এই দোয়াটি মাত্র একবার পড়লেই দুনিয়াতেই জান্নাত। দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়ার আমল।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ । আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন।
আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফরজ নামাজের পর ১ বার দোয়াটি পড়লে দুনিয়াতে আপনি জান্নাতের সুসংবাদ পাবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ন দেখার এবং আপনারা যারা মনে করছেন এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় তাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করবো ।
হজরত আবু হুরায়রা (রা.) দারুন একটি গল্পও আমাদেরকে বলেছেন। তিনি বলেন, একদা রাসুলুল্লাহ (সা.) এক রমজান মাসে জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। তখন দেখতে পেলাম একজন আগন্তুক সদকার মাল চুরি করছে। তখন আমি আগন্তুকের হাত ধরে ফেললাম এবং বললাম, "আল্লাহর কসম! আমি তোমাকে আল্লাহর রাসুলের কাছে নিয়ে যাব।" তখন আগন্তুক বলল, "আমি খুব অভাবী আর আমার অনেক প্রয়োজন"। তার এ কথা শুনে দয়া করে তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে রাসুলুল্লাহ (সা.) আমাকে জিজ্ঞেস করলেন, "গতকাল তোমার অপরাধী কী করেছে?" আমি জবাব দিলাম, "হে আল্লাহর রাসুল! লোকটি অনেক অভাবী তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি"। রাসুলুল্লাহ (সা.) বলেন, "অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে"। পরদিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম। যখন সে আবারও চুরি করতে এলো। তখন তাকে পাকড়াও করে বললাম, "এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসুলের কাছে নিয়ে যাব"। সে বলল, "আমাকে ছেড়ে দাও, আমি খুব অভাবী, আমার পরিবার আছে, আমি আর আসব না"। তখন আমি তাকে দয়া করে এবারও ছেড়ে দিলাম। পরদিন আবারও রাসুলুল্লাহ (সা.) আমাকে জিজ্ঞেস করলেন, "গতকাল তোমার অপরাধী কী করেছে?" আমি এবারও জবাব দিলাম, "হে আল্লাহর রাসুল! লোকটি অনেক অভাবী তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি"। এবারও রাসুল (সা.) বললেন, "অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে"। তৃতীয় দিনও আমি চোরের জন্য অপেক্ষা করতে লাগলাম। যখন সে আবারও চুরি করতে এলো তখন তাকে পাকড়াও করে বললাম, "এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসুলের কাছে নিয়ে যাব, তুমি বারবার ওয়াদা করছ আর চুরি করতে আসছ"। তখন (উপায়ন্তর না পেয়ে) সে বলল, "আমাকে মাফ করে দাও। আমি তোমাকে এমন কিছু কথা বলে দেব, যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন"। আমি বললাম, "সেগুলো কী?" তখন সে বলল, "যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে। তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না"। এটা শুনে আবু হুরায়রা (রা.) তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসুল (সা.) আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বলেন। তখন রাসুল (সা.) বলেন, "যদিও সে চরম মিথ্যাবাদী; কিন্তু সে এই কথা সত্য বলেছে।" রাসুল (সা.) আবু হুরায়রা (রা.)-কে আরো বলেন, "তুমি কি জানো সে কে?" আবু হুরায়রা (রা.) বললেন, "না।" রাসুল (সা.) বলেন, "সে হচ্ছে শয়তান।"
(বুখারি, হাদিস: ২৩১১)
এই চ্যানেলে প্রতিদিন বিভিন্ন ধরনের আমল,দোয়া এবং ফজিলত নিয়ে ভিডিও দেয়া হয় !
আমার ভিডিও-গুলো ভাল লাগলে লাইক করতে পারেন।
পরের ভিডিও দেখতে চ্যানেল-টি Subscribe করতে পারেন।
"DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel is meant for EDUCATIONAL PURPOSE only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use."
#জান্নাত
Информация по комментариям в разработке