ফ্যাসিবাদ কি ? ফ্যাসিবাদের উত্থান হয়েছিলো কেন ?| আদ্যোপান্ত | The Rise of Fascism

Описание к видео ফ্যাসিবাদ কি ? ফ্যাসিবাদের উত্থান হয়েছিলো কেন ?| আদ্যোপান্ত | The Rise of Fascism

ব্রিটিশরাই কি ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছিলো ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

১৯১৮ সাল পরবর্তী সময়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ। ইয়োরোপের বিভিন্ন দেশে শুরু হয় অস্থিরতা। লেনিনের ভবিষ্যদ্বাণী মতে প্রথম বিশ্বযুদ্ধের পর ভেঙ্গে পড়বে পুঁজিবাদী ব্যবস্থা। পুঁজিবাদ ভাঙ্গেনি। তবে সৃষ্টি হয় মহাপ্রলয়ের। পাশ্চাত্য দুনিয়ায় ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হয়। যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি পূরণের সহজ পথ ছিল না। মুদ্রাস্ফীতি, ব্যবসায়িক মন্দা, উৎপাদন হ্রাস ইত্যাদি হয়ে উঠে
সাধারণ নিত্যনৈমিত্তিক ঘটনা।

অর্থনৈতিক সঙ্কট জন্ম দেয় অনিশ্চয়তা। ফলে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। রাজনৈতিক বিরোধ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত অঞ্চলেও ঐক্য বজায় রাখা অসম্ভব হয়ে পড়েছিল। পার্লামেন্টে চলছিল ভাঙ্গাগড়ার কাজ। গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ পর্যন্ত হাপিয়ে উঠেছিল। শ্রমিক, কৃষক শ্রেণী আন্দোলন শুরু করে। ইয়োরোপের অনেকেই তখন শৃঙ্খলা বজায়ে
একনায়কতন্ত্রের কথা ভাবছিল।

শ্রমিকশ্রেণিতে দেখা যায় দুপক্ষ। অধিকাংশ সমাজতান্ত্রিক গণতন্ত্রের পক্ষে ছিল। তবে উল্লেখযোগ্য অংশ কমিউনিজমে আস্থা রেখেছিল। সমাজের অন্যান্য ক্ষেত্রেও ক্রমেই একনায়কতত্ত্ব জনপ্রিয় উঠতে শুরু করল। সবার মতে, রাশিয়ায় যদি বিপ্লবীরা নিজেদের নেতাদের মত অনুযায়ী শাসন কায়েম করতে পারে, অন্য জায়গায়ও সম্ভব। সময়ের দাবী হিসেবে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মতৎপরতা প্রয়োজন ছিল। দৃশ্যত কোনো ব্যবস্থা না থাকায় একনায়কতন্ত্র হয়ে উঠে ভরসার জায়গা।

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке