ | Rabbit rearing

Описание к видео খরগোশ পালন বাসস্থান ও খাঁচার মাপ | খাঁচায় খরগোশ পালন পদ্ধতি | খরগোশের খাঁচার সাইজ | Rabbit rearing

খরগোশ পালন বাসস্থান ও খাঁচার মাপ | খাঁচায় খরগোশ পালন পদ্ধতি | খরগোশের খাঁচার সাইজ | Rabbit rearing
খরগোশ কোথায় রাখবেন বাসস্থান ও খাঁচার মাপ

খরগোশ কোথায় রাখবেন, খরগোশের খাঁচার মাপ কি, একটা খাঁচায় কয়টা করে খরগোশ রাখা যায়, আর এক একটা খরগোশের জন্য কতটুকু জায়গা প্রয়োজন, এই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি। আজকে আমি আপনাদের দেখাবো আমি আমার খরগোশ গুলোকে রাতের বেলা কোথায় রাখি। এবং সারাদিন তারা কোথায় থাকে ।

প্রথমে দেখবেন আমি আমার খরগোশগুলো কেউ কোথায় রাখি
তারপর খাঁচার মাপ সম্পর্কে বলছি।

আমার ছাদে বারান্দাতে এই জায়গাটাতে মেয়ে খরগোশগুলো সারাদিন ঘুরে বেড়ায়। এখানে আমরা একই সাথে অনেকগুলো মেয়ে খরগোশকে ছেড়ে পালাতে পারি। তবে ছেলে খরগোশ গুলোকে একসাথে ছেড়ে রাখা যায় না। কেননা তারা প্রচুর মারামারি করে। এক্ষেত্রে আপনার কাছে যতগুলো মেয়ে খরগোশ আছে সবগুলোকে একসাথে আপনি সারাদিন ছেড়ে রাখতে পারেন কোন সমস্যা নেই। আর সাথে বাচ্চাগুলো কোন ঝামেলা করে না। তাই বাচ্চা খরগোশ গুলোকেও মেয়ে করবে সেগুলোর সাথে সারাদিন আপনি ছেড়ে রাখতে পারেন। সাইন্টিফিক হিসেবে প্রত্যেকটা খরগোশের জন্য গড়ে দুই ফুট বাই দুই ফুট মানে চার স্কয়ার ফুট পরিমাণ জায়গার প্রয়োজন হয়। হিসাবে আমরা এই জায়গাটাতে 15 থেকে 20 টি খরগোশ খুব সহজভাবেই ছেড়ে রাখতে পারি। কারণ এখানে প্রায় 100 স্কয়ারফীটের উপরে জায়গা রয়েছে।

এবার আসি খাঁচার ব্যাপারে
খাচায় পালন করলে খরগোশের জন্য আপনি যত বড় সাইজের খাঁচা ব্যবহার করতে পারেন সেটা তত ভালো। তবে সর্বনিম্ন এরকম দেড় ফিট বাই 1 ফুট সাইজের খাঁচাতে ও রাখা যায়। কিন্তু এরকম খাঁচায় রাখতে দিনে অনেকটা সময় তাদের বাইরে হাটা চলার জন্য ছেড়ে রাখতে হবে । তবে দুই ফুট বাই দুই ফুট খাঁচাতে একটা খরগোশ পালন করা যায়। সে ক্ষেত্রে দিনে এক দুই ঘন্টা বাইরে দৌড়াদৌড়ি করার জন্য ছাড়লেই হবে ।

এই যে বাইরের সাইটে দেখুন ছেলে খরগোশগুলো ছাদে ঘুরে বেড়াচ্ছে। আমি আমার ছেলে খরগোশ গুলোকে সারাদিন ছাদে ছেড়ে রাখি। তবে লিডার ভিলেন আর কেহের মান এরা নিজেদের মধ্যে মারামারি করে তাই আমরা যে কোন একজনকে একটা সময় ছেড়ে রাখি এবং বাকি দুইজন ওই সময়ে খাঁচাতে আটকা থাকে। তবে ছোট ছেলে খরগোশ যেগুলো পুরোপুরি প্রাপ্তবয়স্ক হয়নি এগুলোকে বড়গুলো সাথে ছেড়ে রাখা যায়। দেখুন আমি লিডারের সাথে অর ২টা ছেলেকে ছেড়ে রেখেছি। লিডার কিন্তু ওদেরকে মারছে না। ছেলে খরগোশগুলো তাদের ইচ্ছামত ঘরে এবং ছাদের ঘুরে বেড়ায়। আর যারা যারা মারামারি করে না শুধুমাত্র তাদেরকেই একসাথে ছাড়ি।

এবার আসি খরগোশের বাসস্থান এ। মানে রাতের বেলা আমি আমার খরগোশগুলো কেউ কোথায় রাখি। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা দুই তলা খরগোশের ঘর। রাত্রে খাঁচার মধ্যে আটকে আমি ওদের এই ঘরটার ভেতরে রেখে দেই। তবে রাখার আগে এই ফ্লোরের উপরে পাটের ছালা বিছিয়ে তারপর ওদের খাঁচাগুলো সেট করি। আর সিকিউরিটি হিসাবে ওদের এই ঘরটা লোহার গেটের দরজা দিয়ে রাত্রে আটকানো থাকে। যাতে করে বাইরে থেকে কোন বেড়াল অথবা কোন ক্ষতিকারক প্রাণী এসে খরগোশগুলো ক্ষতি না করতে পারে।

সো আমি যদি সম্পূর্ণ বিষয়টাকে সংক্ষিপ্ত করতে চাই। তবে বলতে হবে সারাদিন খাঁচায় আটকে রেখে খরগোশ পালন করলে আপনাকে দুই ফুট বাই দুই ফুট সাইজের খাঁচাতে খরগোশ পালতে হবে। এরকম খাঁচাতে একটা করে খরগোশ রাখতে পারবেন। তবে এক্ষেত্রে ওদেরকে দৌড়াদৌড়ি করার জন্য দিনে কমপক্ষে 1 - 2 ঘন্টা সময় বাইরে ছেড়ে রাখবেন। দ্বিতীয়ত আপনি যদি সারাদিন খরগোশ ছাড়া অবস্থায় পালন করেন তবে দেড় ফুট বাই 1 ফুট সাইজের খাঁচাতে ও রাতেরবেলা এদের রাখতে পারেন। আর কখনোই ছেলে ও মেয়ে খরগোশকে একত্রে রাখবেন না আলাদা আলাদা খাঁচাতে রাখবেন। বড় সাইজের খাঁচা হলে দুই চারটা মেয়ে খরগোশকে এক খাঁচাতে রাকতে পারেন।

Комментарии

Информация по комментариям в разработке