Payra Setu | পায়রা সেতু | পায়রা সেতুর অপরূপ দৃশ্য | পটুয়াখালী | বরিশাল |

Описание к видео Payra Setu | পায়রা সেতু | পায়রা সেতুর অপরূপ দৃশ্য | পটুয়াখালী | বরিশাল |

#payrabridge
#পায়রা_সেতু

বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো রাতের পায়রা সেতুর অসাধারণ দৃশ্য ,আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে ,
সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে থাকুন।

পায়রা সেতু | Payra Bridge | লেবুখালী সেতু | lebukhali bridge | payra setu | lebukhali setu | Patuakhali |

🔰 পায়রা সেতু :
পায়রা সেতু। অন্য নাম- লেবুখালী সেতু। মোট দৈর্ঘ্য ১,৪৭০ মিটার।
অবস্থান: লেবুখালী-পটুয়াখালী, বরিশাল বিভাগ। পায়রা সেতুতে চলাচল করতে পারবে পণ্য বাহী গাড়ি, মটর বাইক , বাস, চার চাকার গাড়ি।

নির্মাণ শুরু হয় জুলাই, ২০১৬ এবং নির্মাণ শেষ হয় অক্টোবর, ২০২১। চালু করা হয়েছে ২৪ অক্টোবর, ২০২১।

পায়রা সেতু নির্মাণের পর থেকে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ১১১ দশমিক ৫ কিলোমিটার যাত্রাপথে ফেরি পারাপারের প্রয়োজন শেষ হয়েছে।

ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার পায়রা নদীর ওপর নির্মাণ করা হয়েছে পায়রা সেতু। এ সেতু দ্বারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা যুক্ত হয়েছে। পটুয়াখালী ও রাজধানী ঢাকার মধ্যে সড়ক সংযোগে এই সেতুটি গুরুত্বপূর্ণ।

বুড়িশ্বর-পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতুর দৈর্ঘ্য ১৪৭০ মিটার অর্থাৎ দেড় কিলোমিটারের কিছু কম।

সেতু প্রকল্পটি বাস্তবায়নে ১ হাজার ৪৪৭ দশমিক ২৪ কোটি টাকা ব্যয় হয়েছে। নির্মাণে অর্থায়ন করেছে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। নির্মাণকাজ করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন। এ ছাড়া, প্রকল্পটি শেষ করতে নির্ধারিত সময়সীমার চেয়ে ৫ বছর বেশি সময় লেগেছে।
#payrabridge
#padmabridge
#বরিশাল
#পটুয়াখালী

Комментарии

Информация по комментариям в разработке